জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  (জাবি) ভর্তির নুন্যতম যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় সকল তথ্য ২০২১-২০২২

by Kaif Hossain

Table of contents

Open Table of contents

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০২১-২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন ও পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।

ইউনিট তথ্যঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ভর্তির নুন্যতম যোগ্যতা

জাবি “এ” ইউনিট আবেদন যোগ্যতা

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।

বিভাগের নামমােট জিপিএ বিশেষ যোগ্যতা
গণিত৮.০০গণিতে A- (মাইনাস) গ্রেড
পরিসংখ্যান৮.০০পরিসংখ্যান/গণিতে নূন্যতম A- গ্রেড
রসায়ন৮.৫০রসায়নে নূন্যতম A এবং গণিতে নূন্যতম A- গ্রেড।
পদার্থবিজ্ঞান৮.০০পদার্থবিজ্ঞান ও গণিতে নূন্যতম A গ্রেড।
ভূতাত্ত্বিক বিজ্ঞান৮.৫০পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতে A- (মাইনাস) গ্রেড
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং৯.০০পদার্থবিজ্ঞান ও গণিতে নূন্যতম A+ গ্রেড
পরিবেশ বিজ্ঞান৮.৫০গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান ও জীববিদ্যায় A- (মাইনাস) গ্রেড
ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি৯.০০পদার্থবিজ্ঞান ও গণিতে A+ গ্রেড

জাবি বি ইউনিট আবেদন যোগ্যতা

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। তবে আইন বিভাগের জন্য ৪.০০ থাকতে হবে।

বিষয়মোট জিপিএযোগ্যতা
অর্থনীতি৮.০০ইংরেজিতে A- ও গণিতে A গ্রেড
ভূগোল ও পরিবেশ৮.০০বাংলা ও ইংরেজিতে A- গ্রেড
সরকার ও রাজনীতি৮.০০বাংলা ও ইংরেজিতে A- গ্রেড
নৃবিজ্ঞান৮.০০বাংলা ও ইংরেজিতে A- গ্রেড
নগর ও অঞ্চল পরিকল্পনা৮.০০ইংরেজিতে A- ও গণিতে A গ্রেড
লোক প্রশাসন৮.০০ইংরেজিতে A গ্রেড
আইন ও বিচারমানবিক ৮.০০
বাণিজ্য ৮.০০
বিজ্ঞান ৮.৫০
এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় পৃথকভাবে বাংলা ও ইংরেজিতে A- গ্রেড

জাবি সি ইউনিট আবেদন যোগ্যতা

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।

বিষয়মোট জিপিএযোগ্যতা
বাংলা৮.০০এসএসসি ও এইচএসসি পৃথকভাবে বাংলা A- ও ইংরেজিতে A
ইংরেজি৮.০০এসএসসি ও এইচএসসি পৃথকভাবে ইংরেজিতে A
ইতিহাস৮.০০বাংলা ও ইংরেজিতে A-
দর্শন৮.০০বাংলা ও ইংরেজিতে A-
নাটক ও নাট্যতত্ব৭.০০বাংলা ও অন্য যেকোন একটি বিষয়ে A-
প্রত্নতত্ত্ব৮.০০বাংলা ও ইংরেজিতে A-
আন্তর্জাতিক সম্পর্ক৮.০০এসএসসি ও এইচএসসি পৃথকভাবে ইংরেজিতে A+
জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ৮.০০এসএসসি ও এইচএসসি পৃথকভাবে বাংলা ও ইংরেজিতে A
চারুকলা৭.০০বাংলা ও ইংরেজিতে A-
বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতিমানবিক ৭.৫০
বাণিজ্য ৮.০০
বিজ্ঞান ৮.০০
বাংলা ও ইংরেজিতে A-

