মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (ডিএসএইচই) সিদ্ধান্ত নিয়েছে চলতি বছরের এসএসসি পরীক্ষা আগস্টে অনুষ্ঠিত হবে। গত ৩ জুলাই অনুষ্ঠিত আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
কমিটির চেয়ারম্যান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, বন্যা পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে আগস্টে এসএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
তবে এসএসসি ও সমমানের পরীক্ষার নতুন রুটিন ১০ জুলাইয়ের পর প্রকাশ করা হবে। এইচএসসি পরীক্ষাও বিলম্বিত হবে বলে নিশ্চিত করেছেন অধ্যাপক তপন।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ১৯ জুন। তবে দেশের বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতি বিবেচনায় ১৭ জুন পরীক্ষা স্থগিত করা হয়।
গত ২৭ এপ্রিল আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি ১৯ জুন থেকে পরীক্ষা শুরুর সময়সূচি ঘোষণা করে।