LAST UPDATED: MAR 9, 2023
AFMC-AMC আর্মি মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তি বিজ্ঞতি ২০২৩ সালে প্রকাশিত হয়েছে । বাংলাদেশের সশস্ত্রবাহিনী পরিচালিত আর্মড ফোর্সেস মেডিক্যািল কলেজের(AFMC) দুই ক্যাটাগরি-এএমসি (আর্মি মেডিক্যাল কোর) ক্যাডেট ও এএফসি ক্যাডেট এবং বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ৫টি আর্মি মেডিক্যাল কলেজে অভিন্ন প্রক্তিয়ায় ২০২২-২৩ এর ১বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তি করা হবে ।
Table of contents
Open Table of contents
ভর্তির আবেদন তথ্য:
- ভর্তি আবেদন অনলাইন তারিখ : ১৩-০২-২০২৩খ্রি:( সকাল ১১.০০টা পযন্ত)
- ভর্তি আবেদনের শেষ তারিখ : ২৩-০২-২০২৩খ্রি: (রাত ১১.৫৯ মি. পযন্ত)
- প্রবেশ পত্র বিতরণ : ০৬-০৩-২০২৩খ্রি: থেকে ১০-০৩-২০২৩খ্রি: পযন্ত
- ভর্তি পরীক্ষার তারিখ :১১-০৩-২০২৩ (শনিবার,বিকাল ৩টা থেকে ৪টা পযন্ত)
- অনলাইনের আবেদনের ফি জমাদানের শেষ তারিখ : অনলাইনের আবদনের সময় হতে পরবর্তী ২৪ ঘণ্টা
- আবেদন ফি–১০০/-
- ভর্তি আবেদনের ওয়েবসাইট: https://afmc.teletalk.com.bd/
আবদনের শিক্ষাগত যোগ্যতা:
- এএফএমসি-এর এএমসি ক্যাডেট ক্যাটাগরি: ২০১৯/২০২০ সনে SSC/ সমমানের পরীক্ষা এবং ২০২১/২০২২ সনে HSC/ সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগের উত্তীণ ছাত্র/ছাত্রীদেরকে মোট জিপিএ ১০.০০ প্রাপ্ত হতে হবে
- এএফএমসি-এর এএফএমসি ক্যাডেট ও পাচটি আর্মি মেডিকেল কলেজের ক্যাডেট ক্যাটাগরি : ২০১৯/২০২০ সনে SSC/ সমমান পরীক্ষা এবং ২০২১/২০২২ সনে HSC/ সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগের উত্তীণ ছাত্র/ছাত্রীদেরকে ন্যূনতম মোট জিপিএ ৯.০০ থাকতে হবে । শুধুমাত্র উপজাতীয় প্রাথীর ক্ষেত্রে প্রাপ্ত জিপিএ এর যোগফল ন্যূনতম ৮.০০ গ্রহণযোগ্য হবে । তবে কোন অবস্থাতেই উপজাতীয় প্রাথীর ssc/ সমমান অথবা hsc/ সমমান পরীক্ষায় কোন একটিতে জিপিএ ৩.৫০ এর নিচে গ্রহণযোগ্য হবে না
- সকলের ক্ষেত্রে HSC/ সমমান পরীক্ষায় জীববিজ্ঞান ন্যূনতম জিপিএ ৪.০০ হতে হবে
- ২০১৯সনের পূবে SSC/সমমান পরীক্ষায় পাশ করা প্রার্থীরা আবেদন করতে পারবে না
শারীরিক যোগ্যতা :
প্রার্থীকে মেডিক্যাল বোর্ড এর দ্বারা স্বাস্থ্য পরীক্ষায় উন্নীত হতে হবে । আর্মি মেডিক্যাল ক্যাটাগরির জন্য :
- পুরুষ (ন্যূনতম):
- উচ্চতা : ৫ ফুট ৪ ইঞ্চি
- ওজন : ৫৪.০০ কেজি
- স্বাভাবিক -৩০ ইঞ্চি সম্প্রসারিত–০.৮১মি
- দৃষ্টি শক্তি–২.৫ ডায়প্টার এর বেশি এবং বিষমদৃষ্টি ১.০ ডায়প্টারএর বেশি হলে গ্রহণযোগ্য হবে না
