এক্সপি ব্যবহারকারীদের জন্য একটা দূঃখের খবর নিয়ে এলাম।উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেমে চলবে না অ্যাডোবি ফটোশপ সিএস সেভেন। 😥 অ্যাডোবি জানিয়েছে,” সিএস সিক্সই হবে ফটোশপের শেষ আপডেট, যা উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেমে চলবে।”
এক ব্লগ পোস্টে অ্যাডোবির প্রোডাক্ট ম্যানেজার টিম হগার্টি লিখেছেন, ‘অ্যাডোবি ফটোশপ টিম আগেভাগেই ব্যবহারকারীদের জানিয়ে দিতে চায় যে, সিএস-সিক্সই হবে ফটোশপের শেষ ভার্সন, যা উইন্ডোজ এক্সপি সাপোর্ট করবে।’
ফটোশপের পরের ভার্সনগুলো এক্সপি সাপোর্ট না করার কারণ হিসেবে হগার্টি জানান, আধুনিক পারফরমেন্স সেনসিটিভ সফটওয়্যারগুলো চালানোর জন্য আধুনিক গ্রাফিক ইন্টারফেস প্রয়োজন, যা উইন্ডোজ এক্সপিতে নেই।হগার্টি আরো জানান, সিএস-সিক্সের কোনো সমস্যা হলে তার জন্য আপডেট সরবরাহ করবে অ্যাডোবি। ক্রিয়েটিভ স্যুট সিক্স বা সিএস সিক্স এবং অন্যান্য সফটওয়্যারের জন্য নতুন ক্রিয়েটিভ ক্লাউড সাবস্ক্রিপশন সুবিধাও চালু করেছে অ্যাডোবি।