Table of contents
Open Table of contents
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০২১-২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন ও পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।
- আবেদন শুরু: ১৮ মে সকাল ১০টা
- আবেদনের শেষ সময়: ১৬ জুন রাত ১১টা ৫৯ মিনিট
- ফি জমাদান শেষ তারিখ: ৫ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট
- আবেদন ফি: ৯০০ টাকা- A,B,E ইউনিট এর জন্য । ৮০০ টাকা- D ইউনিট এর জন্য ।
- ভর্তি পরীক্ষা: ৩১/৭/২০২২ হতে ১১-৮-২০২২ এর মধ্যে । (সম্ভাব্য)
- আবেদন লিংক : juniv-admission.org
ইউনিট তথ্যঃ
- এ ইউনিটঃ গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি
- বি ইউনিটঃ সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ
- সি ইউনিটঃ কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংক্কৃতি ইনস্টিটিউট
- ই ইউনিটঃ বিজনেস স্টাডিজ অনুষদ ও ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিষ্ট্রেশন, আইবিএ-জেইউ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ভর্তির নুন্যতম যোগ্যতা
জাবি “এ” ইউনিট আবেদন যোগ্যতা
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।
বিভাগের নাম | মােট জিপিএ | বিশেষ যোগ্যতা |
গণিত | ৮.০০ | গণিতে A- (মাইনাস) গ্রেড |
পরিসংখ্যান | ৮.০০ | পরিসংখ্যান/গণিতে নূন্যতম A- গ্রেড |
রসায়ন | ৮.৫০ | রসায়নে নূন্যতম A এবং গণিতে নূন্যতম A- গ্রেড। |
পদার্থবিজ্ঞান | ৮.০০ | পদার্থবিজ্ঞান ও গণিতে নূন্যতম A গ্রেড। |
ভূতাত্ত্বিক বিজ্ঞান | ৮.৫০ | পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতে A- (মাইনাস) গ্রেড |
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং | ৯.০০ | পদার্থবিজ্ঞান ও গণিতে নূন্যতম A+ গ্রেড |
পরিবেশ বিজ্ঞান | ৮.৫০ | গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান ও জীববিদ্যায় A- (মাইনাস) গ্রেড |
ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি | ৯.০০ | পদার্থবিজ্ঞান ও গণিতে A+ গ্রেড |
জাবি বি ইউনিট আবেদন যোগ্যতা
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। তবে আইন বিভাগের জন্য ৪.০০ থাকতে হবে।
বিষয় | মোট জিপিএ | যোগ্যতা |
অর্থনীতি | ৮.০০ | ইংরেজিতে A- ও গণিতে A গ্রেড |
ভূগোল ও পরিবেশ | ৮.০০ | বাংলা ও ইংরেজিতে A- গ্রেড |
সরকার ও রাজনীতি | ৮.০০ | বাংলা ও ইংরেজিতে A- গ্রেড |
নৃবিজ্ঞান | ৮.০০ | বাংলা ও ইংরেজিতে A- গ্রেড |
নগর ও অঞ্চল পরিকল্পনা | ৮.০০ | ইংরেজিতে A- ও গণিতে A গ্রেড |
লোক প্রশাসন | ৮.০০ | ইংরেজিতে A গ্রেড |
আইন ও বিচার | মানবিক ৮.০০ বাণিজ্য ৮.০০ বিজ্ঞান ৮.৫০ | এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় পৃথকভাবে বাংলা ও ইংরেজিতে A- গ্রেড |
জাবি সি ইউনিট আবেদন যোগ্যতা
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।
বিষয় | মোট জিপিএ | যোগ্যতা |
বাংলা | ৮.০০ | এসএসসি ও এইচএসসি পৃথকভাবে বাংলা A- ও ইংরেজিতে A |
ইংরেজি | ৮.০০ | এসএসসি ও এইচএসসি পৃথকভাবে ইংরেজিতে A |
ইতিহাস | ৮.০০ | বাংলা ও ইংরেজিতে A- |
দর্শন | ৮.০০ | বাংলা ও ইংরেজিতে A- |
নাটক ও নাট্যতত্ব | ৭.০০ | বাংলা ও অন্য যেকোন একটি বিষয়ে A- |
