নৈপুণ্য(বিষয়ভিত্তিক মূল্যায়ন অ্যাপ্লিকেশন) অ্যাপ সম্পর্কিত সাধারণ প্রশ্ন এবং উত্তর।

by EduportalBD Team ⋅ Last Updated :
November 7, 2023 | 06:00 PM

LAST UPDATED: NOV 09, 2023

নৈপুণ্য অ্যাপ নতুন শিক্ষা পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়নের তথ্য নির্ভুলভাবে সংরক্ষণ ও রিপোর্ট বানানোর জন্য তৈরি করা হয়েছে । যা এই বছর শুধুমাত্র ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়ন এর তথ্য থাকলে ও আগামী বছর হতে আরও ৭টি শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়ন এই অ্যাপ এর মাধ্যমে করা হবে বলে জানানো হয়েছে। যা ৮ই নভেম্বর ২০২৩ সাল এর মধ্যে সকল প্রতিষ্ঠানকে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে । নিম্নে এর অ্যাপ সম্পর্কিত সাধারণ প্রশ্নসমূহের উত্তর দেয়ার চেষ্টা করে হয়েছে।

প্রধান শিক্ষকের পিডিএস আইডি না থাকলে নৈপুণ্য ওয়েবে কীভাবে যুক্ত হবেন ?

login link

প্রথমে master.noipunno.com এ গিয়ে উপরের ছবিতে চিহ্নিত লেখাটিকে ক্লিক করতে হবে। এতে করে একটি গুগোল ফর্ম আসবে নিচের ছবির মত। এই ফর্মটি সঠিক তথ্য দিয়ে ফিলআপ করতে হবে। এরপর কিছুসময় এর মধ্যে আপনার এসএমএসটি আপনি পেয়ে যাবেন । কিছু কিছু সময় এসএমএস আসতে বেশ কিছুটা সময় লাগে তখন অনুগ্রহ করে অপেক্ষা করবেন।

form screenshot

যেসকল স্কুল/মাদ্রাসা এর EIIN নাম্বার নেই তারা কি "নৈপুণ্য" অ্যাপ এ যুক্ত হতে পারবে না?

এসকল প্রতিষ্ঠানকে "নৈপুণ্য" অ্যাপ এ যুক্ত হতে হলে কর্তৃপক্ষের এ বিষয়ে নির্দেশনার অপেক্ষা করতে হবে। বাংলাদেশ এর সকল স্কুল , কলেজ, মাদ্রাসা , বিশ্ববিদ্যালয় এর EIIN বের করতে দেখুন আমদের এই গাইডটি

যে সকল প্রাথমিক বিদ্যালয় এ ষষ্ঠ-অষ্টম শ্রেণি এর ক্লাস করানো হয় কিন্তু প্রধান শিক্ষক এর পিডিএস(PDS) নাম্বার নেই তারা কিভাবে লগইন করবে ?

এই বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর নির্দেশনার জন্য অপেক্ষা করতে হবে।

নতুনভাবে জাতীয়করণকৃত মাধ্যমিক বিদ্যালয়ে অথবা যেসকল স্কুল এ প্রধানশিক্ষক না থাকায় ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক এর পিডিএস এর মাধ্যমে লগ ইন করতে না পারলে কি করতে হবে ?

Web-capture-8-11-2023-161447-accounts-noipunno-gov-bd

প্রথমে master.noipunno.com এ গিয়ে উপরের ছবিতে চিহ্নিত লেখাটিকে ক্লিক করতে হবে। এতে করে একটি গুগোল ফর্ম আসবে নিচের ছবির মত। এরপর তথ্যপূরন করতে হবে এবং নিচের ছবিতে চিহ্নিত স্থানে "ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক" সিলেক্ট করে নিম্নে "প্রধান শিক্ষকের PDSID" তে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এর পিডিএস আইডি দিয়ে ফর্মটি ফিলআপ করবে।

login form

লগইন এর সময় "403 Error" আসলে কি করতে হবে ?

এটি মূলত ইন্টারনেট সম্পর্কিত সমস্যা । দয়া করে আপনার ইন্টারনেট কানেকশন চেক করুন ।

গুগল ফর্ম ফিলাপ করার পর কখন ইউজার আইডি এবং পিন আসবে? অথবা ইউজার আইডি ও পিন প্রধান শিক্ষকের মোবাইল এ না আসলে কি করতে হবে ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন । আবেদনকারী সকল প্রতিষ্ঠান এর প্রধান শিক্ষক এসএমএস এর মাধ্যমে ইউজার আইডি এবং পিন পেয়ে যাবেন । মূলত ফর্ম ফিল আপ করার পর সকল তথ্য যাছাই-বাছাই করে তারপর মেসেজ পাঠানো হয় তাই বেশ কিছুটা সময় লাগে । এর ফলে মেসেজ আসার জন্য অপেক্ষা করতে হয় ।

প্রধান শিক্ষক এর ইমেইল ও মোবাইল নাম্বার এডিট করতে না পারলে কি করতে হবে?

