Shaheed Police Smrity College Admission Info 2024. এই পোষ্ট এর মাধ্যমে আমরা জেনে নিবো ২০২৪ সালের শহীদ পুলিশ স্মৃতি কলেজ এর ১ম শ্রেণির ভর্তির তথ্য। আপনাদের সুবিধার্থে আগের বছর এর বিজ্ঞপ্তিও দেয়া হয়েছে।
Table of contents
Open Table of contents
- ২০২৪ শিক্ষাবর্ষে ১ম শ্রেণির ভর্তির ফি সংক্রান্ত নোটিশ
- ২০২৪ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে (ইংলিশ ভার্সনসহ) ভর্তি বিজ্ঞপ্তি
- অন্যান্য নির্দেশনা
- ২০২৩ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তি ফলাফল
- ২০২৩ শিক্ষাবর্ষে ১ম শ্রেণির ভর্তির ফি সংক্রান্ত নোটিশ
- অন্যান্য নির্দেশনা
- ২০২৩ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে (ইংলিশ ভার্সনসহ) ভর্তি বিজ্ঞপ্তি
- ২০২২ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি
২০২৪ শিক্ষাবর্ষে ১ম শ্রেণির ভর্তির ফি সংক্রান্ত নোটিশ
২০২৪ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণির লটারিতে ভর্তিযোগ্য শিক্ষার্থীর ভর্তি ফি কমিউনিটি ব্যাংক/কমিউনিটি অ্যাপস / বিকাশ এর মাধ্যমে পরিশোধ করে ভর্তি কার্যক্রম সম্পুর্ন করতে হবে।
২০২৪ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে (ইংলিশ ভার্সনসহ) ভর্তি বিজ্ঞপ্তি
০১ হতে ২৯ নভেম্বর, ২০২৩ পর্যন্ত ২০২৪ শিক্ষাবর্ষের প্রথম শ্রেণিতে (ইংলিশ ভার্সনসহ) অনলাইনে ভর্তি কার্যক্রম চলেছে।
শিফ্ট, সেকশন ও আসন সংখ্যার বিবরণ
মিড শিফ্ট - বালিকা | মিড শিফ্ট - বালক, |
---|---|
বাংলা ভার্সন: ৪টি সেকশন, আসন সংখ্যা-২৪০ | বাংলা ভার্সন ৪টি সেকশন, আসন সংখ্যা-২৪০ |
English Version (Boys & Girls): Section 1 , Seat 50 |
প্রয়োজনীয় তথ্যাদি
- যে সকল শিক্ষার্থীর বয়স “জাতীয় শিক্ষানীতি ২০১০” অনুযায়ী ০১ জানুয়ারি, ২০২৪ তারিখে কমপক্ষে ০৬ (ছয়) বছর হবে তারা www.spsc.edu.bd ওয়েবসাইটে Online Admission বাটনে ক্লিক করে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
- প্রতিষ্ঠান হতে সরাসরি ভর্তি ফরম বিতরণ করা হবে না। তবে ভর্তি সংক্রান্ত বিষয়ে ৯:০০-১৩:৩০ ঘটিকা পর্যন্ত (ছুটির দিন ব্যতীত) কলেজের হেল্প ডেস্ক হতে প্রয়োজনীয় তথ্য সরবরাহ ও সহযোগিতা প্রদান করা হবে।
- বয়স প্রমাণের জন্য জন্ম নিবন্ধন সনদপত্র ও পুলিশ বিভাগীয় শিক্ষার্থীদের ক্ষেত্রে পিতা/মাতার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি ভর্তি আবেদন ফরমের সাথে জমা দিতে হবে।
আবেদনপত্রের মূল্য
- বাংলা সিভিলঃ ফরমের মূল্য ৩০০টাকা, অনলাইন চার্জ ৩০টাকা, মোট ৩৩০টাকা
- বাংলা বিভাগীয়ঃ ফরমের মূল্য ১৫০টাকা, অনলাইন চার্জ ৩০টাকা, মোট ১৮০টাকা
- ইংলিশ সিভিলঃ ফরমের মূল্য ৪০০টাকা, অনলাইন চার্জ ৩০টাকা, মোট ৪৩০টাকা
- ইংলিশ বিভাগীয়ঃ ফরমের মূল্য ২০০টাকা, অনলাইন চার্জ ৩০টাকা, মোট ২৩০ টাকা
লটারি উৎসব
- তারিখ : ০২ ডিসেম্বর, ২০২৩ শনিবার
- ভেন্যু : কলেজ ক্যাম্পাস
- সময় : বাংলা ভার্সন- সকাল ৯:৩০ ঘটিকা (বালিকা) এবং ১১:০০ ঘটিকা (বালক)
- ইংলিশ ভার্সন- দুপুর ১ঃ১৫ ঘটিকা (বালক ও বালিকা)
অন্যান্য নির্দেশনা
- নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি হতে ব্যর্থ হলে আসন শূন্য বিবেচিত হবে।
- কলেজের হেল্প ডেস্ক হতে ভর্তি ফি জমার স্লিপ সংগ্রহ করে নির্ধারিত ফি জমা দিতে হবে।
- ভর্তির জন্য প্রবেশপত্র, পাসপোর্ট সাইজের ২ কপি ছবি, জন্য নিবন্ধন এর ফটোকপি ১ কপি, বাবা-মায়ের এনআইডি ফটোকপি ও বিভাগীয় শিক্ষার্থীর ক্ষেত্রে বাবা-মায়ের চাকুরির পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি সঙ্গে আনতে হবে।
- উল্লেখ্য, উপর ভর্তি ফি-এর মধ্যে জানুয়ারি মাসের টিউশন ফি ও বার্ষিক উন্নয়ন ফি (শুধু সিভিল শিক্ষার্থীর জন্য প্রযোজ্য) সংযুক্ত করা হয়নি। এসব ফি শিক্ষাবর্ষের প্রথমার্ধে পরিশোধ করতে হবে, যা পরবর্তীতে নোটিশের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
২০২৩ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তি ফলাফল
- ২০২৩ শিক্ষাবর্ষে ১ম শ্রেণির ভর্তির লটারীতে অপক্ষেমান শিক্ষার্থীদের তালিকা (ইংলিশ ভার্সন)
- ২০২৩ শিক্ষাবর্ষে ১ম শ্রেণির ভর্তির লটারীতে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের তালিকা (ইংলিশ ভার্সন)
- ২০২৩ শিক্ষাবর্ষে ১ম শ্রেণির ভর্তির লটারীতে বাংলা ভার্সনে অপক্ষেমান শিক্ষার্থীদের তালিকা (বালক)
- ২০২৩ শিক্ষাবর্ষে ১ম শ্রেণির ভর্তির লটারীতে বাংলা ভার্সনে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের তালিকা (বালক)
- ২০২৩ শিক্ষাবর্ষে ১ম শ্রেণির ভর্তির লটারীতে বাংলা ভার্সনে অপেক্ষমান শিক্ষার্থীদের তালিকা (বালিকা)
- ২০২৩ শিক্ষাবর্ষে ১ম শ্রেণির ভর্তির লটারীতে বাংলা ভার্সনে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের তালিকা (বালিকা)
২০২৩ শিক্ষাবর্ষে ১ম শ্রেণির ভর্তির ফি সংক্রান্ত নোটিশ
২০২৩ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণির লটারিতে ভর্তিযোগ্য শিক্ষার্থীর ভর্তি ফি কমিউনিটি ব্যাংক/কমিউনিটি অ্যাপস / বিকাশ এর মাধ্যমে পরিশোধ করে ভর্তি কার্যক্রম সম্পুর্ন করতে হবে।
ভর্তি ফিঃ
- বাংলা ভার্সন ৬৫৫০ টাকা ( বিভাগীয় শিক্ষার্থী) | ৮,৪৫০ টাকা ( সিভিল শিক্ষার্থী )
- ইংলিশ ভার্সন ৭৭৮০ টাকা ( বিভাগীয় শিক্ষার্থী ) | ১০৭৯০ টাকা ( সিভিল শিক্ষার্থী )
ভর্তির সময়সীমা
লটারিতে ভর্তিযোগ্য শিক্ষার্থীর ভর্তির সময়সীমা: ৫ হতে ৮ ডিসেম্বর ২০২২, সকাল ১০ঃ০০-২ঃ০০ ঘটিকা।
অন্যান্য নির্দেশনা
- নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি হতে ব্যর্থ হলে আসন শূন্য বিবেচিত হবে।
- শুন্য আসনে অপেক্ষমাণ তালিকা হতে বিভাগীয় শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে আগামী ১৯ হতে ১২ ডিসেম্বর ২০২২, সকাল ১০:০০-২:০০ ঘটিকা পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হবে।
- কলেজের হেল্প ডেস্ক হতে ভর্তি ফি জমার স্লিপ সংগ্রহ করে নির্ধারিত ফি জমা দিতে হবে।
- ভর্তির জন্য প্রবেশপত্র, পাসপোর্ট সাইজের ২ কপি ছবি, জন্য নিবন্ধন এর ফটোকপি ১ কপি, বাবা-মায়ের এনআইডি ফটোকপি ও বিভাগীয় শিক্ষার্থীর ক্ষেত্রে বাবা-মায়ের চাকুরির পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি সঙ্গে আনতে হবে।