প্রত্নতত্ত্ব | ৮.০০ | বাংলা ও ইংরেজিতে A- |
আন্তর্জাতিক সম্পর্ক | ৮.০০ | এসএসসি ও এইচএসসি পৃথকভাবে ইংরেজিতে A+ |
জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ | ৮.০০ | এসএসসি ও এইচএসসি পৃথকভাবে বাংলা ও ইংরেজিতে A |
চারুকলা | ৭.০০ | বাংলা ও ইংরেজিতে A- |
বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি | মানবিক ৭.৫০ বাণিজ্য ৮.০০ বিজ্ঞান ৮.০০ | বাংলা ও ইংরেজিতে A- |
জাবি ডি ইউনিট আবেদন যোগ্যতা
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।
বিষয় | মােট জিপিএ | যোগ্যতা |
উদ্ভিদবিজ্ঞান | ৯.০০ | জীববিজ্ঞান/কৃষিবিজ্ঞানে A- |
প্রাণিবিদ্যা | ৯.০০ | জীববিজ্ঞানে A- |
ফার্মেসী | ৯.০০ | রসায়ন ও জীববিজ্ঞানে A এবং পদার্থ ও গণিতে A- |
প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান | ৯.০০ | রসায়ন ও জীববিজ্ঞানে A |
মাইক্রোবায়ােলজি | ৯.০০ | রসায়ন , জীববিজ্ঞান ও ইংরেজিতে A |
বায়ােটেকনােলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং | ৯.০০ | রসায়ন, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান ও গণিতে A |
পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স | ৯.০০ | রসায়ন ও জীববিজ্ঞান ও গণিতে A |
জাবি ই ইউনিট আবেদন যোগ্যতা
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে মানবিক/ব্যবসায় শিক্ষা/সমমান শাখায় ন্যূনতম জিপিএ ৩.৭৫ এবং বিজ্ঞান শাখায় ৪.০০ থাকতে হবে।
বিষয় | মােট জিপিএ | যোগ্যতা |
ফিন্যান্স এন্ড ব্যাংকিং মার্কেটিং একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস ম্যানেজমেন্ট স্টাডিজ | বিজ্ঞান: ৮.৫০ ব্যবসায় শিক্ষা /মানবিক ও অন্যান্য শাখা: ৮.০০ | ইংরেজি এবং গণিত/অর্থনীতি/ হিসাববিজ্ঞান/ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় A- |
বিবিএ | বিজ্ঞান: ৯.০০ ব্যবসায় শিক্ষা /মানবিক ও অন্যান্য শাখা: ৮.৫০ | বিজ্ঞান: ইংরেজি এবং গণিত/পরিসংখ্যানে A- অন্যান্য শাখা: ইংরেজি এবং গণিত/অর্থনীতি/ হিসাববিজ্ঞান/ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায়/ ফাইন্যান্স/ ব্যাংকিং এবং ইন্সুরেন্সে A- |
ভর্তি পরীক্ষার মানবন্টন
জাবি “এ” ইউনিট মানবন্টন
- বাংলা ৩
- ইংরেজি ৩
- গণিত ২২
- পদার্থবিজ্ঞান ২২
- রসায়ন ২২
- আইসিটি ৮ নম্বর।
প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০।ইউনিটের গণিত বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় গণিত অংশে ন্যুনতম ৫০%, রসায়ন বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় রসায়ন অংশে ন্যুনতম ৫০%, কম্পিউটার সায়েল এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান অংশে পৃথকভাবে ন্যুনতম ৬০% এবং ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজিতে ভর্তির জন্য পদার্থবিজ্ঞান, গণিত ও আইসিটিতে পৃথকভাবে ন্যুনতম ৫০% নম্বর পেতে হবে।
বি ইউনিট মানবন্টন
- বাংলা ২৫
- ইংরেজি ২৫
- সাধারণ গণিত ০৫
- সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিষয় ও আইকিউ ২৫ নম্বর।
ইউনিটের আইন ও বিচার বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় বাংলা ও ইংরেজি উভয় অংশে পৃথকভাবে ন্যুনতম ৬০%
নম্বর পেতে হবে।
