টাস্কবারে নিজের নাম লিখুন !

by Secret Cyber Spy

আজ আপনাদের জন্য ছোট্ট একটা পিসি টিপস নিয়ে এলাম।আমরা প্রত্যেকেই নিজেদের পিসিকে বিভিন্নভাবে সুন্দর করে উপস্থাপন করে থাকি।উইন্ডোজের Username তো আমরা সবাই Change করতে পারি।আজ আমি আপনাদের জানাবো কিভাবে টাস্কবারে নিজের নাম লিখবেন।

টাস্কবারের নাম লেখার জন্য নিচের ছবির মতো Start মেনু থেকে Control Panel এ যাবেন।

Control Panel এ Regional & Language Option এ ক্লিক করুন।নিচের ছবিটি লক্ষ্য করুন।

এবার নিচের ছবির মতো একটি বক্স আপনার উইন্ডোতে আসবে।আপনি Customize বাটনে ক্লিক করুন।


তারপর আবার,নিচের ছবির মতো Time সিলেক্ট করে, AM ও PM এর পাশে নিজের নাম লিখে ok বাটনে ক্লিক করুন।

এখন,নিচের ছবির মতোই টাস্কবারে আপনার নাম দেখা যাবে।


◍সবাইকে কষ্ট করে পোস্টটা পড়ার জন্য ধন্যবাদ।◍ 😛

পোস্টটি ভালো লাগলে আমার ফেসবুক Fan Page এ লাইক দিয়ে আওয়াজ দিন 😀

Facebook Fan-page : Secret Cyber Spy

Sponsored Products

আরো দেখুন


EduportalBD Mobile App

Official mobile app by Eduportalbd.com. Get EIIN number, EMIS code, contact info, address, and tons of other information about any educational institutions in 5 countries.

App download Call to Action