জাবি ডি ইউনিট আবেদন যোগ্যতা

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।

বিষয়মােট জিপিএযোগ্যতা
উদ্ভিদবিজ্ঞান৯.০০জীববিজ্ঞান/কৃষিবিজ্ঞানে A-
প্রাণিবিদ্যা৯.০০জীববিজ্ঞানে A-
ফার্মেসী৯.০০রসায়ন ও জীববিজ্ঞানে A এবং পদার্থ ও গণিতে A-
প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান৯.০০রসায়ন ও জীববিজ্ঞানে A
মাইক্রোবায়ােলজি৯.০০রসায়ন , জীববিজ্ঞান ও ইংরেজিতে A
বায়ােটেকনােলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং৯.০০ রসায়ন, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান ও গণিতে A
পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স৯.০০রসায়ন ও জীববিজ্ঞান ও গণিতে A

জাবি ই ইউনিট আবেদন যোগ্যতা

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে মানবিক/ব্যবসায় শিক্ষা/সমমান শাখায় ন্যূনতম জিপিএ ৩.৭৫ এবং বিজ্ঞান শাখায় ৪.০০ থাকতে হবে।

বিষয়মােট জিপিএযোগ্যতা
ফিন্যান্স এন্ড ব্যাংকিং
মার্কেটিং
একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস
ম্যানেজমেন্ট স্টাডিজ
বিজ্ঞান:  ৮.৫০
ব্যবসায় শিক্ষা /মানবিক ও অন্যান্য শাখা: ৮.০০
ইংরেজি এবং গণিত/অর্থনীতি/ হিসাববিজ্ঞান/ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় A-
বিবিএবিজ্ঞান:  ৯.০০
ব্যবসায় শিক্ষা /মানবিক ও অন্যান্য শাখা: ৮.৫০
বিজ্ঞান: ইংরেজি এবং গণিত/পরিসংখ্যানে A-
অন্যান্য শাখা: ইংরেজি এবং গণিত/অর্থনীতি/ হিসাববিজ্ঞান/ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায়/ ফাইন্যান্স/ ব্যাংকিং এবং ইন্সুরেন্সে A-

ভর্তি পরীক্ষার মানবন্টন

জাবি “এ” ইউনিট মানবন্টন

প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০।ইউনিটের গণিত বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় গণিত অংশে ন্যুনতম ৫০%, রসায়ন বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় রসায়ন অংশে ন্যুনতম ৫০%, কম্পিউটার সায়েল এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান অংশে পৃথকভাবে ন্যুনতম ৬০% এবং ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজিতে ভর্তির জন্য পদার্থবিজ্ঞান, গণিত ও আইসিটিতে পৃথকভাবে ন্যুনতম ৫০% নম্বর পেতে হবে।

বি ইউনিট মানবন্টন

ইউনিটের আইন ও বিচার বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় বাংলা ও ইংরেজি উভয় অংশে পৃথকভাবে ন্যুনতম ৬০%
নম্বর পেতে হবে।

সি ইউনিট মানবন্টন

ডি ইউনিট মানবন্টন

ইউনিটের ফার্মেসী, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান এবং মাইক্রোবায়োলজি বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় রসায়ন
ও জীববিজ্ঞান উভয় অংশে পৃথকভাবে ন্যুনতম ৫০% নম্বর পেতে হবে।

ই ইউনিট মানবন্টন

ইউনিটের বিবিএ (আইবিএ-জেইউ)-তে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় ইংরেজি ও গণিতে পৃথকভাবে ন্যুনতম ৪০% নম্বর
পেতে হবে।

প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

ভর্তির জন্য আবেদন করার নিয়মাবলীঃ

আবেদনযোগ্য ইউনিটগুলোর তালিকা থেকে আবেদনকারী আবেদন ফি প্রদান পূর্বক এক বা একাধিক ইউনিটে আবেদন করতে পারবেন। বিকাশ অথবা রকেট-এর মাধ্যমে নির্ধারিত আবেদন ফি প্রদান করে ওয়েবসাইটে লগইন করার পর প্রার্থীর নিজ নিজ প্রোফাইল-এ স্বাক্ষর ও ছবি আপলোড করে আবেদন সম্পন্ন করতে হবে এবং প্রবেশপত্র সংগ্রহ করতে
হবে।

