Table of contents
Open Table of contents
অনার্স ভর্তির জন্য আবেদন করার প্রয়োজনীয় তথ্য
- অনার্স ভর্তি শুরু: ২২ মে, ২০২২
- আবেদনের শেষ তারিখ: ০৯ জুন, ২০২২ সকাল ১২টায়।
- ভর্তির আবেদন ফি: ২৫০ টাকা।
- ক্লাস শুরু: ০৩ জুলাই ২০২২
- ভর্তির স্থান: অনলাইন (NU admission Portal)
অফিসিয়াল ভর্তি বিজ্ঞপ্তি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
তথ্য | তারিখ |
---|---|
অনলাইনে আবেদন করুন এবং ফর্ম পূরণ করুন | ২২ মে ২০২২ থেকে ০৯ জুন ২০২২ |
আবেদন ফি প্রদান করুন (250) | ২৩ মে ২০২২ থেকে ১১ জুন ২০২২ |
কলেজ দ্বারা একটি ফর্ম যাচাই | ২৩ মে ২০২২ থেকে ১২ জুন ২০২২ |
payslip ডাউনলোড করুন এবং ফি জমা দিন | ১৩ জুন ২০২২ থেকে ২০ জুন ২০২২ |
অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন।
অনার্স ভর্তির জন্য প্রয়োজনীয় যোগ্যতা ২০২২
পরীক্ষার নাম | পাসের বছর | নূন্যতম জিপিএ |
---|---|---|
এস.এস.সি/ সমতুল্য | ২০১৮/২০১৯ | জিপিএ ৩.৫০ (আর্টস) এবং জিপিএ ৩.৫০ (বিজ্ঞান ও বাণিজ্য) |
এইচ এস.সি | ২০২০/২০২১ | জিপিএ ৩.০০ (আর্টস) এবং জিপিএ ৩.৫০ (বিজ্ঞান ও বাণিজ্য) |
এইচএসসি সমমানের ভোকেশনাল, বিজনেস ম্যানেজমেন্ট, ডিপ্লোমা-ইন-কমার্স | ২০২০/২০২১ | জিপিএ ৩.৫০ (আর্টস) এবং জিপিএ ৩.৫০ (বিজ্ঞান ও বাণিজ্য) |
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্সে ভর্তির জন্য ২০২১-২২ সেশনে ভর্তির জন্য কিছু পরিমাণ ফি দিতে হয়।
ক) প্রাথমিক আবেদন ফিঃ
- আবেদন ফি: একক ভর্তির আবেদনের জন্য ২৫০ টাকা।
খ) রেজিষ্ট্রেশন ফিঃ
- রেজিস্ট্রেশন ফি (প্রতি শিক্ষার্থী): ৪৫০ টাকা।
- স্পোর্টস অ্যান্ড কালচার ফি: ২০ টাকা।
- বিএনসিসি ফি (শিক্ষার্থী প্রতি): ৫ টাকা।
- রোভার স্কাউট ফি: ১০ টাকা।
- মোট ফি: ৪৮৫ টাকা
গ) ভর্তি বাতিল ও পুনর্বহাল ফিঃ
- ভর্তি বাতিলকরণ ফি: ৭০০ টাকা
- ভর্তি পুনর্বহাল ফি (প্রতি ছাত্র): ৭০০ টাকা।
ভর্তি হতে চাইলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে হবে ৪৮৫ টাকা। আপনি যদি আপনার অনার্স ভর্তি বাতিল করতে চান তবে আপনাকে চূড়ান্ত বাতিলের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ৭০০ টাকা দিতে হবে। এবং আপনি যদি আপনার অনার্স ভর্তি পুনরায় চালু করতে চান তবে প্রতি শিক্ষার্থীর জন্য ৭০০ টাকা ফি দিতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি ফি ২০২২ কিভাবে পেমেন্ট করবেন
জাতীয় পে স্লিপের মাধ্যমে স্নাতক (সম্মান) ‘রেজিস্ট্রেশন ফি’ দেয়া যাবে। এজন্য 0218100003245 রেজিস্ট্রেশন অ্যাকাউন্ট নম্বর উল্লেখ করে নিকটস্থ সোনালী ব্যাংকের শাখায় পেমেন্ট করে রসিদ সংগ্রহ করা যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স মোট আসন সংখ্যা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর মোট আসন সংখ্যা ৩ লাখ ৯১ হাজার ৫৫টি। নিচে জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধিভুক্ত কলেজের আসন সংখ্যা দেয়া হলোঃ
- ঢাকা মহানগর বিভাগ: ৪৩,০০৪ টি আসন
- ঢাকা বিভাগ (ঢাকা মহানগর ব্যতীত): ৫০ হাজার ৫৯৫টি আসন।
- বরিশাল: ১৩টি, ৩২৫টি আসন
- চট্টগ্রাম: ২৯ হাজার ২৬৬টি আসন
- সিলেট: ৭ হাজার ৬৯৫টি আসন
- খুলনা: ৩৯,৬৭৫টি আসন
- রাজশাহী: ৫৫,০৮৫ টি আসন
অনার্স প্রথম বর্ষের ভর্তি গুরুত্বপুর্ন কিছু তথ্য
- অনার্স ১ম বর্ষ ভর্তি ২০২২ কবে শুরু?
— সদ্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনার্স প্রথম বর্ষে ভর্তির অনলাইন কার্যক্রম ২২ মে ২০২২ বিকাল ৪টা থেকে ৯ জুন, ২০২২ পর্যন্ত ।
- অনার্স ১ম বর্ষ ভর্তি ২০২২-এর জন্য অনলাইনে কীভাবে আবেদন করবেন?
— জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষের ভর্তি অনলাইন কার্যক্রম সম্পন্ন করার জন্য, আপনাকে এই সাইটে প্রবেশ করতে হবে (https://app1.nu.edu.bd)। তারপরে আপনার এসএসসি এবং এইচএসসি তথ্য এবং আরও অনেক কিছু দিয়ে আবেদন প্রক্রিয়া টি সম্পূর্ণ করুন।
- NU অনার্স ভর্তি ২০২২ এর জন্য প্রয়োজনীয় যোগ্যতাগুলো কী কী?
— জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্সের প্রথম বর্ষে ভর্তি হতে হলে মানবিক বিভাগ থেকে এসএসসিতে ন্যূনতম ৩ দশমিক ৫০ এবং এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৩.০০ জিপিএ পেতে হবে। এছাড়া এসএসসিতে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং বাণিজ্য ও বিজ্ঞান থেকে এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫০ পেতে হবে।