কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় EIIN না পেলে যা করবেন । [Official Guide]

by Kaif Hossain ⋅ Last Updated :
September 12, 2022 | 08:29 PM

Table of contents

Open Table of contents

ইআইআইএন(EIIN) নাম্বার কি?

EIIN নাম্বার হল এডুকেশনাল ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নম্বর। ইআইআইএন(EIIN)নাম্বার প্রতিটি প্রতিষ্ঠানের জন্য পৃথক হয়। এটি অন্যান্য প্রতিষ্ঠানকে পৃথক করতে ব্যবহৃত হয়।এটি প্রতিটি প্রতিষ্ঠানকে একে অপরের থেকে আলাদা করে চিনতে ব্যাবহার করা হয়

সরকারি প্রাইমারী স্কুল এর EIIN নাম্বার হয় না? কেন সরকারি প্রাইমারী স্কুল এর EIIN নাম্বার পাওয়া যায় না?

সকল সরকারি প্রাথমিক স্কুল EIIN নাম্বার হয় না। মূলত সরকারি প্রাথমিক স্কুল এর EMIS Code হয়।

সরকারি প্রাইমারী স্কুল এর EIIN/EMIS Code কেনো প্রয়োজন?

শিক্ষার্থীদের ইউনিক আইডি এর ফর্ম ফিল আপ এর জন্য প্রাইমারী স্কুল এর ইআইআইএন(EIIN)/EMIS Code নাম্বার প্রয়োজন । ইউনিক আইডি ফর্ম এর পূর্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠান এর পিএসসি/সমমান অংশের শিক্ষাপ্রতিষ্ঠান এর ইআইআইএন অংশে প্রয়োজন হয় ।

কোন সরকারি প্রাইমারী স্কুল এর EIIN/EMIS Code না পেলে কি করবেন?

1. আমদের অফিসিয়াল ওয়েবসাইট এ খুঁজুন

যেকোন সরকারি প্রাথমিক স্কুল এর ইআইআইএন(EIIN)নাম্বার সন্ধানের জন্য সমস্ত সরকারি প্রাথমিক স্কুলের তালিকা পেতে এখানে ক্লিক করুন তারপর সার্চ বক্স এ স্কুলটির নাম টাইপ করুন।

অথবা আমদের এই ভিডিও গাইডটি দেখতে পারেন। কিভাবে বাংলাদেশ এর সকল সরকারি প্রাইমারী স্কুল এর EIIN নাম্বার খুঁজে পাবেন।

2. আমাদের অফিসিয়াল গ্রুপ এ পোস্ট করুন

নিম্নে উল্লেখিত তথ্যসমুহ দিয়ে আমাদের EduportalBD এর অফিশিয়াল ফেসবুক গ্রুপ এ পোস্ট করবেন।

Group Link: Educational Info by Eduportalbd.com [Official]

নিম্নে উদাহরণস্বরূপ একটি ছবি দেয়া হয়েছে সুবিধার জন্য.

Eiin

আশা করছি আমদের কোন প্রতিনিধি অথবা গ্রুপ মেম্বাররা আপনার কাঙ্ক্ষিত স্কুল এর EIIN টি পেতে সাহায্য করবে।

3. স্কুল এর শিক্ষকদের সাথে যোগাযোগ করুন

আপনার স্কুল এর শিক্ষকদের সাথে EIIN নাম্বার এর বিষয়ক তথ্য সংগ্রহ করার চেষ্টা করবেন ।

আরও সহজে বাংলাদেশের যেকোনো স্কুল, কলেজ, মাদ্রাসা, সরকারি প্রাইমারি স্কুল এর EIIN নাম্বার এবং অন্যান্য তথ্য খুজে পেতে ডাউনলোড করুন আমাদের অফিসিয়াল মোবাইল অ্যাপ।

কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় EIIN না পেলে যা করবেন । [Official Guide]

Sponsored Products

আরো দেখুন


EduportalBD Mobile App

Official mobile app by Eduportalbd.com. Get EIIN number, EMIS code, contact info, address, and tons of other information about any educational institutions in 5 countries.

App download Call to Action