আজ আমি আপনাদের খুব মজার একটি এডুকেশনাল সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দিব।প্রথমেই বলে রাখি সফটওয়্যারটা ছোটদের জন্য।প্রযুক্তি নির্ভর এই যুগে সব কিছুই এখন বদলে গেছে।এখন আর কোনো তথ্য জানার জন্য মোটা মোটা বইয়ের পাতা উল্টাতে হয় না।গুগোলে ৩/৪ টা word লিখে সার্চ দিলেই সারা বিশ্বের লাইব্রেরী আপনার সামনে।
আমরা জানি,ছোট বাচ্চারা কম্পিউটারে গেমস খেলতে খুব পছন্দ করে,যতটা গেমস পছন্দ করে ঠিক ততটাই অপছন্দ করে পড়াশোনা করতে।কিন্তু যদি এমন কিছু করা যায়,যাতে গেমসও খেলা হবে পড়াটাও হবে।অবিশ্বাসের কিছু নেই,প্রযুক্তির কল্যাণে আজ সবই সম্ভব।
যেই সফটওয়্যারটা নিয়ে কথা বলছি তার নাম “Tux of Math Command” সাইজঃ২০.০১ মেগাবাইট।
সফটওয়্যারটির মাধ্যমে আপনার ছোট ভাই/বোনটি অঙ্ক শিখতে পারবে তাদের অত্যন্ত পছন্দের জিনিস “গেমস” খেলতে খেলতেই।কেননা,খেলার নিয়মই যে অঙ্ক করা। 😀
এর মাধ্যমে সে যোগ,বিয়োগ,গুন,ভাগ,খালি ঘর পূরণ ইত্যাদি প্লে গ্রুপ বা নার্সারির অঙ্ক হাসতে হাসতে শিখে ফেলবে।আপনি শুধু তাকে গেমসটি খেলার প্রতি উৎসাহ দিন।
-
ডাউনলোড করুন এখান থেকেঃ Tux of Math Command
গেমসটা ছোটদের খেলতে দিন।আশা করি তারা কিছু শিখতেও পারবে। সবার জন্য শুভ কামনা রইল।
ধন্যবাদ।