জন্ম :
জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রীস্টাব্দে বরিশালে জন্মগ্রহণ করেন।তঁার পিতার নাম সত্যানন্দ দাশ এবং মায়ের নাম কুসুম কুমারী দাশ।তার মা ও ছিলেন একজন স্বভাব কবি।
শিক্ষাজীবন:
জীবনানন্দ দাশ বরিশাল ব্রজমোহন স্কুল, ব্রজমোহন কলেজ ও কলকাতা প্রেসিডেন্সি কলেজে শিক্ষালাভ করেন।তিনি ১৯২১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ ডিগ্রী লাভ করেন।
কর্মজীবন:
এম এ ডিগ্রী লাভের পর তিনি অধ্যাপনা শুরু করেন এবং দীর্ঘকাল অধ্যাপনা করেন।
লেখার ধরন:
জীবনানন্দ দাশ প্রধানত আধুনিক জীবন চেতনার কবি হিসেবে পরিচিত ।বাংলার প্রকৃ্তির রুপ বৈচিত্রে কবি নিমগ্নচিত্ত।কবির দৃষ্টিতে বাংলাদেশ এক অনন্য রুপসী।
উল্লেখযোগ্য রচনাসমুহ :
তার রচিত প্রকাশনাগুলোর কয়েকটি এখানে দেওয়া হল ঃ
- ঝরা পালক
- ধূসর পান্ডুলিপি
- বনলতা সেন
- মহাপৃথিবী
- সাতটি তারার তিমির
- কবিতার কথা
- রুপসী বাংলা
- বেলা অবেলা কালবেলা
- মাল্যদান
- সুতীর্থ
মৃ্ত্যু:
১৯৫৪ সালের ১৪ অক্টোবর তিনি কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় আহত হন এবং ২২ অক্টোবর মৃত্যুবরন করেন।