- মহিলা (ন্যূনতম):
- উচ্চতা : ৫ ফুট ১ ইঞ্চি
- ওজন : ৪৬.০০কেজি
- স্বাভাবিক -২৮ ইঞ্চি সম্প্রসারিত–০.৭৬ সে.মি
- দৃষ্টি শক্তি–২.৫ ডায়প্টার এর বেশি এবং বিষমদৃষ্টি ১.০ ডায়প্টারএর বেশি হলে গ্রহণযোগ্য হবে না
ভর্তি পরীক্ষা পদ্ধতি:
লিখিত পরীক্ষা (MCQ পদ্ধতি) = ১০০ নম্বর
পরীক্ষার বিষয় ও নম্বর :
- পদার্থবিজ্ঞান :৩০
- রসায়নবিজ্ঞান :৩০
- জীববিজ্ঞান :৩০
- ইংরেজী :০৫
- সাধারণ জ্ঞান :০৫
লিখিত পরীক্ষায়-
- প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে
- ১০০ নম্বরের মধ্যে ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে
- ৪০ নম্বর কম নম্বর প্রাপ্তরা অকৃতকার্য বলে গন্য হবে
শুধুমাত্র কৃতকার্য পরীক্ষার্থীদের মেধাতালিকায় অন্তভুক্ত করা হবে
প্রার্থী মূল্যায়ন পদ্ধতি:
SSC/সমমান এবং HSC/ সমমান এর জিপিএ এবং ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের নিম্নলিখিত ভাবে মূল্যায়ন করা হবে:
- SSC/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ১৫গুণ =৭৫ নম্বর
- HSC/ সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর২৫গুণ =১২৫নম্বর
- MCQ পদ্ধতিতে লিখিত পরীক্ষা =১০০নম্বর
- মোট নম্বর :৩০০
পরীক্ষাথী যদি পূর্বে মেডিক্যাল /ডেন্টাল পরীক্ষা দিয়ে থাকে সেক্ষেত্রে তার ৫মার্ক এবং পরীক্ষাথি যদি মেডিক্যাল /ডেন্টাল ছাত্র বা ছাত্রী হয়ে থাকে সেক্ষেত্রে তার ৭.৫ মার্ক কাটা যাবে পরীক্ষার বিষয় ও নম্বর :
পদার্থবিজ্ঞান :৩০
রসায়নবিজ্ঞান :৩০
জীববিজ্ঞান :৩০
ইংরেজী :০৫
সাধারণ জ্ঞান :০৫
লিখিত পরীক্ষায়-
- প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে
- ১০০ নম্বরের মধ্যে ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে
- ৪০ নম্বর কম নম্বর প্রাপ্তরা অকৃতকার্য বলে গন্য হবে
শুধুমাত্র কৃতকার্য পরীক্ষার্থীদের মেধাতালিকায় অন্তভুক্ত করা হবে
প্রার্থী মূল্যায়ন পদ্ধতি:
SSC/সমমান এবং HSC/ সমমান এর জিপিএ এবং ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের নিম্নলিখিত ভাবে মূল্যায়ন করা হবে:
- SSC/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ১৫গুণ =৭৫ নম্বর
- HSC/ সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর২৫গুণ =১২৫নম্বর
- MCQ পদ্ধতিতে লিখিত পরীক্ষা =১০০নম্বর
- মোট নম্বর :৩০০
পরীক্ষাথী যদি পূর্বে মেডিক্যাল /ডেন্টাল পরীক্ষা দিয়ে থাকে সেক্ষেত্রে তার ৫মার্ক এবং পরীক্ষাথি যদি মেডিক্যাল /ডেন্টাল ছাত্র বা ছাত্রী হয়ে থাকে সেক্ষেত্রে তার ৭.৫ মার্ক কাটা যাবে