সি ইউনিট মানবন্টন
- ইংরেজি – ৩০ নম্বর
- হিসাববিজ্ঞান – ৩৫ নম্বর
- ব্যবসায় নীতি ও প্রয়োগ – ৩৫ নম্বর
- ইউনিটের বাংলা বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় বাংলা অংশে ন্যুনতম ৫০% এবং ইংরেজি অংশে ন্যুনতম ৪০%, ইংরেজি বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় ইংরেজি অংশে ন্যুনতম ৭০%, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় আর্ততজাতিক বিষয়াবলী অংশে ন্যুনতম ৭০% নম্বর, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় বাংলা ও ইংরেজি অংশে পৃথকভাবে ন্যুনতম ৬০%, নাটক ও নাট্যতত্ব বিভাগ এবং চারুকলা বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় ন্যনতম ৬০% নম্বর পেতে হবে।
ডি ইউনিট মানবন্টন
- বাংলা বা ঐচ্ছিক ইংরেজি – ৩০ নম্বর
- ইংরেজি – ৩০ নম্বর
- বিশ্লেষণ দক্ষতা- ২০ নম্বর
- সাধারণ জ্ঞান/গণিত/অর্থনীতি – ২০ নম্বর
ইউনিটের ফার্মেসী, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান এবং মাইক্রোবায়োলজি বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় রসায়ন
ও জীববিজ্ঞান উভয় অংশে পৃথকভাবে ন্যুনতম ৫০% নম্বর পেতে হবে।
ই ইউনিট মানবন্টন
- বাংলা ১০
- ইংরেজি ৩০
- গণিত ২৫
- সমসাময়িক ব্যবসায়িক বিষয়াবলী ১৫ নম্বর।
ইউনিটের বিবিএ (আইবিএ-জেইউ)-তে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় ইংরেজি ও গণিতে পৃথকভাবে ন্যুনতম ৪০% নম্বর
পেতে হবে।
প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
ভর্তির জন্য আবেদন করার নিয়মাবলীঃ
- আবেদনকারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে (juniv-admission.org) প্রয়োজনীয় তথ্য
- প্রদান করে ন্যুনতম যোগ্যতা যাচাইপূর্বক নিজ মোবাইল নম্বর নিশ্চিত করবেন এবং প্রেরিত পাসওয়ার্ড পরবর্তীতে
- আবেদন/ব্যবহারের জন্য সংরক্ষণ করবেন।
আবেদনযোগ্য ইউনিটগুলোর তালিকা থেকে আবেদনকারী আবেদন ফি প্রদান পূর্বক এক বা একাধিক ইউনিটে আবেদন করতে পারবেন। বিকাশ অথবা রকেট-এর মাধ্যমে নির্ধারিত আবেদন ফি প্রদান করে ওয়েবসাইটে লগইন করার পর প্রার্থীর নিজ নিজ প্রোফাইল-এ স্বাক্ষর ও ছবি আপলোড করে আবেদন সম্পন্ন করতে হবে এবং প্রবেশপত্র সংগ্রহ করতে
হবে।
সর্বমোট ৫ টি ধাপে (ক, খ, গ, ঘ, ও) এই আবেদন সম্পন্ন করতে হবে।
ক. আবেদনকারীর ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা যাচাই ও প্রয়োজনীয় তথ্য প্রদানঃ
- (juniv-admission.org) ওয়েবসাইটের হোমপেজে “নতুন আবেদন” -এ ক্লিক করে, আবেদনকারীকে উচ্চমাধ্যমিক/সমমান ও মাধ্যমিক/সমমান -এর শিক্ষাবোর্ড, পাশের সাল, রোল নং প্রদান করতে হবে।
- সকল তথ্য পূরণের পর “সাবমিট করুন” – এ ক্লিক করলে পরবর্তী ক্রীনে আবেদনকারী তার উচ্চমাধ্যমিক/সমমান ও মাধ্যমিক/সমমানের তথ্য, ব্যক্তিগত তথ্য এবং সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদনযোগ্য ইউনিটসমূহের তালিকা দেখতে পাবেন।
- আবেদনকারীকে সকল তথ্য মিলিয়ে “নিশ্চিত করুন” বাটনে ক্লিক করতে হবে।
- উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে একইভাবে শিক্ষাবোর্ড হতে “বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়” অপশনটি সিলেক্ট করতে হবে।
