শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (SAU) ভর্তি বিজ্ঞপ্তি, ন্যূনতম যোগ্যতা ও প্রয়োজনীয় সকল ভর্তি তথ্য

by Kaif Hossain

LAST UPDATED: APR 05, 2024

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের আওতায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য নির্বাচিত প্রার্থীদেরকে বিভিন্ন অনুষদে স্নাতক (লেভেল-১ সেমিস্টার-১) শ্রেণিতে ভর্তির নিমিত্ত নিম্নবর্ণিত নির্দেশাবলী অনুসরণ করতে হবে ।

কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৮ (আট) টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্লাতক (সম্মান)/স্লাতক শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

Table of contents

Open Table of contents

ভর্তির প্রাথমিক প্রক্রিয়া

ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করা সর্বশেষ অটোমাইগ্রেশনের পর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য নির্বাচিত প্রার্থীদেরকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর ওয়েবসাইট থেকে ভর্তির জন্য নির্ধারিত Admission Form ডাউনলোড করে যথাযথভাবে পূরণপূর্বক নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল টিএসসি কমপ্লেক্স (নীচতলা, কমিউনিটি হল-১) এ স্ব-শরীরে উপস্থিত হয়ে বিভিন্ন অনুষদ/ডিগ্রীর নির্ধারিত ফি’র সাথে পূর্বে/প্রথম ধাপে জমাকৃত টাকা ১০,০০০/- (দশ হাজার) সমন্বয় করে অবশিষ্ট টাকা জমা দিয়ে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে।

ভর্তি আবেদনের ন্যুনতম যোগ্যতা

লিখিত নির্বাচনী পরীক্ষা

মানবন্টন :

বিষয় নাম্বার
ইংরেজি ১০
প্রাণীবিজ্ঞান ১৫
উদ্ভিদবিজ্ঞান ১৫
পদার্থবিজ্ঞান ২০
রসায়ন ২০
গণিত ২০

মেধা স্কোর

মোট ১৫০ নম্বরের ভিত্তিতে ফলাফল প্রস্তুত করা হবে। ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের সাথে এসএসসি/সমমানের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের (চতুর্থ বিষয় ব্যতিত) ভিত্তিতে ২৫ এবং এইচএসসি/সমমানের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের (চতুর্থ বিষয় ব্যতিত) ভিত্তিতে ২৫ নম্বর যোগ করে ফলাফল প্রস্তুত করে মেধা ও অপেক্ষমান তালিকা তৈরি করা হবে।

আবেদন ফর্ম

admission_form_1

admission_form_2

ভর্তির সময়সূচি

ভর্তি কার্যক্রম সুষ্ঠূভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিম্নবর্ণিত রোল নম্বরের ক্রম ও সময়সূচি অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে। সেজন্য নির্ধারিত রোল নম্বরধারীকে নির্ধারিত তারিখেই বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে ভর্তি হওয়ার জন্য বলা হলো:

ভর্তি পরীক্ষার রোল ভর্তির তারিখ ও সময়
১০০০১ থেকে ৩৭০০০ ০৮-১০-২০২৩ তারিখ, রবিবার, সকাল ৯.০০ টা থেকে বিকাল ৫.০০টা
৩৭০০১ থেকে ৬০০০০ ০৯-১০-২০২৩ তারিখ, সোমবার, সকাল ৯.০০ টা থেকে বিকাল ৫.০০ টা
৬০০০১ থেকে ৯০৭৭৬ ১০-১০-২০২৩ তারিখ, মঙ্গলবার, সকাল ৯.০০ টা থেকে বিকাল ৫.০০ টা

অনুষদ/প্রোগ্রাম ভিত্তিক ভর্তি ফি

অনুষদের নাম প্রোগ্রাম/ডিগ্রির নাম ফি'র পরিমাণ
কৃষি বিএসসি এজি (অনার্স) ১৭৪০০/-
এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট বিএসসি এগ্রিকালচারাল ইকোনোমিক্স (অনার্স) ১৭৬০০/-
এনিম্যাল এন্ড ভেটেরিনারি মেডিসিন বিএসসি ভেট সাইস এন্ড এএইচ ২৩৮৫০/-
ফিশারিজ, একোয়াকালচার এন্ড মেরিন সাইন্স বিএসসি ফিশারিজ (অনার্স) ১৭১০০/-

ভর্তির সময় প্রয়োজনীয় কাগজপত্র

কোটায় নির্বাচিত প্রার্থীদের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

উপরে উল্লেখিত কাগজপত্র ছাড়াও-

অন্যান্য তথ্য

Sponsored Products

আরো দেখুন


EduportalBD Mobile App

Official mobile app by Eduportalbd.com. Get EIIN number, EMIS code, contact info, address, and tons of other information about any educational institutions in 5 countries.

App download Call to Action