সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি

by EduportalBD Team ⋅ Last Updated :
December 10, 2022 | 08:55 PM

Table of Contents

Open Table of Contents

অনলাইনে ভর্তির আবেদন গ্রহন

০৭ ডিসেম্বর,২০২২ দিবাগত রাত ১২: ০১ টা থেকে ১১ ডিসেম্বর,২০২২ রাত ১২:০০ টা পর্যন্ত । প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.sjs.edu.bd তে অথবা www.admission.sjs.edu.bd এই লিঙ্কে ক্লিক করে ভর্তি প্রক্রিয়ার খরচ বাবদ Bkash/Nagad/Rocket/Nexus/MTBL/Visa card/Master Card এর মাধ্যমে (চার্জ ব্যতীত) ৩০০/- টাকা (অফেরতযোগ্য) এবং প্রয়োজনীয় তথ্য প্রদান সাপেক্ষে আবেদনপত্র সাবমিট করতে হবে। উল্লেখ্য,কোনো ভুল তথ্য প্রদান করলে অথবা আবেদনপত্র অসম্পূর্ণ থাকলে তা বাতিল বলে গণ্য হবে।

ভর্তি প্রক্রিয়া

ভর্তি প্রক্রিয়ার লিখিত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বর এবং এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ভিত্তিতে নির্বাচন করা হবে।

লিখিত পরীক্ষার বিষয়

  • বিজ্ঞান বিভাগ: ইংরেজি -পদার্থবিজ্ঞান - রসায়ন - উচ্চতর গণিত - জীববিজ্ঞান
  • ব্যবসায় শিক্ষা বিভাগ: ইংরেজি - হিসাববিজ্ঞান - ফিন্যান্স ও ব্যাংকিং - ব্যবসায় উদ্যোগ
  • মানবিক বিভাগ: বাংলা - ইংরেজি - সাধারণ জ্ঞান (ভূগোল ও পরিবেশ, ইতিহাস ও বিশ্বসভ্যতা, অর্থনীতি ও পৌরনীতি)

বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে

বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বা মানবিক বিভাগে আসতে চাইলে তাদেরকে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিতে হবে।

ব্যবসায়ী শিক্ষা থেকে মানবিক বিভাগে আসতে চাইলে তাদেরকে ব্যবসায়ী শিক্ষা বিভাগে পরীক্ষা দিতে হবে।

লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ

১৫ এবং ১৭ ডিসেম্বর, ২০২২ সকাল ০৮:৩০ থেকে বিকাল ০৫:০০ টা (প্রবেশ পত্রে উল্লিখিত

সময় অনূযায়ী চূড়ান্ত মনোনয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য কলেজে উপস্থিত থাকতে হবে)।

ভর্তি পরীক্ষার সময় অবশ্যই আনতে হবে

ক) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অ্যাডমিট কার্ড

খ) এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ও অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টের ইন্টারনেট কপি

ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

মেধা তালিকা, অপেক্ষমান তালিকা এবং ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট

( www.sjs.edu.bd ) এবং কলেজ নোটিস বোর্ডে পাওয়া যাবে।

বিশেষ দ্রষ্টব্য

  • ভর্তির পরে ছাত্রকে অবশ্যই কলেজ নির্ধারিত ইউনিফর্ম পরিধান করতে হবে।
  • নিয়মিত কলস-পরাকটিক্যাল করতে অনিচ্ছুক, প্রতিষ্ঠানের নিয়মাবলি পালনে অনাগ্রহী এবং ধূমপায়ীদের আবেদন করার প্রয়োজন নেই।
  • হেল্পলাইন: ০১৩০৯১০৮২৫৯ এবং ০১৮৬৯৭৫৭৫৬৫ (প্রতিদিন সকাল ০৯:০০-দুপুর ০২:০০টা পর্যন্ত)
  • সর্বশেষ তথ্যের জন্য নিয়মিত কলেজ ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং সকল ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি

Sponsored Products

আরো দেখুন


EduportalBD Mobile App

Official mobile app by Eduportalbd.com. Get EIIN number, EMIS code, contact info, address, and tons of other information about any educational institutions in 5 countries.

App download Call to Action