ssc 2014

(পরীক্ষা সংক্রান্ত সকল খবরে শুধুই নারীদের ছবি দেওয়া হয়। এ নিয়ে যেহেতু পুরুষ সমাজ যারপরনাই রাগান্বিত, সেহেতু এখানে পুরুষ শিক্ষার্থীর ছবি দেওয়া হলো)

সবাইকে SSC-২০১৪ এর ফলাফল মোবারক। প্রতি বছর এস এস সি/দাখিল/সমমানের রেজাল্ট দেখার নিয়ম প্রায় এক। তাই এবছরও নতুনত্বের কোনো মানে হয় না। এস এস সি/দাখিল/সমমানের পরীক্ষার ফলাফল দুই ভাবে দেখতে পারেন।

  • মোবাইল এ এস এম এস(SMS) এর মাধ্যমে।
  • ওয়েব সাইট থেকে।

মোবাইল থেকে দেখার প্রক্রিয়া

আপনার মোবাইলের মেসেজ অপশনে যান।তারপর

SSC<space>আপনি যেই বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছে সেই বোর্ডের প্রথম ৩ অক্ষর <space> আপনার রোল নম্বর <space> যেই বছর পরীক্ষা দিচ্ছে সেই বছর

তারপর Send করে দিন 16222 নম্বরে।

প্রতি এস এম এস(SMS) এ ২.৩০৳ কাটা হবে।

 Ex: SSC Dha 423065 2014 send to 16222

 

 

এস এস সি/দাখিল/সমমানের রেজাল্ট ওয়েব সাইট থেকেঃ

এস.এস.সি(SSC) ও এইচ.এস.সি(HSC) রেজাল্ট ওয়েব সাইট থেকেও দেখতে পারেন।

  • এবার আপনি SSC পরীক্ষার্থী হলে SSC আর আপনি দাখিল পরীক্ষার্থী হলে Dakhil সিলেক্ট করুন
  • Year সিলেক্ট করুন আপনি রেজাল্ট প্রকাশ হল সেই বছর।
  • Board সিলেক্ট করুন যেই বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন।
  • Roll হবে আপনার এস এস সি(SSC) /যে পরীক্ষা দিচ্ছেন তার বোল নম্বর।

এবার Submit বাটনে ক্লিক করুন।রেজাল্ট আপনার সামনে হাজির হয়ে যাবে।

সবার রেজাল্টের শুভ কামনা করি।ভালো রেজাল্ট হওয়ার পর ইচ্ছামত মিষ্টি খাবেন ও লাফালাফি করবেন তবে সাবধান হাত-পা ভাঙ্গার দরকার নেই।

আর যাদের রেজাল্ট খারাপ(আল্লাহ না করুক) হবে তাদের বলব হতাশ হবেন না,মনে রাখবেন বিশ্বের বেশিরভাগ বিখ্যার ব্যক্তি ফেল করেছিল।