Table of contents
Open Table of contents
জন্ম ঃ
জহির রায়হান ১৯৩৩ খ্রিস্টাব্দে ফেনী জেলার মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
ব্যক্তিত্ত্ব ঃ
জহির রায়হান একাধারে কথাসাহিত্যিক, সাংবাদিক , রাজনৈতিক কর্মী এবং চলচ্চিত্রকার ছিলেন।যদিও তিনি জহির রায়হান হিসেবে সুপরিচিত, তবে তার আসল নাম মোহাম্মদ জহিরুল্লাহ ।তিনি চলচ্চিত্রকার হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেছেন।
সাহিত্যকর্ম ঃ
তার রচিত সাহিত্যের মধ্যে উপন্যাস “হাজার বছর ধরে”, “আরেক ফাল্গুন “, “বরফ গলা নদী “, “আর কত দিন” ইত্যাদি উল্লেখযোগ্য।
চলচ্চিত্র ঃ
তার চলচ্চিত্রের মধ্যে “জীবন থেকে নেয়া”, “স্টপ জেনোসাইড” , “লেট দেয়ার বি লাইট”, ইত্যাদি উল্লেখযোগ্য।
পুরষ্কার ঃ
তিনি ১৯৭২ সালে বাংলা একাডেমী পুরষ্কার অর্জন করেন।
মৃত্যু ঃ
তিনি ১৯৭২ সালের ৩০ শে জানুয়ারী মৃত্যুবরণ করেন।