গুগোল মামা সম্পর্কে কি আর বলব? গুগোল কে জিনিয়াস বললেও মনে হয়, কম বললাম।Google বিজ্ঞান ও প্রযুক্তিতে এক অনন্য নাম।আমাদের সকলের প্রিয় এই গুগোলের এক মজার সার্ভিস “Google Art Project”
“Google Art Project” এর মাধ্যমে আপনি ঘরে বসেই বিশ্বের বিখ্যাত মিউজিয়াম গুলোর আর্ট দেখতে পারবেন।আসুন দেখি কীভাবে এই শিক্ষামূলক সার্ভিসটি উপভোগ করবেন।
Google Art Project-এ বিখ্যাত মিউজিয়াম গুলোর আর্ট শিল্প দেখতে হলে প্রথমে www.GoogleArtProject.com এ যাবেন।
Sign In এ ক্লিক করে G-mail দিয়ে Login করুন।
এবার Collections,Artists,Artworks, এ ক্লিক করে আর্ট দেখুন।My Galleries এ আপনি নিজের Gallery Create করতে পারবেন।
এবার হারিয়ে যান,আর্টের জগতে! :paint:
সবাই ভালো থাকবেন।পোস্টটি ভালো লাগলে আপনার বন্ধুটিকেও জানান।
ধন্যবাদ।