এস.এস.সি.-২০১২ এর ১০ টি শিক্ষা-বোর্ডের পাসের হার ও মোট GPA-5

by তৌফিক ⋅ Last Updated :
May 9, 2012 | 10:21 AM

গতকাল৭ মে,২০১২ তারিখ এস.এস.সি-২০১২ এর ফলাফল প্রকাশিত হয়েছে,যারা ভালো/মোটামুটি রেজাল্ট করে উত্তীর্ণ হয়েছ তাদের সবাইকেই আমার আন্তরিক শুভেচ্ছা। আর যারা পাশ করতে পারেননি তাদের বলব,মন খারাপ করার কিছু নেই, অনেক বড় বড় ব্যাক্তিরা ও ফেল করেছে। :Pমাইক্রোসফট কোম্পানির মালিক বিলগেটসের উক্তিটা মনে আসে না? ” I Failed in some subjects in the exam but my Friend Passed in all. Now he is an Engineer in Microsoft & I am the owner of Microsoft”-(Bill Gates).

যাই হোক, কখনো হতাশ হবেন না।অতীতের কথা ভেবে তো আর লাভ নেই তাই সবসময় বর্তমান ও ভবিষ্যত নিয়ে চিন্তা করবেন।বেশী লেকচার দিয়ে দিলাম,এবার কাজের কথা বলি।আমি আপনাদের এবার SSC-2012 এর ১০ টি শিক্ষবোর্ডের পাসের হার ও মোট GPA-5 এর সংখ্যা জানাবো।

প্রথমেই জানিয়ে দিই বরাবরের মতো এবারও পূর্ব বছরের চেয় এবারের পাসের হার ও GPA-5 এর সংখ্যা বেড়েছে।(হাততালি দিন)

সারা বাংলাদেশে গড় পাসের হার ৮৬.৩৭%

মোট GPA-5 ৮২,২১২ জন।

  • ঢাকা বোর্ডঃ-

পাসের হার ৮৫.৯৫%মোট GPA-5 ২৫,৬২৯ জন।

  • রাজশাহী বোর্ডঃ-

পাসের হার ৮৮.৩৩%মোট GPA-5 ১০,৭২৬ জন।

  • চট্টগ্রাম বোর্ডঃ-

পাসের হার ৭৮.৯৬%মোট GPA-5 ৫,১২১ জন।

  • বরিশাল বোর্ডঃ-

পাসের হার ৮৬.৯৬%মোট GPA-5 ২,৭৩০ জন।

  • সিলেট বোর্ডঃ-

পাসের হার ৯১.৭৮ %মোট GPA-5 ২,৬১১ জন।

  • যশোর বোর্ডঃ-

পাসের হার ৮৭.১৬%মোট GPA-5 ৫,৮২৫ জন।

  • কুমিল্লা বোর্ডঃ-

পাসের হার ৮৫.৬৪%মোট GPA-5 ৫,১৭৯ জন।

  • দিনাজপুর বোর্ডঃ-

পাসের হার ৮৭.১৬%মোট GPA-5 ৭,৪৩১ জন।

  • কারিগরি শিক্ষা বোর্ডঃ-

পাসের হার ৮০.৬৯%মোট GPA-5 ৩,৫২৪ জন।

  • মাদ্রাসা শিক্ষা বোর্ডঃ-

পাসের হার ৮৮.৪৭%মোট GPA-5 ১৩,৪৩৬ জন।

এস.এস.সি.-২০১২ এর ১০ টি শিক্ষা-বোর্ডের পাসের হার ও মোট GPA-5

Sponsored Products

আরো দেখুন


Articles from partners

    EduportalBD Mobile App

    Official mobile app by Eduportalbd.com. Get EIIN number, EMIS code, contact info, address, and tons of other information about any educational institutions in 5 countries.

    App download Call to Action