শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর জীবন

by আবদুল আউয়াল

Table of contents

Open Table of contents

জন্ম ঃ

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের হুগলী জেলার অন্তর্গত দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন।তার বাবার নাম মতিলাল চট্টোপাধ্যায়।

শিক্ষা ঃ

কিশোর জীবনে তিনি ভাগলপুর টি এন জুবিলি কলেজে পড়াশুনা করেছেন।দারিদ্রতার কারনে উচ্চমাধ্যমিক পড়ার সময় তার ছাত্রজীবনের সমাপ্তি ঘটে।

সাহিত্য চর্চা ঃ

অসামান্য হৃদয়বোধ ও বাস্তব জীবনের লব্ধ অভিজ্ঞতাই শরৎচন্দ্রের উপন্যাসের প্রধান বৈশিষ্ট্য।কথাসিহিত্যিক হিসেবেও তিনি জনপ্রিয়।

রচনাবলী ঃ

তার রচিত লেখাগুলো ঃ

উপন্যাস ঃ বড় দিদি , বিরাজ বউ , পরিনীতা , পল্লী সমাজ , দেবদাস , চরিত্রিহীন , দত্তা , গৃহদাহ , দেনা-পাওনা , পথের দাবি , বিপ্রদাস , শ্রীকান্ত , বিন্দুর ছেলে , রামের সুমতি , মেজদিদি , পথনির্দেশ , পন্ডিতমশাই , নব-বিধান , হরিলক্ষী , অনুরাধা , সতী , পরেশ , শুভদা , শেষ প্রশ্ন , শেষের পরিচয় ।

প্রবন্ধ ঃ নারীর মুল্য , স্বদেশ ও সাহিত্য।

ছোটগল্প ঃ মন্দির , বিলাসী , ছবি , মহেশ , অতিথি , একাদশী বৈরাগী।

পুরষ্কার ঃ

তার সাহিত্যকর্মের স্বীকৃ্তি স্বরুপ ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৩৬ সালে তঁাকে সম্মান্সুচক ডি. লিট. উপাধিতে ভুষিত করে।।

মৃত্যু ঃ

১৬ জানুয়ারী ১৯৩৮ সালে তিনি লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে কলকাতায় মৃত্যুবরণ করেন।

আরো দেখুন


EduportalBD Mobile App

Official mobile app by Eduportalbd.com. Get EIIN number, EMIS code, contact info, address, and tons of other information about any educational institutions in 5 countries.

App download Call to Action