ধরুন, আপনার Boss কে একজন সুন্দর একটা কুকুর উপহার দিয়েছে।Call করলেন। Boss এর উদ্দেশ্যে বলবেন, “Boss আপনি একটা কুকুর উপহার পেয়েছেন।Boss Call Receive করল।আপনি বলা শুরু করলেন, “Boss আপনি একটি কুকুর……………!!!”(Low Battery Shut Down). কি অবস্থায় পড়বেন বলেন তো? তার আগেই জেনে নিন মোবাইলের চার্জ বাঁচানোর কৌশল।
১.মোবাইলের পর্দার Brightness কমিয়ে রাখুন অত্যন্ত রাতে বা ঘরে যখন ব্যবহার করবেন।
২.Backlight Duration (কমিয়ে পর্দার লাইট LED কতক্ষণ জ্বলবে তা) কমিয়ে রাখুন। সবচেয়ে ভালো হয় 10 secondএ থাকলে।
৩.অনেকেই বিনা কারণে গান Play করে হেড ফোন গলায় ঝুলিয়ে রাখে, যখন গান শুনছেন না তখন গান stop করে দিন।
৪.কিছু কিছু হ্যান্ড সেট এ Power Saving Mood থাকে, এটি Enable করে রাখুন।
৫. প্রয়োজন না হলে Application,Games পুরোপুরি Stop রাখুন।
৬.ব্যবহার না করলে Keypad Lock করে রাখুন।
আরও যদি কোন টিপস থাকে দয়া করে জানাবেন।আমি তাহলে আমার মোবাইলের চার্জ বাচাতে পারবো।