সর্বমোট ৫ টি ধাপে (ক, খ, গ, ঘ, ও) এই আবেদন সম্পন্ন করতে হবে।

ক. আবেদনকারীর ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা যাচাই ও প্রয়োজনীয় তথ্য প্রদানঃ

খ. মোবাইল নম্বর যাচাই ও নিশ্চিতকরণঃ

গ. আবেদন প্রক্রিয়া:

ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও মোবাইল নম্বর যাচাই সম্পন্ন হলে আবেদনকারীকে ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে (juniv-admission.org) তার ভেরিফাইড মোবাইল নম্বর এবং পূর্বের প্রেরিত পাসওয়ার্ড দিয়ে “লগইন” বাটনে ক্লিক করতে হবে। পরবর্তী স্ক্রীনে আবেদনকারীর প্রোফাইল-এ আবেদনের বর্তমান অবস্থা, ফি প্রদান হয়েছে কিনা, সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করতে কত টাকা লাগবে, বিস্তারিত তথ্যসহ, ইউনিট ভিত্তিক ফি প্রদান করার অপশনসমূহ দেখতে
পাবেন।

উপরোক্ত দুইটি ধাপ (ক) ও খে) সম্পন্ন করলেই একজন আবেদনকারী তার একটিমাত্র “প্রোফাইল” থেকেই “লগইন” করে একাধিক ইউনিটে আলাদাভাবে ফি প্রদান সাপেক্ষে আবেদন করতে পারবেন।

ফি প্রদান করতে চাইলে সংশ্লিষ্ট ইউনিটের পাশে “ফি প্রদান করুন” বাটন এ ক্লিক করলে, সংশ্লিষ্ট ইউনিটের ফি এবং নিশ্চিতকরণ অপশন দেখতে পাবেন। তারপর সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষার প্রশ্নপত্রের ভাষা (বাংলা/ইংরেজি) সতর্কতার সাথে নির্বাচন করতে হবে। কোন তথ্য ভুল থাকলে যে কোন সময় “বন্ধ করুন” বাটনে ক্লিক করে পূর্ববর্তী ধাপে ফিরে গিয়ে তা সংশোধন করা যাবে। “নিশ্চিত করুন” বাটনে ক্লিক করা মাত্র পরবর্তী ক্ত্রীনে বিকাশ/রকেট এর মাধ্যমে পেমেন্ট করার অপশন দেখতে পাবেন। আবেদনকারী যে মাধ্যমে ফি প্রদান করতে ইচ্ছুক, সেই আইকন সিলেক্ট করে “পেমেন্ট সম্পন্ন করুন” বাটনে ক্লিককরবে। কোন তথ্য ভুল থাকলে “বন্ধ করুন” বাটনে ক্লিক করে পূর্ববর্তী ধাপে ফিরে গিয়ে তা সংশোধন করা যাবে।

উল্লেখ্য যে, প্রতিটি ইউনিটের জন্য আলাদাভাবে আবেদন ফি জমা দিতে হবে এবং একই বিকাশ/রকেট একাউন্ট/(পার্সোনাল একাউন্ট) থেকে বিরতি (ন্যুনতম ৩ মিনিট) সাপেক্ষে একাধিক আবেদন ফি পরিশোধ করা যাবে।

বিকাশ এর মাধ্যমে আবেদন ফি প্রদানের প্রক্রিয়া

রকেট এর মাধ্যমে আবেদন ফি প্রদানের প্রক্রিয়া নিম্নরূপঃ

ঘ. ছবি ও স্বাক্ষর আপলোডঃ

ঙ. প্রবেশপত্র ডাউনলোডঃ

Sponsored Products

আরো দেখুন


EduportalBD Mobile App

Official mobile app by Eduportalbd.com. Get EIIN number, EMIS code, contact info, address, and tons of other information about any educational institutions in 5 countries.

App download Call to Action