নটর ডেমের ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য

by তৌফিক ⋅ Last Updated :
June 18, 2012 | 04:00 AM

LAST UPDATED: DEC 11, 2022

নটর ডেম কলেজ এর ২০২২-২০২৩ সালের ভর্তি যোগ্যতা , ভর্তি আবেদন , ভর্তি পরীক্ষার নিয়ম সংক্রান্ত সকল তথ্য জানতে ক্লিক করুন এখানে

Table of contents

Open Table of contents

নটর ডেম কলেজের ভর্তি প্রক্রিয়া ও সকল তথ্য ২০২৩

ভর্তির আবেদনের ফরম পূরন ২০২৩

ভর্তি হতে আগ্রহী প্রার্থীদের ৭ ডিসেম্বর ২০২২ দিবাগত রাত ১২ঃ০১ মিনিট হতে ১৪ ডিসেম্বর ২০২২ রাত ১২টা পর্যন্ত সরাসরি নটরডেম কলেজের নিজস্ব ওয়েবসাইট ndc.edu.bd থেকে অনলাইনে আবেদন করতে বলা হচ্ছে। আবেদনের পর প্রবেশপ্ত্রের প্রিন্ট আউট কপি সংগ্রহ করতে হবে। ভর্তির আবেদন করার নিয়মাবলি কলেজের ওয়েবসাইটে দেওয়া আছে।

অনলাইনে আবেদন করার সময় ভর্তি পরীক্ষার খরচ বাবদ অফেরতযোগ্য ৩০০/- টাকা এবং বিকাশ চার্জ নিম্নে প্রদত্ত বিকাশ নম্বরে(01947773703) পাঠাতে হাবে। পুনঃনিরীক্ষণের মাধ্যমে ফল পরিবর্তন হয়ে ভর্তির আবেদনের ন্যুনতম যোগ্যতা অর্জন করলে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের দু’দিনের মধ্যে কলেজ অফিসে সরাসরি যোগাযোগ করতে হবে। ভর্তির ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠী,সংখ্যালঘু,প্রতিবন্ধি, মিশনারি কর্তৃক পরিচালিত প্রত্যন্ত এলাকার স্কুল বিবেচনায় আনা হবে।

  • হেলপ লাইন নাম্বার :০১৯৩৩৩২২৫৩০,০১৯৩৩৩২২৫৩১,০১৯৩৩৩২২৫৩২,০১৯৬৭৬০৭৭৭৭,০১৮৪৭৬০১৬০০ (সকাল ৮ঃ৩০ টা হতে বিকাল 8ঃ৩০ টা পর্যন্ত) ।

ভর্তির আবেদনের নূন্যতম যোগ্যতা

বিজ্ঞান বিভাগ

বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন (উচ্চতর গণিতসহ) GPA -5.00

মানবিক বিভাগ

  • GPA-3.00

ব্যবসা শিক্ষা বিভাগ

  • GPA-4.00

বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে

  • বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে GPA-4.50
  • বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে GPA-3.50।

আসন সংখ্যা

  • বিজ্ঞান বিভাগ-
    • বাংলা মাধ্যম- ১৮০০
    • ইংরেজি ভার্সন- ৩০০
  • মানবিক- ৪১০
  • ব্যবসা শিক্ষা বিভাগে - ৭৬০

নটর ডেম কলেজ এর ২০২২-২০২৩ সালের ভর্তি যোগ্যতা , ভর্তি আবেদন , ভর্তি পরীক্ষার নিয়ম সংক্রান্ত সকল তথ্য জানতে ক্লিক করুন এখানে


নটর ডেম কলেজের ভর্তি প্রক্রিয়া ও সকল তথ্য ২০২২

ফর্ম বিতরণ ও ভর্তি প্রক্রিয়াঃ

  • বিজ্ঞান শাখার কলেজ কাউন্টারে ফর্ম বিতরণ করা হবে।
  • ব্যবসায় সহ সকল অন্যান্য সকল শাখায় ফর্ম বিতরন করা হবে।
  • ফর্ম ও ভর্তি প্রক্রিয়ায় খরচ হবে মাত্র ১০০টাকা।ফরম পূরণ করে ঐ দিনই জমা দিতে হবে।
  • ফরম কেনার সময় আপনাকে ২টা জিনিস আনতে হনে। এক কপি পাসপোর্ট সাইজের ছবি। পরীক্ষার ফলাফলের ইন্টারনেট প্রিন্ট। যারা ইন্টারনেট প্রিন্ট সংগ্রহ করেন নি তারা এখান থেকে প্রিন্ট করে নিন।

নটরম ডেমে আবেদনের যোগ্যতা ও ফলাফল প্রকাশ ২০২২

  • বিজ্ঞান বিভাগঃ বাংলা ও ইংরেজী মাধ্যমের অবেদনকারীদের উচ্চতর গণিতসহ জিপিএ-৫।
  • ব্যবসায় শিক্ষা বিভাগঃ বাংলা ও ইংরেজী মাধ্যমের অবেদনকারীদের জিপিএ-৪
  • মানবিক বিভাগঃ বাংলা ও ইংরেজী মাধ্যমের অবেদনকারীদের জিপিএ-৩

বিভাগ পরিবর্তনের ক্ষেত্রেঃ

  • বিজ্ঞান থেকে মানবিকে জিপিএ-৩
  • বিজ্ঞান থেকে ব্যবসায় জিপিএ-৪.৫০
  • ব্যবসায় থেকে মানবিকে জিপিএ-৩
  • মানবিক থেকে বিজ্ঞান বা ব্যবসায় বিভাগে যেতে পারবে না।
  • প্রার্থীরা ইচ্ছা করলে একাধিক শাখায় আবেদন ও করতে পারবে।

নটর ডেম কলেজ সম্পর্কে আরো তথ্য জানতে ক্লিক করুন এখানে

নটর ডেমের ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য

Sponsored Products

আরো দেখুন


Articles from partners

    EduportalBD Mobile App

    Official mobile app by Eduportalbd.com. Get EIIN number, EMIS code, contact info, address, and tons of other information about any educational institutions in 5 countries.

    App download Call to Action