আজ আমি আপনাদের একটি Common সমস্যার সমাধান দিব।আমাদের পিসির Registry Editor অপশনটা অনেক সময় Disabled হয়ে যায়।এই সমস্যা থেকে সমাধানের একটি উপায় আজ আমি আপনাদের জানাব। 🙂
★Registry Editor যদি Disabled হয়ে যায়, তাহলে নিচের ছবির মতো একটি উইন্ডো দেখা যায়।
★Registry Editor অপশনটা Enabled করতে হলে প্রথমে আপনাকে Start মেনু থেকে Run সিলেক্ট করতে হবে।এরপর Run এ gpedit.msc লিখে Enter চাপতে হবে।
★এরপর User Configuration এক ক্লিক করে ডান পাশের Administrative Templates এ ২ বার ক্লিক করতে হবে।
★এবার System সিলেক্ট করতে হবে।
★তারপর ডানে দিকে Prevent Access to registry editing tools এ ক্লিক করে প্রাপারটিজ এ যেতে হবে।
★সেখানে Disabled সিলেক্ট করে ok করে দিন।
✔এবার Run এ গিয়ে Regedit লিখে Enter চেপে দেখুন আপনার Registry Editor অপশনটা কাজ করবে। 😀
◍সবাইকে কষ্ট করে পোস্টটা পড়ার জন্য ধন্যবাদ।◍ 😛
পোস্টটি ভালো লাগলে আমার ফেসবুক Fan Page এ লাইক দিয়ে আওয়াজ দিন 😀
Facebook Fan-page : Eduportalbd