ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং(সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মেরিন এবং ভিটিটিআই সমূহে) ভর্তির জন্য অনলাইনে ফি জমা দান পদ্ধতি

by Kaif Hossain

বোর্ডের নামের কোড:_

আবেদনকারী যে শিক্ষা বোর্ড থেকে এস.এস.সি. পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, ঐ বোর্ডের নামের প্রথম তিন অক্ষর [যেমন: ঢাকা বোর্ডের বেলায় (DHA), সিলেট (SYL), বরিশাল (BAR), চট্টগ্রাম (CHA), কুমিল্লা (CUM), দিনাজপুর (DIN), যশোর (JAS), রাজশাহী (RAJ), মাদ্রাসা (MAD), কারিগরি (TEC) ময়মনসিংহ (MYM), উন্মুক্ত (BOU), অন্যান্য – (OTH)] বোর্ড কোড এবং ১ম শিফ্ট হলে (A), ২য় শিফ্ট হলে (B), উভয় শিফ্ট হলে (C) হবে। বি: দ্র: উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রোল নং এ হাইপেন (-) থাকবে না।

১) টেলিটক মাধ্যমে ফি জমাদান পদ্বতি:_

১.১ টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে BTAD লিখে, স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখে, স্পেস
দিয়ে এস.এস.সি. পরীক্ষার রোল নম্বর লিখে, স্পেস দিয়ে এস.এস.সি. পাসের সন লিখে স্পেস দিয়ে ভর্তির শিফটের নির্ধারণ অক্ষর লিখে ১৬২২২
নম্বরে SMS পাঠাতে হবে।
উদাহরণঃ BTADXXXYYYYYY< SPACE>ZZZZ <ঝঢ়ধপব>S এখানে, XXX এর স্থলে
আবেদনকারী যে শিক্ষা বোর্ড থেকে এস.এস.সি. পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সে বোর্ডের নামের সংক্ষিপ্ত রুপ [ ঢাকা বোর্ডের বেলায় (DHA), সিলেট (SYL), বরিশাল (BAR), চট্টগ্রাম (CHA), কুমিল্লা (CUM), দিনাজপুর (DIN), যশোর (JAS), রাজশাহী (RAJ), মাদ্রাসা (MAD), কারিগরি (TEC) ময়মনসিংহ (MYM), উন্মুক্ত (BOU), অন্যান্য – (OTH)], YYYYYY এর স্থলে আবেদনকারীর এস.এস.সি. পাসের রোল
নম্বর ও ZZZZ এর স্থলে এস.এস.সি. পাসের সন এবং S-এর স্থলে ১ম শিফট (A), ২য় শিফট (B), উভয় শিফট (C) হবে।

১.২ SMS-প্রেরণকারী আবেদনের যোগ্য হলে প্রার্থীর নাম, পিতার নাম, শিফট, একটি চওঘ নম্বর এবং পরীক্ষার ফি হিসেবে এক শিফটের জন্য ১৫০/-
(একশত পঞ্চাশ) / উভয় শিফটের জন্য ৩০০/= (তিনশত) টাকা কেটে রাখার সম্মতি চেয়ে ফিরতি ঝগঝ দেয়া হবে। ফিরতি ঝগঝ মনোযোগের
সাথে দেখে নিয়ে তথ্যাদি সঠিক থাকলে সম্মতি দিতে হবে। সম্মতি দেয়ার জন্য BTADYESPIN
যোগাযোগের MOBILE NUMBER লিখে ১৬২২২ নম্বরে SMS পাঠাতে হবে। তবে যেকোন অপারেটরের একটি MOBILE NUMBER
কেবলমাত্র একজন প্রার্থীর যোগাযোগের জন্য ব্যবহার করতে হবে। প্রার্থীকে নম্বরসহ একটি ফিরতি SMS দেয়া হবে।
উল্লেখ্য যে, Money receipt নম্বরটি নিজ দায়িত্বে সংরক্ষণ করতে হবে এবং Money receipt নম্বরটি পাওয়ার পরে অন-লাইনে
আবেদন ফরম পূরণ করতে হবে।

২) রকেট এর মাধ্যমে ফি জমাদান পদ্বতি:

রকেট একাউন্ট আছে এমন মোবাইল ফোন থেকে পেমেন্ট করার জন্য *৩২২# ডায়াল কর নিম্নরূপ ধাপগুলো অনুসরণ করতে হবে:
মেনুতে PAYMENT নির্বাচন করতে হবে। এরপর
ধাপ-১ : Bill Pay নির্বাচন করতে হবে।
ধাপ-২ : Successful SMS পাওয়ার জন্য নিজ রকেট একাউন্ট হলে Self /অন্য রকেট একাউন্ট হলে Other নির্বাচন ।
ধাপ-৩ : যোগাযোগের জন্য মোবাইল নম্বর দিতে হবে।
ধাপ-৪ : Other নির্বাচন করতে হবে।
ধাপ-৫ : Biller ID (288) ইনপুট দিতে হবে।

