পড়াশোনা ও কাজের ফাঁকে গান শুনতে পছন্দ করি।একঘেমিয়ে কাজ করার পর ক্লান্তি দূর করতে গানের চেয় ভালো বিকল্প আমার জানা নেই 🙂 কেমন হয় যদি ব্রাউজিং এর সময় আপনি অনলাইনের সকল রেডিও স্টেশনের গান আপনি আপনার ব্রাউজার দিয়েই শুনতে পারেন? 😛
এই আসাধারণ সুবিধাটির জন্য আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে।আপনার ব্রাউজারে একটা Plugin Install করতে হবে।হে হে হে,শুধু রেডিও শোনাই না,আরো অনেক কাজ করা যায় এই প্লাগইন্সটি দিয়ে।একবার ব্যবহার করেই দেখুন,নিশ্চয় ভালো লাগবে। 😀
►►►Plugin টি ফ্রী ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ◄ ◄ ◄
সবাই ভালো থাকবেন।ধন্যবাদ।