ঢাকার সেরা ১০টি পাবলিক লাইব্রেরি যেখানে নিশ্চিন্তে বই পড়তে পারবেন

by Refat Shahriear

LAST UPDATED: OCT 5, 2023

অবসর বিনোদনের একটি অন্যতম মাধ্যম বই পড়া। বিনোদন ছাড়াও জ্ঞান অর্জনে বইয়ের বিকল্প নেই। এক্ষেত্রে বইপ্রেমিদের প্রথম পছন্দ থাকে বিভিন্ন পাবলিক লাইব্রেরি। যেখানে অসংখ্য বইয়ের সম্ভার থেকে পছন্দের বিষয়ে এবং বিনামূল্যে বই পড়া যায়। এছাড়াও আছে বই ধার করে পড়ারও সুবিধা। তেমনি ঢাকার সেরা ১০টি পাবলিক লাইব্রেরি নিয়ে এ লেখাটি, যেখানে নিশ্চিন্তে পড়তে পারবেন আপনার পছন্দের বই।

Table of contents

Open Table of contents

ঢাকার সেরা ১০টি পাবলিক লাইব্রেরি-

একনজরে ঢাকার সেরা ১০ টি পাবলিক লাইব্রেরির তালিকা, যেখানে আপনার চাহিদা অনুযায়ী বিভিন্ন বিষয়ে পড়তে পারেন বই-

১. বাতিঘর লাইব্রেরি।
২. বেঙ্গল বই।
৩. পাঠক সমাবেশ কেন্দ্র।
৪. দীপনপুর লাইব্রেরি।
৫. বিশ্বসাহিত্য কেন্দ্র লাইব্রেরি।
৬. সুফিয়া কামাল কেন্দ্রীয় গণগ্রন্থাগার।
৭. ইসলামিক ফাউন্ডেশন লাইব্রেরি ।
৮. ব্রিটিশ কউন্সিল লাইব্রেরি ।
৯. ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার ।
১০. উত্তরা পাবলিক লাইব্রেরি।

১. বাতিঘর লাইব্রেরি

বাতিঘর লাইব্রেরি ঢাকার একটি বৃহত্তম বুকশপ এবং লাইব্রেরি, যাকে বইয়ের স্বর্গের সাথে তুলনা করা হয়।
ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও সিলেটে তাদের শাখা রয়েছে। এখানে বিভিন্ন বিদেশি লেখকদের বইয়ের অনুবাদও সহজলভ্য।

২. বেঙ্গল বই

বেঙ্গল বই ঢাকার আরেকটি দৃষ্টিনন্দন লাইব্রেরি। মূলত বই বিক্রির বাণিজ্যিক উদ্দেশ্য নিয়ে বেঙ্গল বই এর কার্যক্রম শুরু হলেও এখানে বই পড়া যায় সম্পূর্ণ বিনামূল্যে। প্রায় ৪০ হাজার বই এর সংগ্রহশালা থেকে আপনার পছন্দ অনুযায়ী বই পড়তে পারেন।

৩. পাঠক সমাবেশ কেন্দ্র

পাঠক সমাবেশ কেন্দ্র, ঢাকায় অল্প সময়ের ভেতর জনপ্রিয় হওয়া একটি লাইব্রেরি। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এ লাইব্রেরিটিতে রয়েছে লক্ষাধিক বইয়ের সম্ভার। আপনার পছন্দের সকল বিষয়ের বই এখানে পড়তে পারেন। এছাড়াও এখানে আছে একটি ক্যাফে ও প্রকাশনা অফিস।

৪. দীপনপুর লাইব্রেরি

জনপ্রিয় লেখক ও প্রকাশক ফয়সাল আরেফিন দীপন এর স্মরণে ঢাকায় তৈরি হয় দীপনপুর লাইব্রেরি। শীতাতপ নিয়ন্ত্রিত এ লাইব্রেরিতে সম্পূর্ণ বিনামূল্যে বই পড়তে পারবেন। এ লাইব্রেরিতে কোন সদস্য কার্ডেরও প্রয়োজন হয় না। এছাড়াও রয়েছে আলাদা শিশু কর্নার এবং মিলনায়তন।

