বিল গেটসের বিখ্যাত প্রতিষ্ঠান মাইক্রোসফট ২৫ বছর পর তাদের লোগোতে পরিবর্তন আনল। দুই দশকেরও বেশি সময় পরে পুরনো লোগোতে পরিবর্তন এনে নতুন সাজে সাজছে পৃথিবীর অন্যতম বৃহৎ সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট। ১৯৭৫ সালের পর এটা মাইক্রোসফটের লোগোর পঞ্চম সংস্করণ।মাইক্রোসফটের নতুন লোগোটির মিল রয়েছে উইন্ডোজ ৯৫-এ ব্যবহার করা লোগোটির সঙ্গে।
জেফ হ্যনসেন (জেনারেল ম্যনেজার, ব্রান্ড স্ট্রাটেজি- মাইক্রোসফট) বলেন : “We’re excited about the new logo, but more importantly about this new era in which we’re re imagining how our products can help people and businesses throughout the world realize their full potential”
মাইক্রোসফটের প্রতটি প্রডাক্টেরই লোগোতে পরিবর্তন এসেছে।নিচের এই ছোট্ট ভিডিওটি দেখলেই বুঝবেন।