কম্পিউটার আমাদের বন্ধুর মতোই,যা করতে বলি তাই সে করে দেয়,এই উপকারী বন্ধুটিকেতো তার জন্মদিনে অবশ্যই wish করা উচিত। তাই না? 😛
আমি আপনাদের আজ শিখাবো কিভাবে আপনি আপনার পিসির জন্ম তারিখটি বের করবেন।বের করেই বসে থাকবেন না, জন্ম-তারিখটা মনে রেখে PC কে Wish করবেন কিন্তু, 😀 তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শিখে নিই।
পিসির জন্ম-তারিখ বের করার বেশ কয়েকটি নিয়ম রয়েছে।আমি আপনাদের সবচেয়ে সহজটাই শিখাবো।
প্রথমে নিচের ছবির মতো :-
Start মেনু ►►All Programs ►►Accessories►►System Tools►►System Information. সিলেক্ট করুন।
এবার নিচের ছবির মতো একটি উইন্ডো বের।উইন্ডো থেকে Bios Version/Date সিলেক্ট করে লাইনটির শেষে দেখুন একটি তারিখ দেখা যাচ্ছে। এটাই আপনার পিসির জন্ম-তারিখ।
হে হে হেহ, এবার তো শিখে ফেললেন,Next জন্মদিনে কিন্তু আমাকে Invite করবেন। 😛
পোস্টটি ভালো লাগলে আমার ফেসবুক Fan Page এ লাইক দিয়ে আওয়াজ দিন 😀
Facebook Fan-page : Secret Cyber Spy