নতুন মোবাইল কিনতে যাচ্ছেন?
==========================
আগেই জেনে নিন কি কি বিষয়ের উপর নজর রাখা মহা গুরুত্বপূর্ণ। আশা করি ভাল লাগবে……….
-
হ্যান্ডসেটটির Warranty আছে কিনা প্রথমে তা দেখে নিন।
-
তারপর Warranty থাকলেও জেনে নিন সার্ভিস সেন্টার হ্যারিকেন দিয়ে খোঁজা লাগে কিনা, যদি সেইরকম হয় তাহলে কিনবেন না। 😛
-
বাজারে অতি খাস চাইনিজ জাতের কিছু হ্যান্ড সেট পাওয়া যায় সস্তায় বেশি ফিচারের লোভে পড়ে কিনতে যাবেন না।
খাস চাইনিজকে না বলুন।😛 তবে একদমই যদি বাধ্য হন ব্যান্ডেড হ্যান্ড সেট কিনতে তাহলে আমার পরামর্শ থাকবে Symphony বা Maximus ব্যবহার করুন। -
হ্যান্ড সেটের গায়ে কিংবা কভারে লেখা কনফিগারেশনের সাথে আসল কনফিগারেশনর মিল আছে কিনা তা দেখে নিন।
-
.কিছু চোরাই বিক্রেতা আসল সেট বলে নকল বা পুরাতন সেট দিয়ে দেয়। এসব ক্ষেএে সর্তক থাকবেন।
-
কভারের উপর হলোগ্রাম ষ্টিকার, Warranty Card, Warranty Card এর বিক্রেতার সীল,স্বাক্ষর ইত্যাদি ভালোভাবে বুঝে নিন।নাইলে বিক্রয়োওর সেবা নিতে ঝামেলায় পড়তে পারেন।
-
সবসময় কোম্পানির নিজস্ব শো-রুম থেকে হ্যান্ড সেট কেনার চেষ্টা করুন।
-
শেষ কথা, ভাই ধৈর্য বড় জিনিস, ধৈর্যের উপরে কিছু নাই,হুট হাট করে না কিনে সময় নিয়ে দেখে শুনে বুঝে হ্যান্ড সেট কিনুন। 😀
Extra আরেকটি জিনিস আপনাদের শিখিয়ে দিই।মোবাইলের সিম নম্বর ভুলে গেলে যা করবেন।
- জিপি = *২#
- বাংলালিংক = *৫১১#
- রবি = *১৪০*২*৪#
- এয়ারটেল = *১২১*৬*৩#
- টেলিটক = “AR” লিখে পাঠিয়ে দিন ২২২ নাম্বারে।
সেরা ফোন গুলোর দাম জানতে এবং তুলনা করতে ভিজিট করুন বিডিষ্টল