আপনার হ্যান্ডসেটে রবি ইন্টারনেট সেটিং করুন 2G / 3G /4G (LTE)

by মোবাইল গুরু ⋅ Last Updated :
June 20, 2018 | 08:34 AM

Table of contents

Open Table of contents

সহজেই আপনার মোবাইলে সেট আপ করে নিন রবি ইন্টারনেট 2G , 3G, 4G (LTE)

আমরা সবাই ইন্টারনেট ইউজার।অনেকেই মোবাইল থেকে ইন্টারনেট ব্রাউজ করি।যারা মোবাইল থেকে ব্রাউজ করি বা নতুন করে শুরু করতে চাই, তারা মাঝে মাঝেই হ্যান্ডসেটের ইন্টারনেট কনফিগারেশন নিয়ে ঝামেলায় পড়ি । আমি আপনাদের একে একে বাংলাদেশের সব মোবাইল অপারেটর এ ইন্টারনেট কানেকশন নেবার পদ্ধতি বলব।তো আজ আমি জানাবো কিভাবে রবির ইন্টারনেট (২জি / ৩জি / ৪জি) আক্টিভেট করবেন আপনার হ্যান্ডসেটে। আশা করি আপনাদের উপকারে আসবে।ভালো লাগলে অবশ্যই ফেসবুক বা টুইটারে শেয়ার করবেন।চলুন শুরু করা যাক ❗

আপনার হ্যান্ডসেটে রবি ইন্টারনেট সেট করতে নিচের নির্দেশনা অনুসরন করুন:

অ্যান্ড্রয়েড মোবাইল বা ট্যাবের জন্যঃ

ইন্টারনেট সেটিংস্

– APN এর স্থানে INTERNET টাইপ করুন।
– ইউজারনেম এবং পাসওয়ার্ডের জায়গা ফাঁকা রাখুন।

এমএমএস সেটিংস্

– APN এর স্থানে WAP টাইপ করুন।
– Proxy/IP : 10.16.18.77

এমএমএসসি

https://10.16.18.40:38090/wap
– ইউজারনেম এবং পাসওয়ার্ডের জায়গা ফাঁকা রাখুন।

আইফোন / আইপ্যাডের জন্যঃ

আইফোন ইন্টারনেট ও এমএমএস সেটিংস্

– APN এর স্থানে INTERNET টাইপ করুন।
– APN এর অধীনে WAP টাইপ করুন। – ক্ষেত্রে APN সেটিং করা প্রয়োজন হয় না, কারন APN বাতিল হয়ে যায়।

এমএমএস সেটিংস্

– APN এর স্থানে WAP টাইপ করুন। – Proxy/IP : 10.16.18.77

এমএমএসসি

https://10.16.18.40:38090/was – ইউজারনেম এবং পাসওয়ার্ডের জায়গা ফাঁকা রাখুন।

আইপ্যাড

ইন্টারনেট সেটিংস্

– APN এর স্থানে INTERNET টাইপ করুন।
– ইউজারনেম এবং পাসওয়ার্ডের জায়গা ফাঁকা রাখুন।

উইন্ডোজ ফোনের জন্যঃ

ইন্টারনেট সেটিংস্

– APN এর স্থানে INTERNET টাইপ করুন।
– ইউজারনেম এবং পাসওয়ার্ডের জায়গা ফাঁকা রাখুন।
– সেভ করার জন্য tick চাপুন।

এমএমএস সেটিংস্

– APN এর স্থানে WAP টাইপ করুন।
– ইউজারনেম এবং পাসওয়ার্ডের জায়গা ফাঁকা রাখুন।

এসএমএস এর মাধ্যমে ইন্টারনেট সেটিং

এসএমএস এর মাধ্যমে স্বয়ংক্রিয় সেটিংস্ পেতে ৮৭৩৮ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  1. আপনি যে সেটিংস্ চান সেটি লিখুন (যেমন, Internet/WAP/MMS);
  2. হ্যান্ডসেট তৈরি প্রতিষ্ঠানের নাম (যেমন, Samsung/Nokia/xiaomi),
  3. মডেলের নাম ও নম্বর,
  4. ৮৭৩৮ নম্বরে পাঠিয়ে দিন।
  5. ইউএসএসডি মেন্যুর জন্যে *১৪০# ডায়াল করুন।

