Skip to content

ডিনস অ্যাওয়ার্ড পেল ঢাবির ১৩ শিক্ষার্থী

by Faysal

অভিনন্দন জানাই ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্ত ঢাবির ১৩ শিক্ষার্থীদের।২০১০ সালের স্নাতক সম্মান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলের জন্য কলা অনুষদের ১৩ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে পাঁচজনকে ডিনস অনার অ্যাওয়ার্ড এবং আটজনকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

ডিনস অনার অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- হাবিবুল্লাহ (আরবি), মো. আবদুল হাদী (আরবি), শামিমা নাসরীন (উর্দু), সিরাজুম মুনিরা (ইসলামিক স্টাডিজ) ও সৈয়দা ইফাত আরা (নাট্যকলা)।

ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মানজুরা মালিক আজমী (ইংরেজি), শারমিন নাহার (ফারসি ভাষা ও সাহিত্য), সোমা দে (সংস্কৃত), জাফরিন রিজওয়ানা (ইতিহাস), তানজিনা মেহনাজ (দর্শন), নাজমা (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি), শামিমা ইয়াসমিন (তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা) এবং তৌহিদা জাহান (ভাষাবিজ্ঞান)।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ডিনস কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।দেশের গ্রামীণ জনগণ তথা সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নের জন্য মেধাবী শিক্ষার্থীদের কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।

এছাড়া কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইংরেজি বিভাগের এমিরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, সিনেট ও সিন্ডিকেট সদস্য এবং বিভিন্ন বিভাগের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

আরো দেখুন


EduportalBD Mobile App

Official mobile app by Eduportalbd.com. Get EIIN number, EMIS code, contact info, address, and tons of other information about any educational institutions in 5 countries.

App download Call to Action