সুখী হবার কিছু (Open Secret) মহাকৌশল

by Mohammad Imran

[এই পর্বে: শিক্ষার্থীদের জন্য সুখের তরীকা]

গুরুজনেরা বলেন, সুখ নাকি খুবই আপেক্ষিক একটি বিষয়। তার নাকি নির্দিষ্ট কোন সংজ্ঞা নেই। আবার বেশ কয়েকবছর আগে খবরের কাগজগুলোতে দেখেছিলাম কোন এক প্রতিষ্ঠান যেন পৃথিবীর যে দেশগুলোর মানুষ সবচেয়ে সুখী তার একটা তালিকা তৈরি করেছে। দুনীতির মতই তালিকার শীর্ষ নামটি ছিল “বাংলাদেশ” কিন্তু ভাই সুখ করার মহান দায়িত্বটা আমিই কাধে তুলে নিলাম। এখন থেকে বিভিন্ন শ্রেণীর মানুষদের সুখী হওয়ার কিছু মহাকৌশল আমি আপনাদের জানানোর চেষ্টা করব। আশা করি এগুলো আপনাদের স্থায়ী সুখী না করলেও ক্ষণস্থায়ী আনন্দ দিতে পারবে। ইনশাআল্লাহ……….

আজ থাকছে, “শিক্ষার্থী শ্রেণীর মানুষদের জন্য সুখের তরীকা”

এই শ্রেণীর মানুষদের কাছে সুখ বলতে প্রধানত পরীক্ষায় ভাল নাম্বার পাওয়া, অত্যন্ত পাশ মার্কের উওর করা, শান্তিপূর্ণভাবে নকল ইত্যাদি। তবে যারা আবার ওভার স্মাট তাদের জন্য সুখ মানে নিখুঁতভাবে ফাঁকি মেরে টাংকি মারতে যাওয়া, বাবার পকেট থেকে টাকা মারা ইত্যাদি ইত্যাদি। শিক্ষার্থী হিসেবে সুখী হওয়ার জন্য মহকৌশল গুলো অনেকটা এই রকম…….

![সুখী হবার কিছু (Open Secret) মহাকৌশল](https://www.eduportalbd.com/wp-content/uploads/2012/07/412623947_TmmUp-M.jpg)
হাসুন প্রাণ খুলে

তবে সব কথার শেষ কথা হচ্ছে, সুখ নিজের কাছে। পরিষ্কার চিন্তা করুন, হাসতে শিখুন আর নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। তাহলেই আপনার সুখের পিছনে ছুটতে হবে না, সুখই আপনার পিছনে ছুটবে।

ভালো থাকবেন……

আরো দেখুন


EduportalBD Mobile App

Official mobile app by Eduportalbd.com. Get EIIN number, EMIS code, contact info, address, and tons of other information about any educational institutions in 5 countries.

App download Call to Action