- O লেভেল এবং & লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীকে শিক্ষাবোর্ড থেকে “O-Level/A-Level” অপশনটি সিলেক্ট করতে হবে।
- তৎক্ষণাৎ ভর্তির নতুন আবেদনের স্ক্রীন উচ্চমাধ্যমিকের বোর্ড সিলেক্ট করে “A-Level/O-Level”-এ ক্লিক করতে হবে।
- অতঃপর স্ক্রীনে আবেদনকারীর সকল প্রয়োজনীয় তথ্য (যেমনঃ A level info,O level Info, Subject,Grade) ইত্যাদি প্রদান করতে হবে।
- সবশেষে “Select Transcript”-এ ক্লিক করে আবেদনকারীর O level এবং A level এর স্ক্যান করা Transcript এর কপিসমূহ (Size: সর্বোচ্চ 2MB; Format: jpg/pdf) আপলোড করে “Submit” বাটন চাপতে হবে।
খ. মোবাইল নম্বর যাচাই ও নিশ্চিতকরণঃ
- এই ধাপে আবেদনকারীকে ১১ ডিজিটের মোবাইল নম্বরটি আবেদনকারীর নিজের অথবা অভিভাবকের) প্রদান করে “নিশ্চিত করুন” বাটনে ক্লিক করতে হবে।
- আবেদনকারীর প্রদত্ত মোবাইল নম্বরে SMS-এর মাধ্যমে একটি পাসওয়ার্ড পাঠানো হবে ও প্রেরিত পাসওয়ার্ডটি নির্ধারিত ঘরে পূরণ করে “নিশ্চিত করুন” বাটনে ক্লিক করতে হবে এবং এই পাসওয়ার্ডটি পরবর্তীতে আবেদনের জন্য অবশ্যই সংরক্ষণ করতে হবে।
- একই মোবাইল নম্বর ব্যবহার করে একজন আবেদনকারী একাধিক ইউনিটে আবেদন করতে পারবে। তবে উক্ত মোবাইল নম্বর ব্যবহার করে একই ইউনিটে একাধিক আবেদন করা যাবে না।
- এক্ষেত্রে মোবাইল নম্বরটি সতর্কতার সাথে প্রদান করা জরুরী, কেননা এই মোবাইল নম্বরটিই ভবিষ্যতে সকল প্রকার যোগাযোগ সংশ্লিষ্ট কার্যক্রমে ব্যবহৃত হবে।
- মোবাইল নম্বর কিংবা পাসওয়ার্ড ভুলে গেলে ওয়েবসাইটে “অনুসন্ধান” ট্যাব এ ক্লিক করে “মোবাইল নম্বর পুনরুদ্ধার”/“পাসওয়ার্ড পুনরুদ্ধার” সিলেক্ট করে প্রয়োজনীয় তথ্য প্রদান করা সাপেক্ষে “মোবাইল নম্বর পুনরুদ্ধার করুন”/”সাবমিট করুন” -এ ক্লিক করলে মোবাইল নম্বর/ পাসওয়ার্ড পুনরুদ্ধার করা যাবে।
গ. আবেদন প্রক্রিয়া:
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও মোবাইল নম্বর যাচাই সম্পন্ন হলে আবেদনকারীকে ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে (juniv-admission.org) তার ভেরিফাইড মোবাইল নম্বর এবং পূর্বের প্রেরিত পাসওয়ার্ড দিয়ে “লগইন” বাটনে ক্লিক করতে হবে। পরবর্তী স্ক্রীনে আবেদনকারীর প্রোফাইল-এ আবেদনের বর্তমান অবস্থা, ফি প্রদান হয়েছে কিনা, সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করতে কত টাকা লাগবে, বিস্তারিত তথ্যসহ, ইউনিট ভিত্তিক ফি প্রদান করার অপশনসমূহ দেখতে
পাবেন।
উপরোক্ত দুইটি ধাপ (ক) ও খে) সম্পন্ন করলেই একজন আবেদনকারী তার একটিমাত্র “প্রোফাইল” থেকেই “লগইন” করে একাধিক ইউনিটে আলাদাভাবে ফি প্রদান সাপেক্ষে আবেদন করতে পারবেন।
ফি প্রদান করতে চাইলে সংশ্লিষ্ট ইউনিটের পাশে “ফি প্রদান করুন” বাটন এ ক্লিক করলে, সংশ্লিষ্ট ইউনিটের ফি এবং নিশ্চিতকরণ অপশন দেখতে পাবেন। তারপর সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষার প্রশ্নপত্রের ভাষা (বাংলা/ইংরেজি) সতর্কতার সাথে নির্বাচন করতে হবে। কোন তথ্য ভুল থাকলে যে কোন সময় “বন্ধ করুন” বাটনে ক্লিক করে পূর্ববর্তী ধাপে ফিরে গিয়ে তা সংশোধন করা যাবে। “নিশ্চিত করুন” বাটনে ক্লিক করা মাত্র পরবর্তী ক্ত্রীনে বিকাশ/রকেট এর মাধ্যমে পেমেন্ট করার অপশন দেখতে পাবেন। আবেদনকারী যে মাধ্যমে ফি প্রদান করতে ইচ্ছুক, সেই আইকন সিলেক্ট করে “পেমেন্ট সম্পন্ন করুন” বাটনে ক্লিককরবে। কোন তথ্য ভুল থাকলে “বন্ধ করুন” বাটনে ক্লিক করে পূর্ববর্তী ধাপে ফিরে গিয়ে তা সংশোধন করা যাবে।
