শাহজালাল বিজ্ঞান-ও-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি তারিখ ঘোষণা

by তৌফিক ⋅ Last Updated :
July 25, 2012 | 07:40 AM

সিলেটের শাহজালাল বিজ্ঞান-ও-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারে ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৭ ও ২৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে।
আজ বুধবার ভারপ্রাপ্ত উপাচার্য মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে ডিনস কমিটির সভায় এ তারিখ নির্ধারণ করা হয়।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস জানান, ভর্তি পরীক্ষার ন্যূনতম যোগ্যতা, পরীক্ষার ফিসহ অন্যান্য বিষয়ে আগামী ৫ আগস্ট একাডেমিক কাউন্সিলের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সকল ভর্তি যোদ্ধারা তৈরী হয়ে যান।যুদ্ধ অনিবার্য! 😎

Sponsored Products

আরো দেখুন


EduportalBD Mobile App

Official mobile app by Eduportalbd.com. Get EIIN number, EMIS code, contact info, address, and tons of other information about any educational institutions in 5 countries.

App download Call to Action