মঙ্গলের বুকে সূর্যগ্রহণ দেখলো নাসার মার্স রোভার কিওরিওসিটি। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে মঙ্গলের দু’টি উপগ্রহের একটি ‘ফোবোস’ সৃষ্ট আংশিক সূর্যগ্রহণের ছবি তুলে পাঠিয়েছে কিওরিওসিটি। মঙ্গলের রয়েছে ছোট ছোট দু’টি উপগ্রহ, ফোবোস এবং ডিমোস। মঙ্গলকে ঘিরে ঘুরতে ঘুরতে ফোবোস মঙ্গল এবং সূর্যের মাঝখানে চলে আসায় সূর্যকে আংশিকভাবে আড়াল করে। ফলে মঙ্গল থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যায়। কিওরিওসিটি ওই আংশিক গ্রহণের ছবি তুলেছে হাই রেজুলিউশন ক্যামেরা দিয়ে।
এ পর্যন্ত দু’টি ক্যামেরা ব্যবহার করে ছয়শ’রও বেশি ছবি তুলেছে কিওরিওসিটি। এর মধ্যে প্রায় একশ’টি সূর্যগ্রহণের ছবি। তবে তার মধ্যে হাতে গোনা কয়েকটি ছবিই পৃথিবীতে পাঠিয়েছে কিওরিওসিটি।মঙ্গলে আবার সূর্যগ্রহণ হবে ১১ মাস পরে। নাসা জানিয়েছে, এবার সূর্যগ্রহণ পর্যবেক্ষণের জন্য পুরোপুরি প্রস্তুত না থাকলেও, পরের বার তৈরি থাকবে কিওরিওসিটি।