লগিন অবস্থায় অন্যান্য কাজসমূহ সম্পন্ন করুন । একটি নির্দিষ্ট সময় পর এডিট করতে পারবেন ।

কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ইউজার আইডি কবে আসবে?

এই বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষা করতে হবে।

টেকনিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ইউজার আইডি কবে আসবে?

টেকনিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য "নৈপুণ্য" অ্যাপ ব্যবহার করার এখন পর্যন্ত প্রয়োজন নেই।

৮ নভেম্বর ২০২৩ এর পরে কি ডাটা আপলোড করে যাবে "নৈপুণ্য" অ্যাপ এ ?

জী। ৮ নভেম্বর ২০২৩ এর পর পরবর্তী ঘোষণা দেয়া পর্যন্ত ডাটা আপলোড করা যাবে।

শ্রেণি শিক্ষক বা বিষয় ভিত্তিক সহকারী শিক্ষক হিসেবে লগ ইন করতে কী করণীয় ?

প্রতিষ্ঠানিক পর্যায়ে রেজিস্ট্রেশন শেষ হবার পর এই বিষয়ে পরবর্তীতে জানানো হবে।

মোবাইলে "নৈপুণ্য" অ্যাপ ডাউনলোড করবো কিভাবে ?

এখনও "নৈপুণ্য" অ্যাপ প্রকাশ করা হইনি । এখন শুধু মাত্র ওয়েবসাইট এর মাধ্যমে ডাটা আপলোড করা যায়।

"Server not found" এই মেসেজ আসলে কি করব ?

এটি মূলত ইন্টারনেট সম্পর্কিত সমস্যা । কিচ্ছুক্ষন অপেক্ষা করে আবার চেষ্টা করুন।

পিন ভুলে গিয়েছি তাই OTP দিয়ে লগ ইন করার চেষ্টা করেছি কিন্তু "Pin Expaired" দেখাচ্ছে কি করবো ?

OTP পাওয়ার ৫মিনিট এর মধ্যে পিন রিসেট করতে হবে ।

এসএমএস না পেলে কোথায় যোগাযোগ করবো?

এসএমএস না আসলে কোথাও যোগাযোগ করার প্রয়োজন নেই । অপেক্ষা করুন সকল তথ্য যাচাই-বাছাই করে এসএমএস পাঠানো হবে।

নৈপুণ্য অ্যাপ সম্পর্কিত যেকোনো তথ্য পেতে কল করতে পারেন নিচে দেয়া এই জেলা ভিত্তিক নাম্বার লিস্ট থেকে।

জেলার নামফোন নাম্বার
Bagerhat01712686816
Bandarban01739345878
Barguna01718165920
Barishal01757585992
Bhola01734056847
Bogura01833794124
Brahmanbaria01601936561
Chadpur01913634550
Chattogram01818127133
Chuadanga01716104202
Cox'Sbazar01973276887
Cumilla01647373757
Dhaka01716158247
Dinajpur01728866484
Faridpur01721001255
Feni01717881084
Gaibandha01717016140
Gazipur01721996637
Gopalganj01711222934
Habigonj01711910016
Jamalpur01712725461
Jashore01936011102
Jhalokathi01709902366
Jhenaidah01716107577
Joypurhat01916316160
Khagrachari01556771555
Khulna01717006910
Kishoreganj01751626679
Kurigram01717171741
Kushtia01719478426
Lakshmipur01717296128
Lalmonirhat01719068960
Madaripur01712783910
Magura01728295889
Manikganj01713524370
Meherpur01919131700
Moulvibazar01711476895
Munshiganj01675490005
Mymensingh01720682500
Naogaon01728460001
Narail01730192742
Narayanganj01678713808
Narsingdi01710256184
Natore01783070308
Chapai Nawabganj01737272308
Netrakona01711129709
Nilphamari01722678553
Noakhali01815325323
Pabna01710797868
Panchagarh01723209721
Patuakhali01712414079
Pirojpur01740583292
Rajbari01711289908
Rajshahi01718062020
Rangamati01827185395
Rangpur01717590967
Satkhira01733163895
Shariatpur01989957364
Sherpur01712896905
Sirajganj01737230904
Sunamganj01740919202
Sylhet01712961892
Tangail01746239237
Thakurgaon01714569650
নৈপুণ্য(বিষয়ভিত্তিক মূল্যায়ন অ্যাপ্লিকেশন) অ্যাপ সম্পর্কিত সাধারণ প্রশ্ন এবং উত্তর।

Sponsored Products

আরো দেখুন


EduportalBD Mobile App

Official mobile app by Eduportalbd.com. Get EIIN number, EMIS code, contact info, address, and tons of other information about any educational institutions in 5 countries.

App download Call to Action