কেমন আছেন আপনারা? আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন।আমিও ভালো আছি।আমারা যারা ব্লগ লিখি তারা অনেক সময়ই Screen Shot এর ব্যবহার করতে হয়।ScreenShot নেওয়ার জন্য অনেকেই আলাদা Software এর উপর ভরসা করে।আরে ভাই, সফটওয়্যারের ঝামেলায় কেন যাবেন?আরো সহজ উপায় তো আছে। সেটাই আজ আপনাদের জানাব।
যেই পেজের/উইন্ডোর Screen Shot নিতে চান সেটা ওপেন করে কী-বোর্ডের “Print Screen Sys Rq” বাটনে চাপ দিয়ে।পেজটি Copy করলেন।
এবার পিসিতে Paint আছে না? সেটা ওপেন করুন।আর Ctrl + V চাপুন।
এবার Paint এর File মেনু থেকে Save As সিলেক্ট করুন।নিচের ছবির মত File Name লিখুন ও Save as Type এ JPEG সিলেক্ট করে save এ ক্লিক করুন।
কাজ খতম! আপনার দেখিয়ে দেওয়া ফোল্ডারে Screen Shot সেভ হয়ে গেছে।
আরেকটা জিনিস আপনাদের শিখিয়ে দিই।শট-কার্ট কী।নিচের ছবিটা দেখলেই বুঝবেন।
সবাইকে শুভেচ্ছা। ধন্যবাদ।