চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তির নুন্যতম যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় সকল তথ্য ২০২১-২০২২

by saif71

Table of contents

Open Table of contents

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন ও পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।

ইউনিট তথ্যঃ

ইউনিট অনুযায়ী ভর্তি পরীক্ষার তারিখ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তির নুন্যতম যোগ্যতা

Aএসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৮.০০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ৪.০০ পেতে হবে।
B & B1বিজ্ঞান – এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৮.০০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ৩.৫০ পেতে হবে। মানবিক – এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৭.৫০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ৩.০০ পেতে হবে। ব্যবসা – এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৮.০০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ৩.৫০ পেতে হবে।
Cসি ইউনিট – এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৮.০০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ৩.৫০ পেতে হবে।
Dএসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৭.৫০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ৩.৫০ পেতে হবে।
D1এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৬.০০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ২.৫০ পেতে হবে।

ভর্তি পরীক্ষার মানবন্টন

চবি এ ইউনিট মানবন্টন

  • বাংলা – ১০ নম্বর
  • ইংরেজি – ১০ নম্বর
  • পদার্থ – ২৫ নম্বর
  • রসায়ন – ২৫ নম্বর
  • জীববিজ্ঞান – ২৫ নম্বর
  • গনিত – ২৫ নম্বর

পদার্থবিদ্যা, রসায়ন, গণিত ও জীববিদ্যা এই ৪টি বিষয়ের মাঝে যেকোনো ৩টি বিষয়ে উত্তর দিতে হবে। পরীক্ষায় বাংলায় ন্যূনতম ৩, ইংরেজিকে ৪ নম্বর পেতে হবে। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০।

বি ইউনিট মানবন্টন

  • বাংলা বা ঐচ্ছিক ইংরেজি – ৩৫ নম্বর
  • ইংরেজি – ৩৫ নম্বর
  • সাধারণ জ্ঞান – ৩০ নম্বর

প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০।

বি-১ ইউনিট মানবন্টন

  • বাংলা বা ঐচ্ছিক ইংরেজি – ৩৫ নম্বর
  • ইংরেজি – ৩৫ নম্বর
  • সাধারণ জ্ঞান – ৩০ নম্বর

প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০।

সি ইউনিট মানবন্টন

  • ইংরেজি – ৩০ নম্বর
  • হিসাববিজ্ঞান – ৩৫ নম্বর
  • ব্যবসায় নীতি ও প্রয়োগ – ৩৫ নম্বর

প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০।

ডি ইউনিট মানবন্টন

  • বাংলা বা ঐচ্ছিক ইংরেজি – ৩০ নম্বর
  • ইংরেজি – ৩০ নম্বর
  • বিশ্লেষণ দক্ষতা- ২০ নম্বর
  • সাধারণ জ্ঞান/গণিত/অর্থনীতি – ২০ নম্বর

প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০।

ডি-১ ইউনিট মানবন্টন

  • বাংলা বা ঐচ্ছিক ইংরেজি – ৩৫ নম্বর
  • ইংরেজি – ৩০ নম্বর
  • সাধারণ জ্ঞান – ৩৫ নম্বর

প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৩৫।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবেদন করার নিয়ম

  • প্রথমে আপনাকে বিশ্ববিদ্যালয়ে অফিসিয়াল ওয়েবসাইট https://admission.cu.ac.bd এ প্রবেশ করতে হবে. ‘Apply Now’ বাটনে ক্লিক করতে হবে।
  • ‘Apply Now’ বাটনে ক্লিক করার পর আবেদনকারী উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার রোল নম্বর, পাসের সন ও বোর্ডের নাম এবং মাধ্যমিক বা সমমান পরীক্ষার রোল নম্বর, পাসের সন ও বোর্ডের নাম প্রদান করার ফর্ম দেখতে পাবেন।
  • তথ্যগুলো সঠিক ভাবে পূরণ করে ‘Submit’ বাটনে ক্লিক করতে হবে।
  • যেই মোবাইল নম্বর ব্যবহার করা হবে তা অবশ্যই শিক্ষার্থীর মোবাইল নম্বর হতে হবে। ভর্তি পরীক্ষার সকল নোটিফিকেশন উক্ত নাম্বারে প্রদান করা হবে।
  • তার প্রোফাইলের নির্দিষ্ট অংশে গিয়ে সদ্য তোলা পাসপোর্ট সাইজের একটি ছবি আপলোড করতে হবে।
  • আবেদনকারী ‘রকেট’ অথবা ‘শিওর ক্যাশ’ অথবা ‘বিকাশ’ এর মাধ্যমে আবেদনকারীকে ঐ ইউনিট/উপ-ইউনিটের জন্য আবেদন ফি জমা দিতে হবে।

চবি প্রবেশপত্র ডাউনলোড প্রক্রিয়া

  • প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট https://admission.cu.ac.bd/ তে প্রবেশ করতে হবে।
  • অপশনে ক্লিক করতে হবে।
  • User IDPassword প্রদান করে লগইন করতে হবে।
  • তারপর প্রবেশপত্র ডাউনলোড অপশনে ক্লিক করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রবেশপত্র ডাউনলোড পিডিএফ আকারে ডাউনলোড করতে হবে।

Sponsored Products

আরো দেখুন


EduportalBD Mobile App

Official mobile app by Eduportalbd.com. Get EIIN number, EMIS code, contact info, address, and tons of other information about any educational institutions in 5 countries.

App download Call to Action