Table of contents
Open Table of contents
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন ও পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।
- ইউনিট তথ্যঃ
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তির নুন্যতম যোগ্যতা
- ভর্তি পরীক্ষার মানবন্টন
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবেদন করার নিয়ম
- চবি প্রবেশপত্র ডাউনলোড প্রক্রিয়া
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন ও পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।
- আবেদন শুরু: ১৫ জুন সকাল ১১টা
- আবেদনের শেষ সময়: ৩ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট
- ফি জমাদান শেষ তারিখ: ৫ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট
- আবেদন ফি: ৮৫০ টাকা
- ভর্তি পরীক্ষা: ১৬ আগষ্ট – ২৫ আগষ্ট ২০২২
- প্রবেশ পত্র ডাউনলোড :
- আবেদন লিংক : admission.cu.ac.bd
ইউনিট তথ্যঃ
- এ ইউনিটঃ সকল বিজ্ঞান ও জীববিজ্ঞান বিভাগ / ইনস্টিটিউট
- বি ইউনিটঃ কলা ও মানবিক অনুষদ
- বি-১ ইউনিটঃ উপ-ইউনিট
- সি ইউনিটঃ বিজনেস স্টাডিজ অনুষদ
- ডি ইউনিটঃ সামাজিক বিজ্ঞান অনুষদের সমস্ত বিভাগ
- ডি-১ ইউনিটঃ উপ-ইউনিট
ইউনিট অনুযায়ী ভর্তি পরীক্ষার তারিখ
- এ ইউনিটঃ ১৬ ও ১৭ আগস্ট
- বি ইউনিটঃ ২০ ও ২১ আগস্ট
- সি ইউনিটঃ ১৯ আগস্ট
- ডি ইউনিটঃ ২২ ও ২৩ আগস্ট
- বি-১ উপ-ইউনিটঃ ২৪ আগস্ট
- ডি-১ উপ-ইউনিটঃ ২৪ আগস্ট
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তির নুন্যতম যোগ্যতা
A | এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৮.০০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ৪.০০ পেতে হবে। |
B & B1 | বিজ্ঞান – এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৮.০০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ৩.৫০ পেতে হবে। মানবিক – এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৭.৫০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ৩.০০ পেতে হবে। ব্যবসা – এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৮.০০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ৩.৫০ পেতে হবে। |
C | সি ইউনিট – এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৮.০০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ৩.৫০ পেতে হবে। |
D | এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৭.৫০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ৩.৫০ পেতে হবে। |
D1 | এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৬.০০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ২.৫০ পেতে হবে। |
ভর্তি পরীক্ষার মানবন্টন
চবি এ ইউনিট মানবন্টন
- বাংলা – ১০ নম্বর
- ইংরেজি – ১০ নম্বর
- পদার্থ – ২৫ নম্বর
- রসায়ন – ২৫ নম্বর
- জীববিজ্ঞান – ২৫ নম্বর
- গনিত – ২৫ নম্বর
পদার্থবিদ্যা, রসায়ন, গণিত ও জীববিদ্যা এই ৪টি বিষয়ের মাঝে যেকোনো ৩টি বিষয়ে উত্তর দিতে হবে। পরীক্ষায় বাংলায় ন্যূনতম ৩, ইংরেজিকে ৪ নম্বর পেতে হবে। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০।
বি ইউনিট মানবন্টন
- বাংলা বা ঐচ্ছিক ইংরেজি – ৩৫ নম্বর
- ইংরেজি – ৩৫ নম্বর
- সাধারণ জ্ঞান – ৩০ নম্বর
প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০।
বি-১ ইউনিট মানবন্টন
- বাংলা বা ঐচ্ছিক ইংরেজি – ৩৫ নম্বর
- ইংরেজি – ৩৫ নম্বর
- সাধারণ জ্ঞান – ৩০ নম্বর
প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০।
সি ইউনিট মানবন্টন
- ইংরেজি – ৩০ নম্বর
- হিসাববিজ্ঞান – ৩৫ নম্বর
- ব্যবসায় নীতি ও প্রয়োগ – ৩৫ নম্বর
প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০।
ডি ইউনিট মানবন্টন
- বাংলা বা ঐচ্ছিক ইংরেজি – ৩০ নম্বর
- ইংরেজি – ৩০ নম্বর
- বিশ্লেষণ দক্ষতা- ২০ নম্বর
- সাধারণ জ্ঞান/গণিত/অর্থনীতি – ২০ নম্বর
প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০।
ডি-১ ইউনিট মানবন্টন
- বাংলা বা ঐচ্ছিক ইংরেজি – ৩৫ নম্বর
- ইংরেজি – ৩০ নম্বর
- সাধারণ জ্ঞান – ৩৫ নম্বর
প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৩৫।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবেদন করার নিয়ম
- প্রথমে আপনাকে বিশ্ববিদ্যালয়ে অফিসিয়াল ওয়েবসাইট https://admission.cu.ac.bd এ প্রবেশ করতে হবে. ‘Apply Now’ বাটনে ক্লিক করতে হবে।
- ‘Apply Now’ বাটনে ক্লিক করার পর আবেদনকারী উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার রোল নম্বর, পাসের সন ও বোর্ডের নাম এবং মাধ্যমিক বা সমমান পরীক্ষার রোল নম্বর, পাসের সন ও বোর্ডের নাম প্রদান করার ফর্ম দেখতে পাবেন।
- তথ্যগুলো সঠিক ভাবে পূরণ করে ‘Submit’ বাটনে ক্লিক করতে হবে।
- যেই মোবাইল নম্বর ব্যবহার করা হবে তা অবশ্যই শিক্ষার্থীর মোবাইল নম্বর হতে হবে। ভর্তি পরীক্ষার সকল নোটিফিকেশন উক্ত নাম্বারে প্রদান করা হবে।
- তার প্রোফাইলের নির্দিষ্ট অংশে গিয়ে সদ্য তোলা পাসপোর্ট সাইজের একটি ছবি আপলোড করতে হবে।
- আবেদনকারী ‘রকেট’ অথবা ‘শিওর ক্যাশ’ অথবা ‘বিকাশ’ এর মাধ্যমে আবেদনকারীকে ঐ ইউনিট/উপ-ইউনিটের জন্য আবেদন ফি জমা দিতে হবে।
চবি প্রবেশপত্র ডাউনলোড প্রক্রিয়া
- প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট https://admission.cu.ac.bd/ তে প্রবেশ করতে হবে।
- অপশনে ক্লিক করতে হবে।
- User ID ও Password প্রদান করে লগইন করতে হবে।
- তারপর প্রবেশপত্র ডাউনলোড অপশনে ক্লিক করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রবেশপত্র ডাউনলোড পিডিএফ আকারে ডাউনলোড করতে হবে।