উল্লেখ্য যে, প্রতিটি ইউনিটের জন্য আলাদাভাবে আবেদন ফি জমা দিতে হবে এবং একই বিকাশ/রকেট একাউন্ট/(পার্সোনাল একাউন্ট) থেকে বিরতি (ন্যুনতম ৩ মিনিট) সাপেক্ষে একাধিক আবেদন ফি পরিশোধ করা যাবে।
বিকাশ এর মাধ্যমে আবেদন ফি প্রদানের প্রক্রিয়া
- প্রথমে ক্রিনে বিকাশ একাউন্টের নম্বর দিতে হবে এবং শর্তাবলিতে সম্মতি দিয়ে “CONFIRM” বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে যেতে হবে।
- বিকাশ এ একাউন্ট নম্বরে SMS-এর মাধ্যমে ৬ সংখ্যার একটি ভেরিফিকেশন কোড SMS পাঠাবে। কোডটি পেমেন্ট স্ক্রীনে দিয়ে পরবর্তী ধাপে যেতে হবে।
- এরপর বিকাশ একাউন্টের পিন দিয়ে পেমেন্ট সম্পন্ন করতে হবে। পেমেন্ট সফল হলে সাথে সাথেই একটি কনফার্মেশন SMS পাঠানো হবে।
- “প্রোফাইল” থেকে “জমা রশিদ’-এ ক্লিক করে Money Receipt প্রয়োজনে ডাউনলোড করা যাবে।
- এই স্লিপটি কোনভাবেই প্রবেশপত্র নয়, শুধুমাত্র আবেদনকারীর টাকা জমাদানের রশিদ।
রকেট এর মাধ্যমে আবেদন ফি প্রদানের প্রক্রিয়া নিম্নরূপঃ
- প্রথমে স্ক্রীনে রকেট একাউন্ট নম্বর ও পিন দিন এবং “Submit* বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে যেতে হবে।
- এরপর রকেট এ একাউন্ট নম্বরে SMS -এর মাধ্যমে একটি Security কোড পাঠাবে। কোডটি পেমেন্ট স্ক্রীনে দিয়ে “Go” বাটন ক্লিক করে পরবর্তী ধাপে যেতে হবে।
- পেমেন্ট সফল হলে সাথে সাথেই একটি কনফার্মেশন SMS পাঠানো হবে।
- “প্রোফাইল” থেকে “জমা রশিদ’-এ ক্লিক করে money receipt প্রয়োজনে ডাউনলোড করা যাবে। এই শ্লিপটি কোনভাবেই প্রবেশপত্র নয়, শুধুমাত্র আবেদনকারীর টাকা জমাদানের রশিদ।
ঘ. ছবি ও স্বাক্ষর আপলোডঃ
- আবেদনকারীকে নিজ প্রোফাইল এ গিয়ে “ছবি আপলোড করুন” ও “স্বাক্ষর আপলোড করুন” অপশনগুলোতে যথাক্রমে ক্লিক করে সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি (৩০০* ৩০০ পিক্সেল এবং ফাইল সাইজ ১০০ কিলোবাইট এর বেশি নয়) ও আবেদনকারীর স্বাক্ষর (৩০০*৮০ পিক্সেল এবং ফাইল সাইজ ৬০ কিলোবাইট এর বেশি নয়) স্ক্যান করে jpg অথবা jpeg ফরম্যাটে আপলোড করতে হবে।
- ইউনিট ভিত্তিক প্রবেশপত্র ডাউনলোডের সময়েও juniv-admission.org ওয়েবসাইটে আবেদনকারী “লগইন” করে প্রদর্শিত স্ত্রীনের বামদিকের অংশে ছবি ও স্বাক্ষর আপলোড করার অপশন খুঁজে পাবেন। এছাড়াও ইউনিট ভিত্তিক “প্রবেশপত্র ডাউনলোড” বাটনে ক্লিক করে আবেদনকারীর ছবি ও স্বাক্ষর আপলোড করতে পারবেন।
ঙ. প্রবেশপত্র ডাউনলোডঃ
- আবেদনকারী তার প্রোফাইলে প্রত্যেক ইউনিটের জন্য পৃথকভাবে “প্রবেশপত্র ডাউনলোড” এর অপশন দেখতে পাবেন। ইউনিট ভিত্তিক “প্রবেশপত্র ডাউনলোড” বাটনে ক্লিক করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে এবং প্রিন্ট করে নিজের সংগ্রহে রাখতে হবে।
- ২৩-৬-২০২২ তারিখ থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
- একাধিক ইউনিটে আবেদন করে থাকলে উপরোক্ত নিয়মে অন্যান্য ইউনিটের জন্য প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
- প্রতিটি ইউনিটের জন্য আলাদাভাবে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।