Table of contents
Open Table of contents
- প্রশ্নঃ ID Card হারিয়ে গেছে,কীভাবে নতুন কার্ড পেতে পারি?
- প্রশ্নঃহারানো আইডি কার্ড পেতে বা সংশোধনের জন্য কি কোন ফি দিতে হয়?
- প্রশ্নঃ হারানো ও সংশোধন একই সাথে করা যায় কি?
- প্রশ্নঃ হারিয়ে যাওয়া আইডি কার্ড কিভাবে সংশোধন করব?
- প্রশ্নঃ প্রাপ্তি স্বীকা্রপত্র/ স্লিপ হারালে করনীয় কি?
- প্রশ্নঃ প্রাপ্তি স্বীকা্রপত্র / ID Card হারিয়ে গেছে কিন্তু কন document নেই। সে ক্ষেত্রে কি করনীয়?
প্রশ্নঃ ID Card হারিয়ে গেছে,কীভাবে নতুন কার্ড পেতে পারি?
উত্তরঃ নিকটতম থানায় জিডি করে জিডির মূল কপিসহ সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে আবেদন করতে হবে
প্রশ্নঃহারানো আইডি কার্ড পেতে বা সংশোধনের জন্য কি কোন ফি দিতে হয়?
উত্তরঃ এখনও হারানো আইডি কার্ড পেতে কোনো ফি দিতে হয় না তবে ভবিষ্যতে আইডি কার্ড পেতে বা সংশোধন করতে সরকার কর্তৃক নির্ধারিত ফি ধার্য করা হবে।
প্রশ্নঃ হারানো ও সংশোধন একই সাথে করা যায় কি?
উত্তরঃ হারানো ও সংশোধন একই সাথে করা যায় না।
প্রশ্নঃ হারিয়ে যাওয়া আইডি কার্ড কিভাবে সংশোধন করব?
উত্তরঃ প্রথমে হারানো আইডি কার্ড উত্তোলন করে তারপর সংশোধনের আবেদন করতে হবে।
প্রশ্নঃ প্রাপ্তি স্বীকা্রপত্র/ স্লিপ হারালে করনীয় কি?
উত্তরঃ স্লিপ হারালেও থানায় জি ডি করে সঠিক ভোটার আইডি নাম্বার দিয়ে হারানো কার্ডের জন্য আবেদন পত্র জমা দিতে হবে।
প্রশ্নঃ প্রাপ্তি স্বীকা্রপত্র / ID Card হারিয়ে গেছে কিন্তু কন document নেই। সে ক্ষেত্রে কি করনীয়?
উত্তরঃ সংশ্লিষ্ট / উপজেলা / থানা / জেলা নির্বাচন অফিস থেকে voter number সংগ্রহ করে NID Registration Wing / উপজেলা / থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে আবেদন করতে হবে।