কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৮ (আট) টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্লাতক (সম্মান)/স্লাতক শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি

by Kaif Hossain ⋅ Last Updated :
April 4, 2024 | 07:35 PM

LAST UPDATED: APR 05, 2024

কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৮ (আট)টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্লাতক (সম্মান)/স্লাতক শ্রেণিতে ভর্তিচ্ছু আবেদনকারীদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহবান করা যাচ্ছে

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (SAU) ভর্তি বিজ্ঞপ্তি, ন্যূনতম যোগ্যতা ও প্রয়োজনীয় সকল ভর্তি তথ্য

Table of contents

Open Table of contents

বিশ্ববিদ্যালয়সমূহের নাম ও আসন সংখ্যা

বিশ্ববিদ্যালয়সমূহের নাম আসন সংখ্যা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় , ময়মনসিংহ ১১১৬
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় , গাজীপুর ৩৭৫
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ৬৯৮
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৪৪৩
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ২৪৫
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ৪৩১
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ১৫০
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ৯০

আবেদনের ন্যুনতম যোগ্যতা

  • ২০১৮/২০১৯/২০২০ সালে এসএসসি/সমমান এবং ২০২১/২০২২ সালে এইচএসসি/সমমানের পরীক্ষায় যারা বিজ্ঞান বিভাগ হতে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়সহ উত্তীর্ণ হয়েছে, কেবলমাত্র তারাই আবেদন করতে পারবে। ২০২১ সালে এসএসসি/সমমান মানোন্নয়ন পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবে।

  • আবেদনকারীর এস এস সি/ সমমান ও এইচ এস সি / সমমান পরিক্ষার উভয় ক্ষেত্রে প্রতিটি চতুর্থ বিষয় ব্যতীত ন্যুনতম জিপিএ 8.00 এবং সর্বমোট ন্যুনতম জিপিএ ৮.৫০ থাকতে হবে।

  • জিসিই O এবং A লেভেল পাসকৃত প্রার্থীর ক্ষেত্রে O লেভেল পরীক্ষায় অন্তত ৫টি বিষয়ে এবং / লেভেল পরীক্ষায় বিজ্ঞানের অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় প্রতিটিতে ন্যূনতম জিপিএ 8.00 এবং সর্বমোট ন্যুনতম জিপিএ ৮.৫০ থাকতে হবে। এক্ষেত্রে A ও B গ্রেডের জন্য যথাক্রমে ৫ ও 8 জিপিএ গণনা করা হবে।

আবেদনের সময়সীমা ও ফি

  • সময়সীমা : ০৮-০৬-২০২৩ থেকে ১০-০৭-২০২৩ তারিখ পর্যন্ত
  • আবেদন ফিঃ ১২০০/- টাকা (ট্রানজেকশন চার্জ ব্যতীত )

ভর্তি পরীক্ষার কেন্দ্র

ভর্তি পরীক্ষা৮ (আট) টি কেন্দ্র যথা:

  1. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ;
  2. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর;
  3. শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা;
  4. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী;
  5. চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম;
  6. সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট;
  7. খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা;
  8. ৮. হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ

এর অধীনে একযোগে অনুষ্ঠিত হবে। আবেদনকারীর পছন্দত্রম এবং আবেদন ফি প্রদানের তারিখ ও সময়ের অগ্রাধিকার ভিত্তিতে পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হবে।

লিখিত নির্বাচনী পরীক্ষা

  • MCQ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা ০৫ আগস্ট ২০২৩ শনিবার বেলা ১১:৩০ ঘটিকা থেকে ১২:৩০ ঘটিকা পর্যন্ত

উপরোক্ত ৮ (আট) টি কেন্দ্র ও প্রযোজ্য ক্ষেত্রে এক বা একাধিক উপকেন্দ্রের অধীনে একযোগে অনুষ্ঠিত হবে।

মানবন্টন :

বিষয় নাম্বার
ইংরেজি ১০
প্রাণীবিজ্ঞান ১৫
উদ্ভিদবিজ্ঞান ১৫
পদার্থবিজ্ঞান ২০
রসায়ন ২০
গণিত ২০
  • প্রতিটি সঠিক উত্তরের জন্য ১.০০ (এক) নম্বর প্রদান করা হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

মেধা স্কোর

মোট ১৫০ নম্বরের ভিত্তিতে ফলাফল প্রস্তুত করা হবে। ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের সাথে এসএসসি/সমমানের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের (চতুর্থ বিষয় ব্যতিত) ভিত্তিতে ২৫ এবং এইচএসসি/সমমানের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের (চতুর্থ বিষয় ব্যতিত) ভিত্তিতে ২৫ নম্বর যোগ করে ফলাফল প্রস্তুত করে মেধা ও অপেক্ষমান তালিকা তৈরি করা হবে।

Sponsored Products

আরো দেখুন


Articles from partners

    EduportalBD Mobile App

    Official mobile app by Eduportalbd.com. Get EIIN number, EMIS code, contact info, address, and tons of other information about any educational institutions in 5 countries.

    App download Call to Action