ধাপ-৬ : Bill Number: <শিফট><পাসের সন><বোর্ড কোড><রোল নম্বর>এন্ট্রি দিতে হবে (স্পেস দেওয়ার প্রয়োজন নেই)।
Example: C2020CHA102517

ধাপ-৭ : Amount – 150/300 টাকা এন্ট্রি দিতে হবে।
ধাপ-৮ : Pin Number চাইলে ঐ রকেট একাউন্টের পিন নম্বর প্রদান করতে হবে।
Payment সফল হলে TXN নাম্বার সহ Successful SMS প্রদর্শিত হবে।

৩) শিওরক্যাশ এর মাধ্যমে ফি জমাদান পদ্বতি:

যে সকল মোবাইল ফোনে শিওরক্যাশ চালু আছে-

সে সকল মোবাইল ফোন প্রথমে এ *৪৯৫# ডায়াল করতে হবে।
ধাপ-১: শিওরক্যাশ এর মেনু পেতে *৪৯৫# ডায়াল করে, Payment অপশন নির্বাচন করতে হবে
ধাপ-২: পেমেন্ট Keyword : DTE লিখতে হবে
ধাপ-৩: স্টুডেন্টকে লিখতে হবে: <শিফ্ট><পাশের সন><বোর্ড কোর্ড><রোল নম্বর>
ধাপ-৪: স্টুডেন্ট এর মোবাইল নাম্বার লিখতে হবে
ধাপ-৫: মোবাইলে Amount : Tk.150/300 প্রদর্শিত হবে এবং মোবাইল একাউন্ট এর পিন নম্বর প্রদান করুন
ধাপ-৬: পেমেন্ট সফল হলে TNX নাম্বার সহ Successful SMS প্রদর্শিত হবে।

শিওরক্যাশ অ্যাপ এর মাধ্যমে ফি প্রদান করার নিয়মঃ
শিওরক্যাশ এর অ্যাপ ডাউনলোড করুন-
ধাপ-১: শিওরক্যাশ অ্যাপ এ লগ ইন করে Payment অপশন সিলেক্ট করুন
ধাপ-২: পরবর্তি ধাপে যেতে DTE লিখে Next অপশন সিলেক্ট করুন
ধাপ-৩: স্টুডেন্টকে লিখতে হবে: <শিফ্ট><পাশের বছর><বোর্ড><বোর্ডের রোল নম্বর>
ধাপ-৪: স্টুডেন্টের মোবাইল নাম্বার লিখতে হবে
(মোবাইল স্ক্রিনে Amount : Tk.150/300 প্রদর্শিত হবে)
ধাপ-৫: পরবর্তি/Next বাটন সিলেক্ট করুন
ধাপ-৬: পেমেন্ট নিশ্চিত করতে Confirmation বাটন সিলেক্ট করুন।
Payment সফল হলে Txn ID সহ Successful SMS প্রদর্শিত হবে।
লক্ষণীয়ঃ

৪) বিকাশ এর মাধ্যমে ফি জমাদান পদ্বতি:

ধাপ-১: বিকাশ অ্যাপ ডাউললোড করতে হবে।
ধাপ-২ : বিকাশ অ্যাপে প্রবেশ করতে হবে।
ধাপ-৩ : Pay Bill নির্বাচন করতে হবে।
ধাপ-৪: Organization Type থেকে Education নির্বাচন করতে হবে।
ধাপ-৫ঃ Education নির্বাচন করার পর DTE লিখে সার্চ করতে হবে অথবা Scroll Down করে মেনু থেকে সিলেক্ট করতে হবে
ধাপ- ৬: পেমেন্ট কোড < শিফট কোড><পাসের সন><বোর্ড কোড><রোল নম্বর> ও মোবাইল নম্বর দিতে হবে।
ধাপ-৭: সবকিছু ঠিক থাকলে ফি এর পরিমান দিতে হবে।
ধাপ-৮ : Pin Number চাইলে ঐ বিকাশ একাউন্টের পিন নম্বর প্রদান করতে হবে এবং টিপ দিয়ে ধরে রাখতে হবে।
ধাপ-৯: Payment সফল হলে Successful SMS প্রদর্শিত হবে
পরবর্তীতে ব্যবহারের জন্য আপনার Payment Receipt ডাউনলোড করে রাখুন

আরো দেখুন


EduportalBD Mobile App

Official mobile app by Eduportalbd.com. Get EIIN number, EMIS code, contact info, address, and tons of other information about any educational institutions in 5 countries.

App download Call to Action