মোবাইল কেনার আগে যা নজরে রাখবেন !

by Expand System ⋅ Last Updated :
May 31, 2020 | 05:03 AM

নতুন মোবাইল কিনতে যাচ্ছেন?

==========================

আগেই জেনে নিন কি কি বিষয়ের উপর নজর রাখা মহা গুরুত্বপূর্ণ। আশা করি ভাল লাগবে……….

  • হ্যান্ডসেটটির Warranty আছে কিনা প্রথমে তা দেখে নিন।

  • তারপর Warranty থাকলেও জেনে নিন সার্ভিস সেন্টার হ্যারিকেন দিয়ে খোঁজা লাগে কিনা, যদি সেইরকম হয় তাহলে কিনবেন না। 😛

  • বাজারে অতি খাস চাইনিজ জাতের কিছু হ্যান্ড সেট পাওয়া যায় সস্তায় বেশি ফিচারের লোভে পড়ে কিনতে যাবেন না।খাস চাইনিজকে না বলুন। 😛 তবে একদমই যদি বাধ্য হন ব্যান্ডেড হ্যান্ড সেট কিনতে তাহলে আমার পরামর্শ থাকবে Symphony বা Maximus ব্যবহার করুন।

  • হ্যান্ড সেটের গায়ে কিংবা কভারে লেখা কনফিগারেশনের সাথে আসল কনফিগারেশনর মিল আছে কিনা তা দেখে নিন।

  • .কিছু চোরাই বিক্রেতা আসল সেট বলে নকল বা পুরাতন সেট দিয়ে দেয়। এসব ক্ষেএে সর্তক থাকবেন।

  • কভারের উপর হলোগ্রাম ষ্টিকার, Warranty Card, Warranty Card এর বিক্রেতার সীল,স্বাক্ষর ইত্যাদি ভালোভাবে বুঝে নিন।নাইলে বিক্রয়োওর সেবা নিতে ঝামেলায় পড়তে পারেন।

  • সবসময় কোম্পানির নিজস্ব শো-রুম থেকে হ্যান্ড সেট কেনার চেষ্টা করুন।

  • শেষ কথা, ভাই ধৈর্য বড় জিনিস, ধৈর্যের উপরে কিছু নাই,হুট হাট করে না কিনে সময় নিয়ে দেখে শুনে বুঝে হ্যান্ড সেট কিনুন। 😀

Extra আরেকটি জিনিস আপনাদের শিখিয়ে দিই।মোবাইলের সিম নম্বর ভুলে গেলে যা করবেন।

  1. জিপি = *২#
  2. বাংলালিংক = *৫১১#
  3. রবি = *১৪০*২*৪#
  4. এয়ারটেল = *১২১*৬*৩#
  5. টেলিটক = “AR” লিখে পাঠিয়ে দিন ২২২ নাম্বারে।

সেরা ফোন গুলোর দাম জানতে এবং তুলনা করতে ভিজিট করুন বিডিষ্টল

Sponsored Products

আরো দেখুন


Articles from partners

    EduportalBD Mobile App

    Official mobile app by Eduportalbd.com. Get EIIN number, EMIS code, contact info, address, and tons of other information about any educational institutions in 5 countries.

    App download Call to Action