ভর্তির সময়সূচি:
অন-লাইনে আবেদনের সময়সীমা | মাইগ্রেশন | ফলাফল প্রকাশ (SMS-এর মাধ্যমে ও ওয়েবসাইটে) | অনলাইন ভর্তি নিশ্চায়ন ফি ৩৮৫/- টাকা (বিকাশ/রকেট/শিউরক্যাশ) প্রেরণের তারিখ |
০৯ আগষ্ট ২০২০ হতে ২৬ আগষ্ট ২০২০ (রাত ১১ : ৫৯ ঘটিকা পর্যন্ত) | ——– | ৩০ আগষ্ট ২০২০ (১ম পর্যায়) | ৩১ আগষ্ট ২০২০ হতে ০৪ সেপ্টেম্বর ২০২০ |
০৫ সেপ্টেম্বর ২০২০ হতে ০৮ সেপ্টেম্বর ২০২০ (রাত ১১:৫৯ ঘটিকা পর্যন্ত) | পছন্দক্রম অনুযায়ী ১ম মাইগ্রেশন ১০ সেপ্টেম্বর ২০২০ | ১১ সেপ্টেম্বর ২০২০ (২য় পর্যায়) | ১১ সেপ্টেম্বর ২০২০ হতে ১৪ সেপ্টেম্বর ২০২০ |
১৫ সেপ্টেম্বর ২০২০ হতে ১৮ সেপ্টেম্বর ২০২০ (রাত ১১:৫৯ ঘটিকা পর্যন্ত) | পছন্দক্রম অনুযায়ী ২য় মাইগ্রেশন ২০ সেপ্টেম্বর ২০২০ | ২১ সেপ্টেম্বর ২০২০ (৩য় পর্যায়) | ২১ সেপ্টেম্বর ২০২০ হতে ২২ সেপ্টেম্বর ২০২০ |
[ বি: দ্র: ২৩/০৯/২০২০ হতে ৩০/০৯/২০২০ তারিখের মধ্যে প্রতিষ্ঠানে স্ব-শরীরে ভর্তি না হলে, অনলাইন ভর্তি বাতিল বলে গণ্য হবে। আসন শূন্য থাকা সাপেক্ষে ০১/১০/২০২০ হতে ১০/১০/২০২০ এর মধ্যে অপেক্ষামান তালিকা হতে ভর্তি করা হবে। যেসকল শিক্ষার্থী অপেক্ষামান তালিকা হতে ভর্তি নিশ্চায়ণ সম্পন্ন করবে, তারা ভর্তি নিশ্চায়নের শেষ তারিখ হতে পরবর্তী ০৫ কার্য দিবসের মধ্যে সরকারি পলিটেকনিক/টিএসসি/বাংলাদেশ ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি তে সরাসরি স্ব-শরীরে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে। কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনা সাপেক্ষে ক্লাশ আরম্ভের তারিখ পরবর্তীতে ওয়েবসাইট ও এসএমএস এর মাধ্যমে জানানো হবে। ]
সরকারি পলিটেকনিক/টিএসসি তে সরাসরি স্ব-শরীরে ভর্তির সময়:
শিক্ষার্থীদের সরকারি পলিটেকনিক/টিএসসি/ ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি তে মূল নম্বরপত্র, ছবি (৩ কপি), প্রশংসাপত্র (ফটোকপি) জমা প্রদান সাপেক্ষে ২৩/০৯/২০২০ হতে ৩০/০৯/২০২০ তারিখের মধ্যে প্রাতিষ্ঠানিক ভর্তি সম্পন্ন করতে হবে।
