আর্মড ফোর্সেস-আর্মি মেডিক্যাল কলেজসমূহে (MBBS) ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি

by EduportalBD Team

LAST UPDATED: MAR 9, 2023

AFMC-AMC আর্মি মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তি বিজ্ঞতি ২০২৩ সালে প্রকাশিত হয়েছে । বাংলাদেশের সশস্ত্রবাহিনী পরিচালিত আর্মড ফোর্সেস মেডিক্যািল কলেজের(AFMC) দুই ক্যাটাগরি-এএমসি (আর্মি মেডিক্যাল কোর) ক্যাডেট ও এএফসি ক্যাডেট এবং বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ৫টি আর্মি মেডিক্যাল কলেজে অভিন্ন প্রক্তিয়ায় ২০২২-২৩ এর ১বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তি করা হবে ।

Table of contents

Open Table of contents

ভর্তির আবেদন তথ্য:

আবদনের শিক্ষাগত যোগ্যতা:

  1. এএফএমসি-এর এএমসি ক্যাডেট ক্যাটাগরি: ২০১৯/২০২০ সনে SSC/ সমমানের পরীক্ষা এবং ২০২১/২০২২ সনে HSC/ সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগের উত্তীণ ছাত্র/ছাত্রীদেরকে মোট জিপিএ ১০.০০ প্রাপ্ত হতে হবে
  2. এএফএমসি-এর এএফএমসি ক্যাডেট ও পাচটি আর্মি মেডিকেল কলেজের ক্যাডেট ক্যাটাগরি : ২০১৯/২০২০ সনে SSC/ সমমান পরীক্ষা এবং ২০২১/২০২২ সনে HSC/ সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগের উত্তীণ ছাত্র/ছাত্রীদেরকে ন্যূনতম মোট জিপিএ ৯.০০ থাকতে হবে । শুধুমাত্র উপজাতীয় প্রাথীর ক্ষেত্রে প্রাপ্ত জিপিএ এর যোগফল ন্যূনতম ৮.০০ গ্রহণযোগ্য হবে । তবে কোন অবস্থাতেই উপজাতীয় প্রাথীর ssc/ সমমান অথবা hsc/ সমমান পরীক্ষায় কোন একটিতে জিপিএ ৩.৫০ এর নিচে গ্রহণযোগ্য হবে না
  3. সকলের ক্ষেত্রে HSC/ সমমান পরীক্ষায় জীববিজ্ঞান ন্যূনতম জিপিএ ৪.০০ হতে হবে
  4. ২০১৯সনের পূবে SSC/সমমান পরীক্ষায় পাশ করা প্রার্থীরা আবেদন করতে পারবে না

শারীরিক যোগ্যতা :

প্রার্থীকে মেডিক্যাল বোর্ড এর দ্বারা স্বাস্থ্য পরীক্ষায় উন্নীত হতে হবে । আর্মি মেডিক্যাল ক্যাটাগরির জন্য :

ভর্তি পরীক্ষা পদ্ধতি:

লিখিত পরীক্ষা (MCQ পদ্ধতি) = ১০০ নম্বর

পরীক্ষার বিষয় ও নম্বর :

লিখিত পরীক্ষায়-

শুধুমাত্র কৃতকার্য পরীক্ষার্থীদের মেধাতালিকায় অন্তভুক্ত করা হবে

প্রার্থী মূল্যায়ন পদ্ধতি:

SSC/সমমান এবং HSC/ সমমান এর জিপিএ এবং ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের নিম্নলিখিত ভাবে মূল্যায়ন করা হবে:

পরীক্ষাথী যদি পূর্বে মেডিক্যাল /ডেন্টাল পরীক্ষা দিয়ে থাকে সেক্ষেত্রে তার ৫মার্ক এবং পরীক্ষাথি যদি মেডিক্যাল /ডেন্টাল ছাত্র বা ছাত্রী হয়ে থাকে সেক্ষেত্রে তার ৭.৫ মার্ক কাটা যাবে পরীক্ষার বিষয় ও নম্বর :

পদার্থবিজ্ঞান :৩০

রসায়নবিজ্ঞান :৩০

জীববিজ্ঞান :৩০

ইংরেজী :০৫

সাধারণ জ্ঞান :০৫

লিখিত পরীক্ষায়-

শুধুমাত্র কৃতকার্য পরীক্ষার্থীদের মেধাতালিকায় অন্তভুক্ত করা হবে

প্রার্থী মূল্যায়ন পদ্ধতি:

SSC/সমমান এবং HSC/ সমমান এর জিপিএ এবং ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের নিম্নলিখিত ভাবে মূল্যায়ন করা হবে:

পরীক্ষাথী যদি পূর্বে মেডিক্যাল /ডেন্টাল পরীক্ষা দিয়ে থাকে সেক্ষেত্রে তার ৫মার্ক এবং পরীক্ষাথি যদি মেডিক্যাল /ডেন্টাল ছাত্র বা ছাত্রী হয়ে থাকে সেক্ষেত্রে তার ৭.৫ মার্ক কাটা যাবে

আরো দেখুন


EduportalBD Mobile App

Official mobile app by Eduportalbd.com. Get EIIN number, EMIS code, contact info, address, and tons of other information about any educational institutions in 5 countries.

App download Call to Action