Table of contents
Open Table of contents
Grameenphone/GP Internet Settings/Configurations
সবাই আশাকরি ভালোই আছেন।তবু একটা প্রশ্ন আপনাদের কাছে ঃ আপনারা কেমন আছেন ?
যারা পোস্টটি পড়বেন আশা করি তারা অবশ্যই উত্তর দেবেন মানে কমেন্ট এর মাধ্যমে উত্তর দেবেন।
যাই হোক চলুন মুল কথায় আসি।আপনারা ইতোমধ্যে জানেন যে আমি এখন মোবাইল হ্যান্ডসেটে ইন্টারনেট কনফিগারেশনের নিয়ম সম্পর্কে লিখছি। গত পর্বে রবির ইন্টারনেট কনফিগারেশনের নিয়ম জানিয়েছিলাম।এবার জানাচ্ছি কিভাবে গ্রামীনফোন(Grameenphone/GP) সংযোগে ইন্টারনেট সেটিং করবেন।তো চলুন শুরু করা যাক ঃ
নিম্নোক্ত পদ্ধতিতেও আপনি আপনার হ্যান্ডসেটে ইন্টারনেট, এমএমএস ও ওয়াপ সেটিংস্ পেতে পারেন।
এসএমএস-এর মাধ্যমেঃ
আপনার হ্যান্ডসেট সেটিংস পেতে 8080 নম্বরে এসএমএস পাঠান
সব ধরনের হ্যান্ডসেট সেটিংস পেতে All টাইপ করে পাঠিয়ে দিন 8080 নম্বরে
ইউ এস এস ডি মেনুর মাধ্যমেঃ
ডায়াল করুন *500*50#
121-এ কল করে:
121-এ কল করেগ্রামীনফোন(Grameenphone/GP) কাস্টমার ম্যানেজারের সহায়তায় সেটিংস(Settings/Configurations) পেতে পারেন।
এ পদ্ধতিতে সেটিং করা সম্ভব না হলে ম্যানুয়াল সেটিং(Settings/Configurations) করতে হবে।
সবাইকে ধন্যবাদ।শেয়ার করে বন্ধুদের জানাতে ভুলবেন না কিন্তু।
আপনার মোবাইল নিয়ে কোন সমস্যা থাকলে তাও আমাদের জানাতে ভুলবেন না।