About
তথ্য প্রযুক্তির এই যুগে যে কোনো বিষয়ে যে কোনো তথ্য খুজে বের করা এখন কেবল সময়ের ব্যাপার মাত্র। বিভিন্ন প্রযুক্তির ব্যবহার যেমন বেড়েছে সাথে সাথে বেড়েছে তথ্যের মহাসাগরে আমাদের বিচরন ও আধিপত্য। প্রয়োজন অনুযায়ী সকল তথ্য পরিবেশন করতে রয়েছে Google,Yahoo, Bing এর মত অসাধারন কিছু সার্চ ইঞ্জিন ।প্রায় সকল সকল ধরনের তথ্যই আমরা পেয়ে যাই এসব ক্ষেত্র থেকে।
কিন্তু ধরা যাক আপনার এই মুহুর্তে দরকার একটি নির্দিষ্ট স্কুল/কলেজের এর ভর্তি তথ্য । এ ক্ষেত্রে আমরা জানাশোনা কোনো শিক্ষা তথ্যের সাইটে যেয়ে তথ্য খুজে নেই। কিন্তু যার এইসব সাইটগুলো জানা নেই, তার কি হবে?
বলতে পারেন ঐ প্রতিষ্ঠানের ওয়েব থেকেও পাওয়া যাবে প্রয়োজনীয় তথ্য। হ্যা তবে সেই ওয়েব সাইটটাই খুজে বের করা কঠিন। তার উপর অনেক প্রতিষ্ঠানের ওয়েবসাইটই নেই।
কিংবা ধরা যাক, আপনি সবসময় যে সাইট থেকে তথ্য পেতেন, সেই সাইটটি আপডেট হয় নি বা কোনো কারনে সাইটটি বন্ধ আছে। তখন কোথায় পাবেন আপনি আপনার তথ্য?
আবার ধরা যাক আপনার কয়েকটি স্কুলের বা কলেজের ভর্তি তথ্য দরকার।আপনি কি করবেন?প্রতিটি স্কুলের সাইটে এক বার এক বার করে ভিজিট করে দেখবেন?
এভাবে বিভিন্ন শিক্ষা বিষয়ক তথ্য নানা জায়গা হতে খুজে বের করা বের করা এখন পর্যন্ত খুব সময় সাপেক্ষ এবং ক্লান্তিকর।
প্রয়োজনীয় শিক্ষা তথ্যের এই সব সমস্যার কথা চিন্তা করেই যাত্রা শুরু করল EduportalBD.com যা আপনাকে এনে দেবে আপনার প্রয়োজনীয় সব শিক্ষা তথ্য একটি জায়গায়।
আর এই প্রজেক্টি সম্পূর্ণ অবাণিজ্যিক ও অলাভজনক। ব্যবহারকারীদের প্রয়োজন অনুযায়ী তথ্য প্রদানই এটি পরিচালনার মূল উদ্দেশ্য। যে কেউ আমাদের সাথে যোগ দিতে পারেন অথবা মুল্যবান মতামত বা অভিযোগ জানিয়ে আমাদের সাহায্য করতে পারেন। কাজ করতে পারবেন সরাসরি আমাদের টিমে। মতামত জানাতে বা আমাদের সাথে যোগ দিতে যোগাযোগ করুন এখানে।
অথবা আপনার নিজের কোন সাইট থাকলে সহজেই নথিভুক্ত করতে পারবেন আমাদের ডাটাবেইজে এবং প্রয়োজনীয় কোনো তথ্য না পেলে আমাদের জানাতে পারেন এখানে। চলুন একনজরে দেখে নিই কি আছে এতেঃ
- শিক্ষার সকল তথ্য পেয়ে যাবেন একসাথে ,একই জায়গায়, স্বল্প সময়ে এবং সবচেয়ে আপডেটেড
- বাংলাদেশের যে কোনো শিক্ষা বিষয়ক তথ্য, ভর্তি তথ্য, স্কুল/কলেজ তথ্য ইত্যাদি যে কোনো ওয়েব সাইট থেকে পেয়ে যাবেন এক নিমিষে
- ফলাফল,রুটিন, ছুটির তালিকা সহ সব তথ্য একটি জায়গায় পাবেন।
- সরকারি সাইট সমুহের তথ্য গুলোও এখন আপনি বিনা পরিশ্রমে পেয়ে যাবেন। শুধুমাত্র যে তথ্য দরকার তা লিখে সার্চ দিলেই চলবে।
- যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান এর তথ্য এক নিমিষে।