Table of contents
Open Table of contents
জন্ম ঃ
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের হুগলী জেলার অন্তর্গত দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন।তার বাবার নাম মতিলাল চট্টোপাধ্যায়।
শিক্ষা ঃ
কিশোর জীবনে তিনি ভাগলপুর টি এন জুবিলি কলেজে পড়াশুনা করেছেন।দারিদ্রতার কারনে উচ্চমাধ্যমিক পড়ার সময় তার ছাত্রজীবনের সমাপ্তি ঘটে।
সাহিত্য চর্চা ঃ
অসামান্য হৃদয়বোধ ও বাস্তব জীবনের লব্ধ অভিজ্ঞতাই শরৎচন্দ্রের উপন্যাসের প্রধান বৈশিষ্ট্য।কথাসিহিত্যিক হিসেবেও তিনি জনপ্রিয়।
রচনাবলী ঃ
তার রচিত লেখাগুলো ঃ
উপন্যাস ঃ বড় দিদি , বিরাজ বউ , পরিনীতা , পল্লী সমাজ , দেবদাস , চরিত্রিহীন , দত্তা , গৃহদাহ , দেনা-পাওনা , পথের দাবি , বিপ্রদাস , শ্রীকান্ত , বিন্দুর ছেলে , রামের সুমতি , মেজদিদি , পথনির্দেশ , পন্ডিতমশাই , নব-বিধান , হরিলক্ষী , অনুরাধা , সতী , পরেশ , শুভদা , শেষ প্রশ্ন , শেষের পরিচয় ।
প্রবন্ধ ঃ নারীর মুল্য , স্বদেশ ও সাহিত্য।
ছোটগল্প ঃ মন্দির , বিলাসী , ছবি , মহেশ , অতিথি , একাদশী বৈরাগী।
পুরষ্কার ঃ
তার সাহিত্যকর্মের স্বীকৃ্তি স্বরুপ ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৩৬ সালে তঁাকে সম্মান্সুচক ডি. লিট. উপাধিতে ভুষিত করে।।
মৃত্যু ঃ
১৬ জানুয়ারী ১৯৩৮ সালে তিনি লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে কলকাতায় মৃত্যুবরণ করেন।