৫. বিশ্বসাহিত্য কেন্দ্র লাইব্রেরি।

বিশ্বসাহিত্য কেন্দ্র নামটি সকলের কাছেই পরিচিত। বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এ লাইব্রেরিটি মূলত শিশু- কিশোরদের বই পড়ার প্রতি আগ্রহ জাগাতে তৈরি করেন। এখন সকল শ্রেণি পেশার মানুষের কাছেই লাইব্রেরিটি বেশ জনপ্রিয়। এছাড়া তাদের রয়েছে ভ্রাম্যমাণ লাইব্রেরি, যেখান থেকে সদস্য কার্ড থাকা সাপেক্ষে বই সংগ্রহ করা যায়।

৬. সুফিয়া কামাল কেন্দ্রীয় গণগ্রন্থাগার।

সুফিয়া কামাল কেন্দ্রীয় গণগ্রন্থাগার বা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি, দেশের বৃহত্তম এবং জাতীয় লাইব্রেরি।
এই গ্রন্থাগারটিতে বিভিন্ন সমসাময়িক বইয়ের পাশাপাশি বিভিন্ন দুষ্প্রাপ্য বইও রয়েছে। এখানে সবমিলিয়ে পাঁচ লক্ষাধিক বইয়ের সংগ্রহ রয়েছে। যেখান থেকে সহজেই আপনার পছন্দের বই পড়তে পাড়বেন।

৭. ইসলামিক ফাউন্ডেশন লাইব্রেরি ।

ইসলামিক ফাউন্ডেশন লাইব্রেরি, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠিত ঢাকার বৃহত্তম ইসলামিক পাবলিক লাইব্রেরি। এখানে প্রায় ছয় হাজার শিরোনামের বিভিন্ন ভাষার ইসলামিক গ্রন্থ রয়েছে। তাই ইসলাম বিষয়ক বইয়ের পাঠকদের প্রথম পছন্দ ইসলামিক ফাউন্ডেশন লাইব্রেরি

৮. ব্রিটিশ কউন্সিল লাইব্রেরি ।

ব্রিটিশ কউন্সিল লাইব্রেরি, ব্রিটিশ কউন্সিল কর্তৃক প্রতিষ্ঠিত একটি অন্যতম লাইব্রেরি। এটি দেশের প্রথম এবং বৃহত্তম অনলাইন লাইব্রেরি, যেখানে আপনি অনলাইনের মাধ্যমেও যুক্ত হয়ে পড়তে পারেন আপনার পছন্দের বই। এছাড়াও বিভিন্ন ইংরেজি বিষয়ের বইও এখানে পাওয়া যায়।

৯. ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার ।

ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার মূলত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব গ্রন্থাগার হলেও সকল শ্রেণি পেশার পাঠকদের জন্য উন্মুক্ত। দেশের বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারগুলোর মাঝে এটি বৃহত্তম। লাইব্রেরি্টিতে প্রায় ৯ লক্ষ বই ও জার্নালের
সংগ্রহ রয়েছে।

১০. উত্তরা পাবলিক লাইব্রেরি।

রাজধানীর উত্তরা এলাকার বইপ্রেমিদের জন্য রয়েছে বৃহত্তর উত্তরা এলাকার “উত্তরা পাবলিক লাইব্রেরি”।মনোরম পরিবেশে অসংখ্য বইয়ের সংগ্রহ থেকে আপনার আপনার পছন্দের বই পড়তে পারেন।

About Author:

Refat Shahriear
Digital Marketing Specialist | Digital Marketing Intern at Metacom Solution | Connect with me at Refat Shahriear

আরো দেখুন


EduportalBD Mobile App

Official mobile app by Eduportalbd.com. Get EIIN number, EMIS code, contact info, address, and tons of other information about any educational institutions in 5 countries.

App download Call to Action