বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাবির উপর প্রতিটি শিক্ষার্থীর আগ্রহ বেশী।কেন তার বিস্তারিত বর্ণনা আর নাই বা দিলাম। 😛 মূল কথায় আসি,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় ২০১২-১৩ নতুন শিক্ষাবর্ষে ঢাবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ফরিদ উদ্দিন আহমদ জানান, “ডিনস কমিটির সভায় প্রাথমিকভাবে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। এ তারিখ পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে জেনারেল অ্যাডমিশন কমিটির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”
- “ক ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা আগামী ১২ অক্টোবর,
- খ ইউনিটের (মানবিক) ১৯ অক্টোবর,
- গ ইউনিটের (ব্যবসায় শিক্ষা) ২৩ নভেম্বর,
- ঘ ইউনিটের (বিভাগ পরিবর্তন) ৯ নভেম্বর
- এবং চ ইউনিটের (চারুকলা) ভর্তি পরীক্ষা ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে”।
এছাড়া ভর্তির অন্যান্য তথ্য জানুন এখান থেকেঃ www.admission.univdhaka.edu
এছাড়া ঢাবির সব আপডেট পেতে ঢাবির নিজেস্ব ওয়েবসাইটে (www.univdhaka.edu)চোখ রাখুন।সাথে Eduportalbd.com তো আছেই। 🙂