আগামী মাসে স্যামসাং তার পরিকল্পিত গ্যালাক্সি S9 লঞ্চ ইভেন্টে আমন্ত্রণ জানায় TheVerge কে, যা বার্সেলোনায় ২5 শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আমরা জানতাম যে স্যামসাং স্পেনের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস কনফারেন্সের জন্য তার পরবর্তী ফ্ল্যাশশিপ স্মার্টফোন প্রস্তুত করছে, যা আনুষ্ঠানিকভাবে ২৫ ফেব্রুয়ারি থেকে মার্চ 1 মার্চ পর্যন্ত চলবে।
ইভেন্টটি লাইভ স্যামসাংয়ের ওয়েবসাইটের মাধ্যমে প্রচারিত হবে।
আমন্ত্রন পত্রে যা লিখা ছিলো ঃ
“Camera, reimagined,”