প্রয়োজনীয় তথ্য পেতে ধাপে ধাপে অগ্রসর হন। অথবা, আপনার মোবাইল থেকে সেটিংস এর জন্য অনুরোধ পাঠান। আপনার জিপিআরএস /ইডিজিই কার্যকরী মোবাইল ফোন থেকে _১৪০_৭*৩# ডায়াল করুন।

নন ব্রান্ডেড ফোন

আপনার হ্যান্ডসেট যদি নন ব্রান্ডেড চাইনীজ হয় তাহলে ম্যানুয়াল সেটিং করতে হবে।সেটিং করার জন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন

ইন্টারনেট সেটিং

ইন্টারনেট সেটিং ম্যানুয়াল সেটিং এর জন্য ডাটা একাউন্ট সেটিং অপশনে গিয়ে নিচের ইনফরমেশন দিন

  1. প্রোফাইল: Robi-INTERNET
  2. এপিএন: INTERNET
  3. প্রক্সি-আইপি I পোর্ট: দরকার নেই

ওয়াপ সেটিংঃ

ম্যানুয়াল সেটিং এর জন্য ডাটা একাউন্ট সেটিং অপশনে গিয়ে নিচের ইনফরমেশনগুলো দিন ঃ

  1. প্রোফাইল: Robi-WAP
  2. এপিএন: wap
  3. প্রক্সি/আইপি ঠিকানা: 10.16.18.77
  4. পোর্ট: 9028

এম এম এস সেটিংঃ

ম্যানুয়াল সেটিং এর জন্য ডাটা একাউন্ট সেটিং অপশনে গিয়ে নিচের ইনফরমেশঙ্গুলো দিন ঃ

  1. প্রোফাইল:Robi-MMS
  2. এপিএন: WAP
  3. প্রক্সি/আইপি 10.16.18.77
  4. পোর্ট: 9028
  5. ওয়েব ঠিকানা: https://10.16.18.40:38090/was

এখন আপনি রবি ইন্টারনেট ব্রাউজ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত।

আপনার হ্যান্ডসেটের জন্য সঠিক সেটিংটি পেতে অসুবিধা হয়, তবে নিচের নির্দেশনা অনুসরণ করুন:

আপনার হ্যান্ডসেটের আইএমআই নম্বর দেখতে *#০৬# লিখে পাঠিয়ে দিন।
প্রাপ্ত নম্বরের প্রথম ৮ অংক লিখুন। যেমন, আইএমআই নম্বরটি যদি ৩৫৮৯৭৭০১০৪২৩৮৮৪ হয়, তবে কেবল ৩৫৮৯৭৭০১ লিখুন।
web ৩৫৮৯৭০১ লিখে ৮৭৩৮ নম্বরে এসএমএস পাঠান। আপনি আপনার কাঙ্খিত সেটিংস পেয়ে যাবেন।

  • আরো সাহায্যের প্রয়োজন হলে রবি হেল্পলাইন ১২৩ এ কল করুন অথবা আপনার নিকটস্থ রবি গ্রাহক সেবা কেন্দ্রে যোগাযোগ করুন।
  • সেটিংস্ ডাউনলোডের জন্যে এসএমএস চার্জ প্রযোজ্য
  • সম্পূরক শুল্ক + সম্পূরক শুল্কসহ ট্যারিফের উপর ভ্যাট প্রযোজ্য
আপনার হ্যান্ডসেটে রবি ইন্টারনেট সেটিং করুন 2G / 3G /4G (LTE)

Sponsored Products

আরো দেখুন


EduportalBD Mobile App

Official mobile app by Eduportalbd.com. Get EIIN number, EMIS code, contact info, address, and tons of other information about any educational institutions in 5 countries.

App download Call to Action