ভর্তির ন্যূনতম যোগ্যতা ও প্রয়োজনীয় সকল তথ্য ২০১৯-২০২০ দেখুন এখানে
আবেদন এর সময়সীমাঃ
০৫-০৮-১৮ তারিখ থেকে ২৮-০৮-১৮ ইং পর্যন্ত।
জিপিএর ভিত্তিতে প্রত্যেক ইউনিট এ ৩০,০০০ শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে।
আবেদন ফি ১০০ টাকা।
বাছাইকৃত শিক্ষার্থী দের আবারো আবেদন করার সময়সূচী আগামী ৩১-০৮-১৮ থেকে ১৫-০৯-১৮ পর্যন্ত।আবেদন ফি ৫০০ টাকা।মানে টোটাল আবেদন ফি ৬০০ টাকা।সংগীত,নাট্যকলা,ফিল্ম,চারুকলা তে আবেদন ফি ১০০+৪০০ = ৫০০ টাকা।
.
আবেদন যোগ্যতাঃ
ssc ২০১৫/১৬ এবং ২০১৮ সালে hsc তে উত্তীর্ণ হতে হবে।
ইউনিট -১ঃ শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।মোট ন্যুনতম মোট জিপিএ ৮.০০ এবং কোনোটিতেই ৩.০০ এর কম নয়।
ইউনিট -২ঃ শুধুমাত্র মানবিক বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।মোট ন্যুনতম মোট জিপিএ ৭.৫০ এবং কোনোটিতেই ৩.০০ এর কম নয়।
ইউনিট -৩: শুধুমাত্র কমার্সের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।মোট ন্যুনতম মোট জিপিএ ৮.০০ এবং কোনোটিতেই ৩.০০ এর কম নয়।
সংগীত,চারুকলা,নাট্যকলা এবং ফিল্ম ও টেলিভিশন বিভাগে সবাই আবেদন করতে পারবে।মোট ন্যুনতম মোট জিপিএ ৭.০০ এবং কোনোটিতেই ২.৫০ এর কম নয় এবং বাংলা ইংরেজীতে HSC তে কমপক্ষে বি গ্রেড থাকতে হবে।
পরীক্ষারর পদ্ধতিঃ লিখিত।সময় ১ ঘন্টা ৩০ মিনিট।
ইউনিট -১
ক.পদার্থ -২৪।
খ.রসায়ন -২৪।
গ.গণিত/জীববিজ্ঞান -২৪।
মোট – ৭২।
ইউনিট -২
.
ক.বাংলা – ২৪।
খ.ইংরেজী -২৪।
গ.বাংলাদেশ ও সমসাময়িক বিশ্ব এবং সাধারণ বুদ্ধিমমত্তা – ২৪।
মোট – ৭২।
ইউনিট – ৩
ক.হিসাববিজ্ঞান – ২৪।
খ.ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, ব্যবসায় নীতি ও প্রয়োগ এবং গাণিতিক বুদ্ধিমত্তা -২৪
গ.ভাষাজ্ঞান- ২৪.।
মোট -৭২।
ইউনিট সমূহে প্রত্যেক বিষয়ে লিখিত পরীক্ষার প্রশ্ন হবে ৬ টি।প্রতিটির নাম্বার ৪ করে প্রতি বিষয়ে মোট ৬*৪ = ২৪ করে তিনটি বিষয়ে ২৪*৩ = ৭২ নাম্বার এর প্রশ্ন করা হবে।
এবং সংগীত,চারুকলা,নাট্যকলা এবং ফিল্ম ও টেলিভিশন বিভাগে শুধুমাত্র ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নেয়া হবে।এখানে ssc – ২০,hsc – ৩০, ব্যবহারিক ও মৌখিক – ৫০।মোট -১০০।
আসন সংখ্যা
ইউনিট – ১ = ৮২৫ টি।
ইউনিট – ২ = ১২৭০ টি।
ইউনিট – ৩ = ৫২০ টি।
সংগীত – ৪০,নাট্যকলা – ৪০,চারুকলা – ৪০ এবং ফিল্ম ও টিভি তে -৩০ মোট ১৫০ টি।
ওয়েবসাইট- www.jnu.ac.bd
