LAST UPDATED: FEB 19, 2023
Table of contents
Open Table of contents
আবেদন তথ্য
- আবেদন শুরু: ২৭/২/২০২৩ , বিকাল ৪.০০ টা।
- আবেদনের শেষ সময়: ২০/৩/২০২৩ , রাত ১১.৫৯ মিনিট।
- ফি জমাদান শেষ তারিখ: ২০/৩/২০২৩ , রাত ১১.৫৯ মিনিট।
- আবেদন ফি: ১০০০ /- (এক হাজার টাকা)
- আবেদন লিংক : admission.eis.du.ac.bd
ইউনিট তথ্যঃ
- এ ইউনিটঃ কলা,আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট।
- বি ইউনিটঃ বিজ্ঞান ইউনিট।
- সি ইউনিটঃ বাবসায় শিক্ষা ইউনিট।
- ডি ইউনিটঃ চারুকলা ইউনিট।
ইউনিট অনুযায়ী ভর্তি পরীক্ষার তারিখ
- এ ইউনিটঃ ৬/৫/২০২৩ শনিবার, সকাল ১১.০০-১২.৩০ মিনিট।
- বি ইউনিটঃ ১২/৫/২০২৩ শুক্রবার, সকাল ১১.০০-১২.৩০ মিনিট।
- সি ইউনিটঃ ১৩/৫/২০২৩ শনিবার, সকাল ১১.০০-১২.৩০ মিনিট।
- ডি ইউনিটঃ ২৯/৪/২০২৩ শনিবার, সকাল ১১.০০-১২.৩০ মিনিট।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তির নুন্যতম যোগ্যতা
বিজ্ঞান ইউনিটঃ
বিজ্ঞান- এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৮.০০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩.৫০ পেতে হবে।
মানবিক ও বাবসায় শিক্ষা শাখা থেকে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৭.০০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩.০০ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
কলা,আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটঃ
মানবিক – এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৭.৫০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ৩.০০ পেতে হবে।
বিজ্ঞান – এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৮.০০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ৩.৫০ পেতে হবে।
ব্যবসা – এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৭.৫০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ৩.০০ পেতে হবে।
বাবসায় শিক্ষা ইউনিটঃ
ব্যবসা – এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৭.৫০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ৩.০০ পেতে হবে।
মানবিক – এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৭.৫০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ৩.০০ পেতে হবে।
বিজ্ঞান – এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৮.০০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ৩.৫০ পেতে হবে।
চারুকলা ইউনিটঃ
বিজ্ঞান,মানবিক ও ব্যবসায় শিক্ষা- এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৬.৫০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ৩.০০ পেতে হবে।
ভর্তি পরীক্ষার মানবন্টন
কলা,আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটঃ
- MCQ পরীক্ষা- ৬০ নম্বর।
- সময়ঃ ৪৫ মিনিট।
- লিখিত পরীক্ষা- ৪০ নম্বর।
- সময়ঃ ৪৫ মিনিট।
বিজ্ঞান ইউনিটঃ
- MCQ পরীক্ষা- ৬০ নম্বর।
- সময়ঃ ৪৫ মিনিট।
- লিখিত পরীক্ষা- ৪০ নম্বর।
- সময়ঃ ৪৫ মিনিট।
বাবসায় শিক্ষা ইউনিটঃ
- MCQ পরীক্ষা- ৬০ নম্বর।
- সময়ঃ ৪৫ মিনিট।
- লিখিত পরীক্ষা- ৪০ নম্বর।
- সময়ঃ ৪৫ মিনিট।
চারুকলা ইউনিট মানবন্টন
- MCQ পরীক্ষা- ৪০ নম্বর। (সাধারণ জ্ঞান )
- সময়ঃ ৩০ মিনিট।
- লিখিত পরীক্ষা (অঙ্কন)- ৬০ নম্বর।
- সময়ঃ ৬০ মিনিট।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করার নিয়ম
- প্রথমে আপনাকে বিশ্ববিদ্যালয়ে অফিসিয়াল ওয়েবসাইট admission.eis.du.ac.bdadmission.eis.du.ac.bd এ প্রবেশ করতে হবে. ‘Apply Now’ বাটনে ক্লিক করতে হবে।
- ‘Apply Now’ বাটনে ক্লিক করার পর আবেদনকারী উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার রোল নম্বর, পাসের সাল ও বোর্ডের নাম এবং মাধ্যমিক বা সমমান পরীক্ষার রোল নম্বর, পাসের সাল ও বোর্ডের নাম প্রদান করার ফর্ম দেখতে পাবেন।
- তথ্যগুলো সঠিক ভাবে পূরণ করে ‘Submit’ বাটনে ক্লিক করতে হবে।
- যেই মোবাইল নম্বর ব্যবহার করা হবে তা অবশ্যই শিক্ষার্থীর মোবাইল নম্বর হতে হবে। ভর্তি পরীক্ষার সকল নোটিফিকেশন উক্ত নাম্বারে প্রদান করা হবে।
- তার প্রোফাইলের নির্দিষ্ট অংশে গিয়ে সদ্য তোলা পাসপোর্ট সাইজের একটি ছবি আপলোড করতে হবে।
- কোটার ক্ষেত্রে কোটার প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে।
- আবেদনকারী ‘রকেট’ অথবা ‘শিওর ক্যাশ’ অথবা ‘বিকাশ’ এর মাধ্যমে আবেদনকারীকে ঐ ইউনিট/উপ-ইউনিটের জন্য আবেদন ফি জমা দিতে হবে।
ঢাবি প্রবেশপত্র ডাউনলোড প্রক্রিয়া
- প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট admission.eis.du.ac.bd তে প্রবেশ করতে হবে।
- অপশনে ক্লিক করতে হবে।
- User ID ও Password প্রদান করে লগইন করতে হবে।
- তারপর প্রবেশপত্র ডাউনলোড অপশনে ক্লিক করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রবেশপত্র ডাউনলোড পিডিএফ আকারে ডাউনলোড করতে হবে।