চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির নিয়মাবলী(২০১২-১৩)

by Tania

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১১ নভেম্বর। চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। পূর্ব প্রকাশ এখানে।

“আগামী ১ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবরের মধ্যে টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করতে হবে”-চবি ডেপুটি রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোছাইন এ তথ্য জানান।২০১২-১৩ শিক্ষাবর্ষে মোট ন’টি(০৯) ইউনিটের মাধ্যমে সাতটি অনুষদের সব বিভাগ ও ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার সময়সূচিঃ

ভর্তির আবেদনে জন্য করণীয়:

টেলিটকের প্রিপেইড মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে CU স্পেস এইচএসসি শিক্ষাবোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর স্পেস এইচএসসি পরীক্ষার রোল নম্বর স্পেস এইচএসসি পাশের সাল স্পেস এসএসসি শিক্ষাবোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর স্পেস এসএসসি পরীক্ষার রোল নম্বর স্পেস এসএসসি পাশের সাল স্পেস কাঙ্খিত ইউনিটের কী ওয়ার্ড লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।

কোটা থাকলে উপরিউক্ত তথ্যের পর কোটার কী ওয়ার্ড লিখে তারপর ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।

এসএমএস পাঠানোর পর সব তথ্য সঠিক হলে ফিরতি এসএমএস এ আবেদনকারীর নাম, ভর্তি পরীক্ষার ফি ও একটি পিন নম্বর জানিয়ে সম্মতি চাওয়া হবে।

তখন CU <space> YES <space> পিন নম্বর <space> আবেদনকারীর মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

এর পর আগামী ১৫ অক্টোবরের পর বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.cu.ac.bd) এ প্রবেশপত্র ডাউনলোডের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ভর্তি পরীক্ষায় আবেদনে যোগ্যতা:

ভর্তির তথ্য জানতে:

ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.cu.ac.bd) এ পাওয়া যাবে।এছাড়া ভর্তিসংক্রান্ত সকল খবরাখবর EduportalBD.com এও আপডেট পাবেন।

এছাড়া যেকোনো প্রয়োজনে হেলপ লাইনে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নিম্নোক্ত নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে:

  1. এ ইউনিট- ০১৫৫৫৫৫৫১৩৫,
  2. বি ইউনিট-০১৫৫৫৫৫৫১৩৬,
  3. সি ইউনিট-০১৫৫৫৫৫৫১৩৭,
  4. ডি ইউনিট-০১৫৫৫৫৫৫১৩৮,
  5. ই ইউনিট-০১৫৫৫৫৫৫১৩৯,
  6. এফ ইউনিট-০১৫৫৫৫৫৫১৪০,
  7. জি ইউনিট-০১৫৫৫৫৫৫১৪১,
  8. এইচ ইউনিট-০১৫৫৫৫৫৫১৪২
  9. এবং আই ইউনিট- ০১৫৫৫৫৫৫১৫৬।

সকলের পরীক্ষা ভালো হোক।সকল পরীক্ষার্থীর জন্য আন্তরিক শুভেচ্ছা।

আরো দেখুন


EduportalBD Mobile App

Official mobile app by Eduportalbd.com. Get EIIN number, EMIS code, contact info, address, and tons of other information about any educational institutions in 5 countries.

App download Call to Action