- উল্লেখ্য, উপর ভর্তি ফি-এর মধ্যে জানুয়ারি মাসের টিউশন ফি ও বার্ষিক উন্নয়ন ফি (শুধু সিভিল শিক্ষার্থীর জন্য প্রযোজ্য) সংযুক্ত করা হয়নি। এসব ফি শিক্ষাবর্ষের প্রথমার্ধে পরিশোধ করতে হবে, যা পরবর্তীতে নোটিশের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
২০২৩ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে (ইংলিশ ভার্সনসহ) ভর্তি বিজ্ঞপ্তি
০২ হতে ৩০ নভেম্বর, ২০২২ পর্যন্ত ২০২৩ শিক্ষাবর্ষের প্রথম শ্রেণিতে (ইংলিশ ভার্সনসহ) অনলাইনে ভর্তি কার্যক্রম চলেছে।
শিফ্ট, সেকশন ও আসন সংখ্যার বিবরণ
মিড শিফ্ট - বালিকা | মিড শিফ্ট - বালক, |
---|---|
বাংলা ভার্সন: ৪টি সেকশন, আসন সংখ্যা-২৪০ | বাংলা ভার্সন ৪টি সেকশন, আসন সংখ্যা-২৪০ |
English Version Section 1 - Seat 50 | English Version Section 1 - Seat 50 |
প্রয়োজনীয় তথ্যাদি
- যে সকল শিক্ষার্থীর বয়স “জাতীয় শিক্ষানীতি ২০১০” অনুযায়ী ০১ জানুয়ারি, ২০২৩ তারিখে কমপক্ষে ০৬ (ছয়) বছর হবে তারা www.spsc.edu.bd ওয়েবসাইটে Online Admission বাটনে ক্লিক করে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
- প্রতিষ্ঠান হতে সরাসরি ভর্তি ফরম বিতরণ করা হবে না। তবে ভর্তি সংক্রান্ত বিষয়ে ৯:০০-১৩:৩০ ঘটিকা পর্যন্ত (ছুটির দিন ব্যতীত) কলেজের হেল্প ডেস্ক হতে প্রয়োজনীয় তথ্য সরবরাহ ও সহযোগিতা প্রদান করা হবে।
- বয়স প্রমাণের জন্য জন্ম নিবন্ধন সনদপত্র ও পুলিশ বিভাগীয় শিক্ষার্থীদের ক্ষেত্রে পিতা/মাতার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি ভর্তি আবেদন ফরমের সাথে জমা দিতে হবে।
আবেদনপত্রের মূল্য
- বাংলা সিভিলঃ ফরমের মূল্য ৩০০ অনলাইন চার্জ ৩০ মোট ৩৩০
- বাংলা বিভাগীয়ঃ ফরমের মূল্য ১৫০ অনলাইন চার্জ ৩০ মোট ১৮০
- ইংলিশ সিভিলঃ ফরমের মূল্য ৪০০ অনলাইন চার্জ ৩০ মোট ৪৩০
- ইংলিশ বিভাগীয়ঃ ফরমের মূল্য২০০ অনলাইন চার্জ ৩০ মোট ২৩০
লটারি উৎসব
- তারিখ : ০৩ ডিসেম্বর, ২০২২ শনিবার
- ভেন্যু : কলেজ ক্যাম্পাস
- সময় : বাংলা ভার্সন- সকাল ৯:০০ ঘটিকা (বালিকা) এবং ১১:০০ ঘটিকা (বালক)
- ইংলিশ ভার্সন- বিকাল ৩:০০ ঘটিকা (বালক ও বালিকা)
২০২২ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি
মর্নিং শিফ্ট (বালিকা)
- বাংলা মাধ্যম: আসন সংখ্যা- ২৪০
ডে শিফ্ট (বালক)
- বাংলা মাধ্যম: আসন সংখ্যা- ২৪০
- English Version (Boys & Girls): Seat- 50
প্রয়োজনীয় তথ্যাদি :
১। আগামী ১১-৩০ নভেম্বর ২০২১ পর্যন্ত https://www.spsc.edu.bd/ এই ওয়েবসাইটের মাধ্যমে
অথবা কলেজের হেল্প ডেস্ক থেকে অনলাইনে ভর্তির আবেদন করা যাবে।
২। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য এবং লটারির তারিখ ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে পাওয়া যাবে।
৩। আবেদনকৃত শিক্ষার্থীদের বয়স ০১ জানুয়ারি ২০২২ পর্যন্ত কমপক্ষে ৬ বছর হতে হবে।
শহীদ পুলিশ স্মৃতি কলেজ এর সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে – https://locator.eduportalbd.com/institutes/?ins=132127