নোয়াখালী বিজ্ঞান-ও-প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০১৯-২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক/স্নাতক(সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আবেদন পদ্ধতি ২০১৯-২০২০
by saif71 ⋅
Last Updated :
September 5, 2019 | 05:58 PM
আবেদনের পদ্ধতি
ভর্তি পরীক্ষার আবেদনের জন্য প্রথমেই নোয়াখালী বিজ্ঞান-ও-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এডমিশন ওয়েবসাইট https://nstu.admission.online/ – এ প্রবেশ করতে হবে। Admission পেইজ এ প্রবেশ করার পর হোম স্ক্রিন আসবে।
এবার বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিক/সমমান – এই অংশের আবেদন বাটনে ক্লিক করুন (Figure 2)।
উচ্চমাধ্যমিক/সমমান এর বরাবর থাকা রোল, রেজিস্ট্রেশন নাম্বার, পাশের বছর ও বোর্ড উল্লেখ করুন।
পাশের সাল সিলেক্ট করুন লিখা ঘরে ক্লিক করে ড্রপ ডাউন মেনু বের করুন এবং আপনার পাশের সাল সিলেক্ট করে দিন। এবার ঠিক একই ভাবে
বোর্ড সিলেক্ট করুন লিখা ঘরে ক্লিক করে ড্রপ ডাউন মেনু বের করুন এবং আপনার যে বোর্ড, লিস্ট থেকে সেটিতে ক্লিক করে বোর্ড সিলেক্ট করুন।
মাধ্যমিক/সমমান এর বরাবর থাকা রোল, রেজিস্ট্রেশন নাম্বার, পাশের বছর ও বোর্ড এর ঘর গুলো ঠিক আগের নিয়ম অনুসরণ করে পূরণ করুন।
এবার উইন্ডোর নিচের দিকে থাকা **অগ্রসর হোন** বাটনে ক্লিক করুন। নিচের মত একটি উইন্ডো স্ক্রিনে দেখতে পাবেন (Figure 4)।
Figure 4
এই পেইজে আপনার মোবাইল নাম্বার উল্লেখ সহ ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে।
প্রার্থীর ছবি
ছবি অবশ্যই JPG. ফরমেট হতে হবে যার আয়তন ৩০০x৩০০ পিক্সেল এবং ফাইল সাইজ ১০০ কিলোবাইটের মধ্যে সীমাবদ্ধ থাকবে। ছবি আপলোড করতে প্রার্থীর ছবি এর নিচে থাকা ঘরে **Choose File** বাটনে ক্লিক করুন, আপনার ছবিটি লোকেট করে দিন এবং Open বাটনে ক্লিক করুন।
এবার ঠিক একইভাবে আপনার স্বাক্ষর এর ছবিটি আপলোড করুন। স্বাক্ষর এর ছবিটি JPG. ফরমেট হতে হবে যার আয়তন হবে ৩০০x৮০ পিক্সেল এবং ফাইল সাইজ ৬০ কিলোবাইটের মধ্যে সীমাবদ্ধ থাকবে। প্রার্থীর স্বাক্ষর এর নিচে থাকা ঘরে **Choose File** বাটনে ক্লিক করুন, আপনার স্বাক্ষরের ছবিটি লোকেট করে দিন এবং Open বাটনে ক্লিক করুন (Figure 7)
Figure 7
Choose File> Click on signature Image>Open**(Figure 7)**
স্বাক্ষর আপলোড সম্পন্ন হলে নিচের মত উইন্ডো দেখা যাবে। (Figure 8)
উইন্ডোর নিচের দিকে রয়েছে কোটা নামে একটি অংশ। যদি আপনার কোন কোটা থাকে তবে সেই কোটার পাশে ক্লিক করে টিক চিহ্ন দিন। আর যদি আপনার ক্ষেত্রে কোন কোটা প্রযোজ্য না হয়ে থাকে তবে প্রযোজ্য নয় এর পাশে ক্লিক করে টিক দিন। Figure 9 দেখুন।
উইন্ডোর নিচের দিকে থাকা ডিক্লারেশন নামে একটি অংশ রয়েছে। এখানে আমি নিশ্চিত যে, এই পৃষ্ঠায় আমার সমস্ত তথ্য সঠিক**।** এই লাইনটির পাশে থাকা রেডিও বাটনে ক্লিক করে টিক চিহ্ন দিন। (Figure 10)
Figure 10
এবার উইন্ডোর একেবারে নিচের দিকে থাকা Save and Continue বাটনে ক্লিক করুন। নিচের মত উইন্ডো দেখাবে স্ক্রিনে। Figure 11 এ দেখুন।
Figure 11
এবার যে ইউনিটে আবেদন করতে চান সেই ইউনিটের পাশে থাকা আবেদন বাটনে ক্লিক করুন। Figure 12 দেখুন।
ট্রানজেকশন আইডি- এখানে bkash/Rocket এর ট্রানজেকশন আইডি টাইপ করুন।
উচ্চমাধ্যমিক রেজিস্ট্রেশন নাম্বার- এখানে উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করুন।
পরীক্ষার ভার্সন- পরীক্ষার ভার্সন (বাংলা/ইংলিশ) এখান থেকে নির্বাচন করুন।
Figure 14
সবগুলো ঘর পূরণ করার পর নিচের দিকে থাকা সাবমিট বাটনে ক্লিক করুন। একটি কনফার্মেশন বক্স (Figure 15) আসবে সেখানে **Confirm** বাটনে ক্লিক করুন।
Figure 15
Confirm বাটনে ক্লিক করার পর Application is successfully submitted দেখাবে। (Figure 16)
Figure 16
আপনার আবেদন সফলভাবে জমা হয়েছে। আবেদনের সময় দেয়া আপনার মোবাইল নাম্বারটিতে একটি কনফার্মেশন এসএম এস যাবে। এবার নিচের দিকে থাকা **ফিরে চলুন** বাটনে ক্লিক করুন। নিচের মত (Figure 17) উইন্ডোটি স্ক্রিনে দেখতে পাবেন।
Figure 17
এবার লগ আউট বাটনে ক্লিক করে সাইট থেকে বেড়িয়ে আসুন। Figure 18 দেখুন।
এডমিট কার্ড ডাউনলোডের তারিখ ঘোষনার পর আবেদনকারী, বিশ্ববিদ্যালয়ের এডমিশন সাইট https://nstu.admission.online/ – এ প্রবেশ করে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এজন্য আবেদনকারীকে প্রথমে হোম পেইজ থেকে লগইন করতে হবে। হোম > আবেদনকারীর লগইন
স্ক্রিনে Figure 22 এর মত একটি উইন্ডো আসবে । ড্যাশবোর্ডের উপরের দিকে যে ইউনিটে আবেদন করা হয়েছে তার বরাবর এডমিট কার্ড কলামে সবুজ রঙের ডাউনলোড বাটন থাকবে।
Official mobile app by Eduportalbd.com. Get EIIN number, EMIS code, contact info, address, and tons of other information about any educational institutions in 5 countries.