যারা এস.এস.সি. ও এইচ.এস.সি. তে ভালো পয়েন্ট পেয়েছেন তাদের জন্য সুখবর! আর যারা কম পেয়েছেন তাদের জন্য দুঃসংবাদ।মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ভর্তির জন্য চলতি বছর থেকে আর ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। :
স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, “এখন থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএর ভিত্তিতেই এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে।আবেদনের জন্য দুই পরীক্ষা মিলিয়ে অন্তত ৮ জিপিএ থাকতে হবে।”
রোববার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে তিনি আরো বলেন, “আমরা সবার সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছি।”
বাংলাদেশের সবগুলো মেডিকেল ও ডেন্টাল কলেজ মিলিয়ে মোট ৪ হাজার ৪৯৩টি আসন রয়েছে। এর মধ্যে ২২টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ২ হাজার ৮১১টি। আর ৫৩টি বেসরকারি মেডিকেলে ৪ হাজার ২৪৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে। এছাড়া ৯টি ‘পাবলিক’ ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫৬৭টি আসন রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ভর্তি সংক্রানমশ বিজ্ঞপ্তি শিগগিরই গণমাধ্যমে প্রকাশ করা হবে।
আশা করা যায়,এবার দেশে ঘরে ঘরে Doctor এর বাম্পার ফলন হবে। ইনশাল্লাহ!