Google সম্পর্কে ১১ টি অজানা তথ্য

by saif71 ⋅ Last Updated :
May 9, 2020 | 06:12 PM

Google যে কি পরিমান কাজের তা নতুন করে বলা আর অ্যাডভান্স লেভেলের আতলামি একই কথা। গুগোল সম্পর্কে আমরা অনেক কিছুই জানি, কিন্তু গুগোল সম্পর্কে আজকে Eduportalbd এর মাধ্যমে আপনাদের এমন কিছু তথ্য জানাবো যেগুলো হয়তোবা আপনি জানেন না।

১। Google নামটি মুলত একটি অনিচ্ছাকৃত ভুলের ফসল, মুল বানানটি ছিলো Googol ।

২। গুগোল তাদের কর্মচারীদের মোট অফিস সময়ের ২০% নিজেদের ইচ্ছামত কাজ করতে বলা হয়। Google Reader, Google News, Orkut এবং Google Plus এর বেশ কিছু গুরুত্বপূর্ন ফিচার কর্মচারীদের এই ২০% সময় নষ্ট করার ফসল।

৩। গুগোল এর প্রথম অফিস ছিলো একটি পরিত্যাক্ত গাড়ীর গ্যারেজে। এটি অবস্থিত ছিলো California এর Menlo Park এ। প্রথম কর্মচারী ছিলেন

Craig Silverstein ।

৪। প্রথম অবস্থায় গুগোল এর কোনো সার্চ বাটন ছিলো না। কি বোর্ড এর Enter বাটন চেপে সার্চ করতে হত।

৫। জনপ্রিয় সার্ভিস Google Earth মুলত আমেরিকার Central Intelligence Agency (CIA) দ্বারা প্রতিষ্ঠিত। এটি গোপনিয়ভাবে প্রতিনিয়ত ব্যবহারকারীরা কোন কোন জায়গা সার্চ করছে সে ব্যাপারে তথ্য সংগ্রহ করে থাকে। (তথ্য সুত্রঃ উইকিলিক্‌স)

৬। টুইটারে গুগোল এর প্রথম টুইট ছিলোঃ “I’m 01100110 01100101 01100101 01101100 01101001 01101110 01100111 00100000 0110110001110101 01100011 01101011 01111001 00001010.”

এটি I’m Feeling Lucky এর বাইনারী কোড রুপ।

৭। Google এর সহজ সরল সাদা মাটা হোমপেজের ডিজানের কারণ মুলত Larry Page ও Sergey Brin HTML তেমন ভালো পারতেন না। 😛

৮। সম্প্রতি Google একটি California Grazing নামের কোম্পানি থেকে ছাগল ভাড়া নেয় । (মজা করসি না)। Google হেড অফিসের লনের ঘাস পরিষ্কারের জন্যই এই ২০০ ছাগল ভাড়া নেয়া।

৯। Google তার কর্মচারীদের খাবারের ব্যাপারে খুব সচেতন। তাই অফিসে প্রতি ২০ জনের জন্য একটি করে মাইক্রো কিচেন এর ব্যবস্থা করা আছে।

১০। Google এর প্রথম Doodle ছিলো এটি।

১১। Google এর ব্যবসার মুলনীতি হলো

  • “সোজা পথে থেকেও অর্থ উপার্জন সম্ভব (you can make money without doing evil)”
  • “সুট বুট না পরলেও আপনি সিরিয়াস হতে পারবেন (you can be serious without a
    suit)”
  • “অবশ্যই চ্যালেঞ্জিং হতে হবে, এবং চ্যালেঞ্জ অবশ্যই মজার হতে হবে (work should be challenging and the challenge should be fun.) “

আরো কোন তথ্য যদি কারো জানা থাকে তবে অবশ্যই জানাবেন।

আমাদের ফেসবুক পেইজ: eduportalbd

Google সম্পর্কে ১১ টি অজানা তথ্য

Sponsored Products

আরো দেখুন


Articles from partners

    EduportalBD Mobile App

    Official mobile app by Eduportalbd.com. Get EIIN number, EMIS code, contact info, address, and tons of other information about any educational institutions in 5 countries.

    App download Call to Action